গিলাতলা জাহানাবাদ ক্যান্টনমেন্ট বনবিলাস চিড়িয়াখানা

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকে হঠাৎ করেই একটা ফ্যামিলি ট্যুর হয়ে গেল। ট্যুর বেশি দূরে না হলেও জায়গাটা ছিল দার্শনিক। জায়গাটির নাম হচ্ছে "Bonobilash Zoo"..এটিকে সাধারণত "গিলাতলা জাহানাবাদ ক্যান্টনমেন্ট বনবিলাস চিড়িয়াখানা"নামে পরিচিত।

এই চিড়িয়াখানায় আপনারা দেখতে পাবেন কয়েক প্রজাতির পাখি আরও থাকছে বিভিন্ন ধরনের পশু। এখানে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, কুমির, অজগর সাপ, খরগোশ, বানর, ভাল্লুক আরো নানা ধরনের পশু।
এখানে আরো রয়েছে উটপাখি, ময়ূর, হরিণ, হনুমান,ইমু পাখি, মদনটাক,ধনেশ, টিয়া পাখি, বক পাখি আর রয়েছে নানা ধরনের বিদেশি পশুপাখি।

এই চিড়িয়াখানাটি খুলনা জেলার গিলাতলা নামক একটি স্থানে অবস্থিত এবং এটি পিকনিক স্পর্ট নামে পরিচিতি রয়েছে।খুলনা- যশোর মহাসড়কের গিলাতলায় জাহানাবাদ সেনানিবাসের নিয়ন্ত্রণাধীন এই বনবিলাস চিড়িয়াখানা। খানজাহান আলী থানার জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানার চারিদিকে সবুজের সমারহ, সম্পূর্ণ এলাকা আধুনিক বনজ ইউকিলিপটাসে ঘেরা। এই চিড়িয়াখানার ভিতরে সুন্দরবনের অত্যাধিক নামকরা সুন্দরী গাছ ও অবস্থিত রয়েছে।

বনবিলাস চিড়িয়াখানাটি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকে। প্রবেশ মূল্য প্রতি জনের জন্য ৩০ টাকা । চিড়িয়াখানার পাশ দিয়েই গড়ে উঠেছে বনবিলাস শিশুপার্ক। কোভিড-১৯ জন্য শতভাগ শিশুপার্ক বন্ধ থাকলেও গিলাতলা বনবিলাশ চিড়িয়াখানা টি সঠিক স্বাস্থ্যবিধি মেনে চালু রয়েছে। জায়গাটি খুবই মনোরম এবং খুলনা ও যশোরের ভিতর জায়গাটির খুব স্বনামধন্য রয়েছে।

নিম্নে আমি সকল পশু পাখির ছবি দিয়ে রেখেছি।আজকে পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মত এখানেই আল্লাহ হাফেজ।

IMG_20210904_155220.jpg

IMG_20210904_155139.jpg

IMG_20210904_160242.jpg

IMG_20210904_155201.jpg

IMG_20210904_155313.jpg

IMG_20210904_155031.jpg

IMG_20210904_155426.jpg

IMG_20210904_154004.jpg

IMG_20210904_155334.jpg

IMG_20210904_154712.jpg

IMG_20210904_155112.jpg

IMG_20210904_154352.jpg

IMG_20210904_154838.jpg

IMG_20210904_155942.jpg

IMG_20210904_154217.jpg

IMG_20210904_155018.jpg

IMG_20210904_154147.jpg

IMG_20210904_154127.jpg