Pay Attention to Deadlines without Looking for Errors

in Hive Bangladesh3 years ago

▶️ Watch on 3Speak


বন্ধুরা, আজ আমি ভিন্ন কিছু নিয়ে কথা বলার চেষ্টা করেছি। কারন গতানুগতিক বিষয় থেকে আমি একটু বাহিরে আসার চেষ্টা করেছি। কারন সাধারনভাবে নির্দিষ্ট কোন কাজ করার ক্ষেত্রে আমরা যে ভুলগুলো বার বার করার চেষ্টা করি, তাদের মাঝ থেকে একটি বিষয়ে নিজস্ব মতামত তুলে ধরেছি আমি আজ।

Friends, today I tried to talk about something different. Because I've tried to get a little out of the ordinary. Because of the mistakes that we often try to make when it comes to doing certain things in general, I have come up with my own opinion today.

আসলে বিষয়টি এই রকম যে, আমরা যখন নির্দিষ্ট কোন কাজ করার চেষ্টা করি এবং নির্দিষ্ট সময়ের মাঝে সেটিকে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করি, তখন প্রায় আমরা মাঝ পথে থেমে যাই এবং পিছনের ভুল/ক্রটি খোঁজার চেষ্টা করি। কারন আমাদের লক্ষ্যে পৌছাবার পূর্বে আমরা আমাদের কাজগুলোকে আরো বেশী নিখূত করার প্রচেষ্টা চালাই।

The fact of the matter is that when we try to do a certain task and start working with the goal of completing it in a certain time, we almost stop in the middle and try to find the mistake behind it. Because before we reach our goal, we try to make our work more perfect.

কিন্তু একটা বিষয় আমরা বুঝতে চেষ্টা করি না যে এই ধরনের মানসিকতা আমাদের আরো পিছনে ঠেলে দিচ্ছে, যার কারনে আমরা নির্দিষ্ট সময়ের মাঝে কাজ শেষ করার ব্যাপারে মনোযোগ দিতে পারি না। আর নির্দিষ্ট সময়ের মাঝে কাজ শেষ করতে না পারা মানেই হলো, লক্ষ্য অর্জন থেকে পিছিয়ে থাকা। সুতরাং আমি যেটা মনে করি, কাজ নিখুঁত কিংবা ক্রটি ধরার জন্য নির্দিষ্ট সময় রাখা উচিত এবং টার্গেটকৃত সময়ের মাঝে কাজ সম্পন্ন করার ব্যাপারে আরো বেশী মনোযোগি হওয়া উচিত আমাদের।

But one thing we don’t try to understand is that this kind of mentality is pushing us further back, which is why we can’t focus on finishing work in the allotted time. And not being able to finish the work in the allotted time means lagging behind in achieving the goal. So from what I think, we should set aside time to perfect the work or catch the Errors and we should be more focused on getting the work done within the targeted time.

Thanks all for watching.
@hafizullah

222.jpg
text15.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

text15.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

text15.png

hive cover final.jpg


▶️ 3Speak

Sort:  

ভাই আপনি যে কথা টা আমাদের সাথে শেয়ার করেছেন যে ,আমরা যখন নির্দিষ্ট কোন কাজ করার চেষ্টা করি এবং নির্দিষ্ট সময়ের মাঝে সেটিকে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করি, তখন প্রায় আমরা মাঝ পথে থেমে যাই এবং পিছনের ভুল/ক্রটি খোঁজার চেষ্টা করি।
কথাটি আপনি ঠিক বলেছেন , এটা আমাদের অবশই করা উচিত , যদি আমরা পিছনের ভুল গুলো না ধরে ভুল করে সামনে আগায় তাহলে সামনের সবগুলো কাজ ও আমাদের ভুল হবে , আর ভুল কাজের কোনো দাম থাকেনা এটা আমরা সবাই জানি।
এটাও আপনি ঠিক বলেছেন যে সেই ভুল গুলো ধরার জন্য একটা নির্দিষ্ট সময় আমাদের বেঁচে নিয়ে হবে , মাঝপথে থেমে না।
আপনার মূল্যবান ভিডিওর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Apnake o dhonnobad apu amar video gula dekhe apnar montobbo share koara jonne.
Ashole apni jotoi chesta koren kaz k nikhut korar jonne, jodi time moto kaz sesh korte na paren tobe sei kazer kono mullo thakbe na kothay o.

Get things done on time is very important. If you focus on perfection, it can make it slow and you might miss the deadline. We were taught in the exam as a student. In our professional, this is very important. Every task you do has a deadline. And you have to complete it in time. Thank you @hafizullah for sharing this!

Hey brother,
Happy to see your nice and positive feedback.
Yes I am also agreed with your words and thanks a lot for your comment.

আমরা এমন হয়ে গেছি যে, আমাদের দ্বারা ত্রুটি মুক্ত কাজ করা কখনোই সম্ভব হয় না। যদি না কোথায় আমাদের ভুল আছে সেটি খুঁজে বের না করি। স্কুল জীবনে স্যাররা অনেক উপদেশ দিতেন লাস্ট 10 মিনিট লেখাগুলো পুনরায় চেক দেওয়ার জন্য। কিন্তু আমরা সেটা করতাম না চিন্তা করতাম লাস্ট 10 মিনিটে কয়েকটা প্রশ্নের উত্তর দেয়া যায় কিনা। জীবনের ক্ষেত্রেও এরকম কিছু নির্দিষ্ট সময় রাখা আমাদের উচিত। তাহলেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ অনেক সুন্দর একটি বিষয় উপস্থাপন করার জন্য।

জ্বী আসলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কথাগুলো কর্যকর, তবে যদি আমরা সেটা অনুসরন করি।
কারন অধিকাংশ সময় আমরা এই সত্যগুলোকে মানার চেষ্টা করি না, যার কারনে আমরা বার বার সমস্যায় পতিত হই এবং পরবর্তীতে আফসুস করি।
ধন্যবাদ আপনাকে বুঝতে পারার জন্য।

আমি যখন নির্দিষ্ট সময়ে কাজ করতে ব্যর্থ হব তাহলে আমি নির্দিষ্ট সময়ে আমার টার্গেট পূরণ করতে ব্যর্থ হব।এটি আসলে একটি গুরুত্বপূর্ণ ইস্যু।ভাই ভিডিওতে যে কথাগুলো বলেছেন প্রতিটি কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।ধন্যবাদ এই কথাগুলো ভিডিওর মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য।আশা করি আপনার এই কথাগুলো শুনে অনেকেই উপকৃত হবে।

জ্বী আর আমরা যদি নির্দিষ্ট সময়ের মাঝে কাজ করতে ব্যর্থ হই এবং আমাদের টার্গের পুরণ করতে না পারি। তাহলে সেই অল্প এবং নিখূত কাজের কোন মূল্যায়ন হবে না, আর অধিকাংশ ক্ষেত্রে আমরা এই ভুলটা করি, যার কারনে আমাদের কাজ মূল্যায়িত হয় না এবং পরিশ্রমগুলো ব্যর্থ হয়।
সুতরাং আমরা নির্দিষ্ট সময়ের মাঝে কাজ শেষ করার চেষ্টা করবো এবং হাতে কিছু সময় রাখবো যাতে সেইকাজগুলো আবার রিভিউ করতে পারি।

অনেক সুন্দর ভাই বরাবরের মতোই আপনি আবার একটি মতিভেশনাল ব্লক তৈরি করলেন যেখানে আপনি আমাদের আমাদের আমাদের বিভিন্ন লাইফের কিছু চিত্র এবং কিছু কথা তুলে ধরেছেন অনেক ভালো লাগে আপনি যে সকল কথাগুলো বলে থাকেন আসলে সেটা কার্যকরী এবং অনেক কাজে লাগে অনেক সময় চালিয়ে যান এভাবে এবং অবশ্যই আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও উপস্থাপন করার জন্য

ভাই শুনে খুশি হলাম কথাগুলো আপনার কাছে ভালো লেগেছে।
সত্যি বলতে কি জানেন, নীতি বাক্য সবার কাছে ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে, আমরা সেই কথাগুলোকে বাস্তবজীবনে অনুসরন করার চেষ্টা করি না।
ধন্যবাদ ভিডিওটি দেখার এবং আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

Congratulations @hafizullah! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You have been a buzzy bee and published a post every day of the week

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Do not miss the last post from @hivebuzz:

Offer a gift to your friends for Christmas
HiveFest⁵ feedback and contest results

অসাধারণ ভাই আপনার উপস্থাপনা। আপনাকে যতই দেখি ততই অনুপ্রেরণা পায় হাফিজ ভাই। আজ আপনার নিজের সম্পর্কে অসাধারণ উপস্থাপন করছেন। আপনার ভিডিও দেখে আমি বিমোহিত। আপনার সর্বোত্তম মঙ্গল কামনা করি। দোয়া করি আপনি আমাদেরকে আরো ভালো কিছু সবসময় উপহার দেন আর আমাদের উপর ছায়ার মতো থাকেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার রিয়েল লাইফ সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য।

ধন্যবাদ ভাই।
এটা সত্যি আমার জন্য আনন্দদায়ক বিষয় যে, আমার কথায় আপনারা অনুপ্রাণিত হচ্ছেন। তবে আপনাদের সুন্দর কাজগুলো কিন্তু আমাকে আরো বেশী অনুপ্রাণিত করতে পারবে,সুতরাং চেষ্টা করুন ভালো কিছু করার, যদিও আমি জানি আপনি চেষ্টা করলে পারবেন।

excellent topic and unique one and i translated all talk i got positive thoughts in to life

Hey brother, good afternoon!
Thanks for your good and positive words, I always appreciate it.
Have a good Day!

G vai valo bolsen j nirdishto time er moddhei kaj sesh kora proyojon.
But vai oneksomoye kintu kaj er majhe onek vul truti theke jay pichone jegulo na sudhrale finishing ta valo asar possibility komey jay.
Jemon dhori amie jokhon 1ta design kori... oneksomoye kheyal kori kichu vul truti jegulo choley giyeche... segulo jodi tokhon thik na kori tahole finishing e marattok error dekhate pare.
Jodio time maintain er jonno amar nijer e uchit thakey jate oi vul ta majhkhane na hoy.
But manush matroi vul korbe r etai bastobota tai ami mene nei esob r er jonnoi hoyto ami nijey success hotey parchi na.

ধন্যবাদ আপনার মতামত ব্যক্ত করার জন্য,
হ্যা এটা মনে রাখতে হবে, সকল শর্ত সকল ক্ষেত্রে প্রযোজ্য না, তাই আমাদের কার্যাবলীর উপর অনেক কিছু নির্ভরশীল। কারন আপনি যে বিষয়টা নিয়ে মতামত ব্যক্ত করেছেন, সেখানে পরবর্তীতে শুরুটা ঠিক করার কোন সুযোগ পাওয়া যায় না।
দেখুন একটি বিল্ডিং তৈরীর সময় ফাউন্ডেশনে কোন খুত রেখে সেটি তৈরী করার সম্ভব না, তেমনি পরবর্তীতে সময়ে সেটিকে ঠিক করাও অসম্ভব বিষয়। সুতরাং আমাদের কার্যাবলীর উপর বহুলাংশে এটি নির্ভর করে।

It's a great suggestion I think. We can apply it in every types of work. The one who will follow this route will be considered as a hard worker. The person who follows this, will be one step ahead to his success than others.