Digital Camera Photography / Pencil Art & Design #1

আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা
আজ সোমবার, তারিখ- 03.08.2020 * আজ রাখি পূর্ণিমা, সারাদিন খুবই গরম, জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এদিকে সারা দেশ এক বিশেষ মহামারীর কারণে LOCK DOWN এর মধ্য দিয়ে কাটছে। হাতে টাকা-পয়সা নেই, কারণ এই LOCK DOWN এর কারণে কোনও কাজকর্ম করতে পারছি না। সকালে ব্যাঙ্কে গিয়েছিলাম কিছু টাকা Withdraw করার জন্য, কিন্তু ব্যাংকে গিয়ে দেখলাম প্রচুর লাইন। তাই বিরক্ত হয়ে ব্যাঙ্ক থেকে ফিরে এলাম। এদিকে আমাদের শহরে 5-7টি ATM রয়েছে, কিন্তু প্রতিটি ATM এ চেক করে দেখলাম কোথাও টাকা নেই।
আর কি করা যায়, এই অসহ্য গরমে তর তর করে ঘাম ঝরছে, সারা শরীর ভিজে গেছে, জামা-প্যান্টের অবস্থা খুবই খারাপ -আর কোনও উপায় না দেখে ঘরে ফিরে এলাম। মন খারাপ, টাকা তুলতে পারলাম না। ভাবলাম, বিকেল বেলা একবার TRY করে দেখতে পারি। তাই তাড়াতাড়ি দুপুরের খাওয়ার খেয়ে নিলাম, খেতে খেতে প্রায় দুপুর 2টো হয়ে গেছে।
কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঠিক 2.30 মিনিটের সময় হাতে ATM CARD টি নিয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে ভাবছি, টাকা তুলতে পারবো তো? রাস্তায় যেতে যেতে একটি বিড়াল দাগ কেটে চলে গেল, বাম দিক থেকে ডান দিকে। ভাবলাম, বিড়াল যেহেতু দাগ কেটে চলে গেল - আজকে আর মনে হয় আমার টাকা তোলা হবে না। কিন্তু ATM এর কাছে গিয়ে দেখি - সকালে যে ATM সাটার টানা ছিল, আর সঙ্গে একটি বোর্ড ঝোলানো ছিল - CLOSE. কিন্তু এখন গিয়ে দেখি - ATM চালু আছে, ATM এর গার্ডকে জিজ্ঞেস করলাম টাকা আছে ? টাকা তোলা যাবে ? ও, উত্তরে বলল - আছে.. যাক মনে একটু শান্তি পেলাম। এরপর আর দেরি না করে ঝটপট কিছু টাকা ATM থেকে Withdraw করলাম।
এখন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কিছুক্ষণ আগে ATM থেকে টাকা তুলে বাড়ি ফিরেছি। প্রচন্ড গরম লাগছে, এই অসহ্য গরমে ঠান্ডা বাতাস গায়ে লাগানোর জন্য, আমার বাড়ীর সামনে একটি বড় পুকুরের পাড়ে বসে 2-3 জনের সঙ্গে বসে একটু আড্ডা মারছি। যাইহোক, আজকের দিনটি ভালো-মন্দ করে বেশ কাটল।
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
#camera #photo #sujaytechnicals #hive #blog #posting #images #blogging
camera photo sujaytechnicals hive blog posting images blogging
***************************Related Post********************************
Camera Photo || #88|| Date- 03/08/2020 || Photography Blog || @sujaytechnicals HIVE BLOG