Visiting a Memorable Area-After 14 Years

in Hive Bangladesh3 years ago (edited)

▶️ Watch on 3Speak


কিছু অতীত খুব স্মরনীয় হয়ে থাকে আমাদের জীবনে, নানা সময় নানা কারনে সেগুলো বার বার ফিরে আসতে চায় জীবনে। কিন্তু যা অতীত হয়ে যায়, তা কখনো ফিরিয়ে আনা সম্ভব না। তবে সেগুলো থেকে অনেক বিষয়ে ভালো অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়।

Some pasts become very memorable in our life, at different times for various reasons they want to come back again and again in life. But what is past can never be brought back. However, it is possible to gain good experience in many subjects from them.

আজকের ভিডিওটিতে আমি এইরকম কিছু অঞ্চলের দৃশ্য শেয়ার করার চেষ্টা করেছি, যেখানে প্রায় ১৪ বছর পর ফিরে যাওয়ার সুযোগ হয়েছে এবং চারপাশের বদলে যাওয়া দৃশ্যগুলো উপভোগ করা সম্ভব হয়েছে। স্মৃতিময় চারপাশের কিছু অংশ আপনাদের সাথে ভাগ করে নিলাম।

In today’s video I tried to share a view of some of these areas, where I had the opportunity to go back after almost 14 years and enjoy the changing scenery around the areas. I shared some parts of the memorable surroundings with you.

Thanks all for watching.
@hafizullah

222.jpg
text15.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

text15.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

text15.png

hive cover final.jpg


▶️ 3Speak

Sort:  

রিক্সা ভ্রমন সত্যিই খুব ভালো লাগে। রাস্তার পাশের দৃশ্য গুলো খুব সুন্দর। বিশেষ করে তার গাছ আর কলাগাছের দৃশ্যগুলো খুব ভালো লাগে। চলতি অবস্হায় ও সুন্দর ভাবে ক্যাপচার করেছেন।

জ্বী এই রিক্সা ভ্রমনটা আমার জন্য কিছুটা ব্যতিক্রম ছিলো, কারন বহু বছর পর এই জায়গাটা আবার ঘুরে দেখার সুযোগ পেয়েছি, এক ছোট ভাই সাথে ছিলো। বেশ উপভোগ করেছি আমি।

dear bro, shukriya apni zabardust memory shre krnay ka, app nay bhut achi batain kin travel motaliq us area ka , shukriya

জ্বী ভাই এই জায়গায় আমার বহু বছরের স্মৃতি বিজড়িত, যার কারনে আমার বেশ আগ্রহ ছিলো পুরো এলাকাটা ঘুরে দেখার। তাই সুযোগটি আর নষ্ট করি নাই।
ধন্যবাদ আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

Ha vaiya apni thik bolechen,,,otit kokhono fire asena, r fire ante cailey o ana somvob na,, amra tou age ei jaiga dekhini but apni 14bochor age jemon dekhe chilen temon hoitu nei ha obossoi thakbena,,,kintu hoitu apnar ei jaiga ta dekhe onek kichu mone pore geche r onek oviggota o orjon korte perechen asa Kori,,, dhonnobad apnake video ta share Korar jonno...

হ্যা, চারপাশের সকল দৃশ্য এবং অবস্থান বেশ পরিবর্তন হয়ে গেছে, আর এটাই প্রকৃতির নিয়ম সময়ের প্রভাবে সকল কিছুই পরিবর্তন হয়ে যায়।
ধন্যবাদ আপনার অনুভূতি ভাগ করে নেয়ার জন্য।

Rickshaw vromon😱😱😱khubi valo lage.4 paser poribes bes silent mone holo.onk fosoli jomi rastar 2 pase.fosoli jomi gular vitor sorisar jomi ta khub taratari choke akorsito holo.gorur gobor o rastar pase sukaite dea hoice. R gramin ei poribes gula sotti enjoy korar moto.amr kace gramin ei poribes gula khubi valo lage.Thanks video ta share korar jnno.

জ্বী আপু চারপাশের পরিবেশ এবং দৃশ্যগুলো খুবই উপভোগ্য ছিলো, এখানে যেমন চাষের জমি ছিলো, ছিলো ছোট্ট একটি বহমান নদী, পাকা সড়ক এবং কারখানা, কিন্তু তবুও চারপাশের দৃশ্যগুলো খুবই শান্ত এবং মনোরম ছিলো।
ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য।

অতীত অতীত ই থাকবে। অতীত কখনো ভবিষ্যৎ হবে না বর্তমানেও হবেনা। জীবনের যে সময় গুলো চলে যায় তা আর কখনো ফিরে আসে না আসার চেষ্টা করেনা। আর অতীত নিয়ে কেউ যদি চিন্তা করলে তার ভবিষ্যতে চিন্তা ও বিফলে যাবে। অতীতকে স্মরণ করে রাখতে মানুষ বিভিন্ন রকম পথ অবলম্বন করে। আর সেই স্মৃতি গুলোকে দেখতে পারে সংরক্ষণ করা এলবাম থেকে।

তবে অতীতের স্মৃতিগুলো সর্বদা হৃদয়ের মাঝে থেকে যায়, আর বার বার ফিরে আসতে চায়। তাই সুযোগ পেয়ে আমি জায়গাটা পুনরায় ঘুরে দেখেছি।

Khali sobuj r sobuj vai, kon alaka ata. rasta o dekhtechi besh valo, paka rasta r bash er sako. Ki sundor sob, 14 years por aii alaka te gelen? Kemon lagtechilo jeye? nishchoy onk valo, puron onk kisui nishchoy mone pore gese. Khub e sundor location, enjoy korer moto sob kisu...

Ajke past present niye kisu likhbona, ami khali sobuj prokriti apnr video dekhe enjoy korteche karon amr aikhane sob kisu shada...

এটা আড়াইহাজার থানার, ইদবারদি। খুবই চমৎকার একটা গ্রাম। আসলে আড়াইহাজার থানার বহু জায়গায় আমার বহু স্মৃতি জড়িয়ে আছে। কলেজ জীবনে প্রচুর সময় এখানে কাটিয়েছিলাম, যা এখন শুধুই অতীত স্মৃতি।

ভাই জীবন থেকে চলে যাওয়া সময় গুলো এখন শুধুমাত্র অতীত। এটা আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। 14 বছর পর যেয়ে আপনি যে রাস্তা চিনতে পারছেন সেটাই তো অনেক ভাই। ভাই আপনার রিকশা ভ্রমণ যে অনেক ভালো হয়েছে সেটা আপনাকে দেখলে বুঝা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আনন্দঘন মুহূর্তে টিকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

হ্যা এটা সত্যি, কিন্তু সুন্দর স্মৃতিগুলো কখনো অতীত হয়ে যায় না, এগুলো ঠিক থেকে যায় মনের মাঝে। হ্যা, সুযোটটি রিক্সায় ভ্রমনের মাধ্যমে উপভোগ করার চেষ্টা করেছি মাত্র।

সত্যি কথা বলেছেন ভাই আমাদের প্রত্যেকটি মানুষের এমন কিছু স্মৃতিময় ঘটনা স্মৃতিময় জায়গা আছে যেটা কখনো আমরা ভুলতে পারবো না এবং সেই জায়গায় যদি আমরা পরিবর্তন চাই সেই অনুভূতিটা কাউকে প্রকাশ করতে পারবো না আপনার সাথে সাথে আমাদের অনেক ভালো লাগছে ধন্যবাদ এত সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য

জ্বী, একদিন আপনার সেই স্মৃতি মাখানো জায়গাগুলোও আমরা দেখতে পাবো নিশ্চয়। খালিতো গানে গানে সময় পার করে দিচ্ছেন সব, হে হে হে
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।

ভাই ভালো লাগলো আপনাকে আবার আপনার মেমোরি নিয়ে আমাদের সামনে দেখে৷ আসলে, জীবন কিভাবে জে বয়সের ফাকে লুকিয়ে জায় সৃিতিগুলো কোথায় জে হারিয়ে যায়, কেও জানে না৷

ভাই সত্যি এই রিক্সা ভ্রমনটা একটু ব্যতিক্রম ছিলো, যদিও ভিডিওটি ভালো ভাবে ক্যাপচার করা সম্ভব হয় নাই, কারন অটোরিক্সা তো খুব দ্রুত চলে।