সঠিক সিদ্ধান্ত

in #blog2 years ago

মানব জীবনে পথ চলার মুহুর্তে প্রতিটা পদক্ষেপ চিন্তা ভাবনা করে, সঠিক সিদ্ধান্ত নিয়ে চলতে হয়। সঠিক সিদ্ধান্তই আমাদেরকে নিয়ে যেতে পারে সাফল্যের শিখরে। যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি তবেই আমরা সাফল্য দেখতে পারি। কিন্তু একটি ভুল সিদ্ধান্তে আমাদের জীবনের মোড় ঘুরে যেতে পারে। তাই আমাদের জীবনের প্রতিটি মুহুর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মনোভাব থাকতে হবে। আমরা কখন কি করবো, কোন পোশাকটা পরবো, কখন কোথায় যাবো, কখন ঘুমাবো ইত্যাদি এমন প্রতিটি মুহুর্তেই আমরা সিদ্ধান্ত নিয়ে তারপরেই সেই কাজটি করে থাকি। আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো আমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। আমি জবে কোন সেক্টরে যেতে চাই সেটা উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট নির্বাচন করা উচিত। এই সিদ্ধান্তের উপর নির্ভর করে, আমরা ভবিষ্যতে কোথায় থাকবো। তাই সঠিক সিদ্ধান্ত নেয়াটা আমাদের জীবনে বেশি প্রয়োজনীয়।

তবে আমাদের যে কোন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সবারই রয়েছে। কিন্তু আমরা এমন পরিস্থিতিতে বুঝে উঠতে পারি না আমাদের কি করা উচিত। তাই আমার মনে হয় কয়েকটি বিষয়ে লক্ষ রেখে যদি আমরা কোন সিদ্ধান্ত নিতে পারি তাহলে সেই সিদ্ধান্ত টি সঠিক হবে। এবং আমাদের জীবনের সাফল্যের রাস্তাটি পেয়ে যাবো।

প্রথমত আমাদের লক্ষ নির্ধারণ করতে হবে। আমি আসলে কি করতে চাচ্ছি। ভবিষ্যতে আমি কি হতে চাই। সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে লক্ষ নির্ধারণ করা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা লক্ষ নির্ধারণ করতে পারি তাহলে আমাদের মনে প্রশ্ন জন্মাবে কেনো আমি এই কাজটি করতে চাই। কিভাবে করতে পারবো আমার এই কাজটি। এবং কি করলে আমার এই কাজের সমাধান খুজে পাবো। তাই আমাদের সঠিক সিদ্ধান্ত নেয়ার প্রথম ধাপ হলো লক্ষ নির্ধারণ করা।

দ্বিতীয়ত আমাদের সেই লক্ষের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। এর ফলে দেখা যাবে আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহনে কি করা উচিত সেটি ভালো ভাবে বুঝতে সহায়তা করবে। এবং সেই বিষয়ে আমাদের ভালোভাবে জানতে হবে যারা ঐসকল বিষয়ে অভিজ্ঞ তাদের থেকে। আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহনে এই বিষয়টি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। কারন আমরা একটি কাজ করবো সে বিষয়ে যদি ধারণাই না থাকে তাহলে কিভাবে সেই সিদ্ধান্তটি আমরা নিয়ে ফেলতে পারবো। তাই আমাদের উচিত একটি সিদ্ধান্ত নেয়ার আগে অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তির থেকে সেই বিষয়ে ধারণা নেয়া বা তথ্য নেয়া।

এর পরবর্তী ধাপে আমাদের যে তথ্য সংগ্রহ করতে পেরেছি সেই বিষয় গুলো বিবেচনা করা। কারন আমরা সকল তথ্য সংগ্রহ করে ফেলেছি কিন্তু আমরা বিবেচনা করলাম না আমাদের দ্বারা এটা সম্ভব হবে কিনা। আমাদের কাজের ফলাফল কি হতে পারে সকল বিষয় আমাদের বিবেচনা করে নিতে হবে। তাই একটি লক্ষ নির্ধারণ করার পর সেই বিষয়ে আমাদের ভালোভাবে জানতে হবে তথ্য সংগ্রহ করতে হবে। এবং সেই তথ্য গুলো বিবেচনা করে নিতে হবে আমাদের লক্ষটি সঠিক সিদ্ধান্ত হবে কিনা।

অবশেষে আমরা সিদ্ধান্তটি নিয়ে ফেলতে পারি। আমরা একটি লক্ষ নির্ধারণ করেছি। সেই বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করে সেটি আমরা বিবেচনা করেছি। এখন আমাদের সব কিছু দেখে সিদ্ধান্ত নেয়ার সময়। কারন আমরা সকল বিষয় চিন্তাভাবনা করে বুজে এর পরে সেই সিদ্ধান্ত নিচ্ছি। এখন সিদ্ধান্তটি সঠিক হবে আমাদের ভবিষ্যতের জন্যে। আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহনের পর সেই অনুযায়ী সামনের পথ চলতে হবে। নিজের উপর ভরসা রাখতে হবে। তবেই আমাদের সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। এবং সাফল্য অর্জন করতে সক্ষম হবো।

shutterstock_533585452-min-1.jpg
IMG