কিভাবে থ্রিস্পিক এ ভিডিও আপলোড করতে হয় || How to Upload Threespeak Video [Tutorial-2]

in Hive Bangladesh3 years ago

বন্ধুরা,
আশা করছি সবাই ভালো আছো এবং নিজেদের সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করছো। কারন আমরা যতক্ষন আমাদের সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবো, ততোক্ষন আমাদের সফলতাগুলো ধরে রাখতে পারবো। আর যারা সময় এবং সুযোগের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তারা নিজেদের সফলতাগুলোকে ধরে রাখতেও ব্যর্থ হয়। সুতরাং সফলতাগুলো নিজের করে নেয়ার পূর্বে সময়ের সঠিক ব্যবহার জরুরী।

how upload.jpg

যাইহোক, আমি সুযোগ এবং সময় দুটোকেই সর্বাধিক গুরুত্বারোপ করি এবং নিজের সফলতাগুলোকে নিশ্চিত করি। বন্ধুরা, আজকের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করবো, কিভাবে থ্রিস্পিক কমিউনিটিতে নিজের ভিডিও আপলোড করবে, আমি চেষ্টা করেছি সহজভাবে সকল কিছু ব্যাখা করার, আশা করছি আপনাদের বুঝতে সমস্যা হবে না।

ss-1.png

প্রথমে আমাদের থ্রিস্পিক এ লগইন করতে হবে। আপনার ই-মেইল এড্রেস এবং পাসওয়ার্ডটি নির্ভুলভাবে টাইপ করে লগইন করুন। তারপর চিত্রে দেখানো আপলোড ভিডিওতে ক্লিক করুন।

ss-2.png

আপনার আইডিটি নিশ্চিত হওয়ার জন্য থ্রিস্পিক পুনরায় আবার আপনাকে ইমেইল এবং পাসওয়ার্ড চাইবে। সুতরাং দ্বিতীয়বার পুনরায় এগুলো টাইপ করুন।

ss-3.png

দ্বিতীয়বার নিশ্চিত করার পর নতুন আরো একটি ইউন্ডো আসবে এবং এর বাম দিকে আপলোড এর ছোট একটি আইকন থাকবে। আপনাকে এখন সেই আপলোড অপশনটির উপর ক্লিক করতে হবে।

ss-4.png

এরপর পূর্বের মতো নতুন আরো একটি ইউন্ডো আসবে, চিত্রে দেখানো সার্কেলটির মাঝ খানে লক্ষ্য করুন এবং সেই লেকাগুলোর উপর মাউস এর আইকন নিয়ে ক্লিক করুন। তাহলে আপনার ভিডিওটি কোথায় আছে তা থ্রিস্পিক জানতে চাইবে। এখন আপনার ভিডিওটি সিলেক্ট করুন।

ss-5.png

আপনার ভিডিওটি সিলেক্ট করার সাথে সাথে ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে। চিত্রে দেখানো সার্কেলটি পুরো ভরে যাবে এবং ১০০ ভাগ পূর্ণ হওয়ার পর এর রং সবুজ হয়ে যাবে।

ss-6.png

এখন আপনাকে এই পেজ এর পরবর্তী কাজগুলো সম্পন্ন করতে হবে। প্রথমে আপনাকে টাইটেল বক্সে ভিডিওটির সাবজেক্ট মানে টাইটেল লিখতে হবে। সহজভাবে টাইটেলটি আপনার কনটেন্ট সম্পর্কিত হওয়া বাঞ্ছনীয়। এর পর ডেসক্রিপশন এ কিছু কথা লিখুন আপনার কনটেন্ট সম্পর্কে, তবে কমপক্ষে ১০০ শব্দ লিখুন। এরপর আপনার কনটেন্ট সম্পর্কিত কিছু ট্যাগ ব্যবহার করুন।

ss-7.png

পরের বক্সে ল্যাঙ্গুয়েজ নির্বাচন করুন, যদি বাংলায় ভিডিও তৈরী করেন, তবে বাংলা নির্বাচন করুন। তার ঠিক নিচের বক্সে কনটেন্টটি কোন কমিউনিটিতে ভাগ করে নিতে চান তা সিলেক্ট করুন। এক্ষেত্রে আমাকের কমিউনিটির নাম হলো হাইভ-বাংলাদেশ এটা নির্বাচন করতে পারেন। তারপরে কনটেন্ট এর কভার নির্বাচন করুন, একেবারে নিচের বক্সে দেখুন।

ss-8.png

এরপর আরো দুটো অপশন রয়েছে একটি হলো সাথে সাথে ভিডিওটি প্রকাশ করার, আর দ্বিতীয়টি হলো নির্দিষ্ট সময় নির্বাচন করে ভিডিও প্রকাশ করার। এক্ষেত্রে সাথে সাথে ভিডিও প্রকাশ করার অপশনটি অটো সিলেক্ট করা থাকে। সর্বশেষ ধাপ হলো সেভ অপশনে ক্লিক করা।

ss-9.png

সেভ অপশনে ক্লিক করার পর নতুন আরো একটি উইন্ডো আসবে, আর এখানে সবাই বুঝতে ভুল করে। কারন এটি অন্যান্য এপ্লিকেশন এর মতো না। এই অপশনটির উপরে লিখা রয়েছে, সাধারণত একটি অল্প সময়ের মাঝে প্রকাশ হয়ে যাবে, কিন্তু কোন কারনে এটি প্রকাশ হতে দেরী হতে পারে, তাই ঘাবড়ানোর কোন কারন নেই।

ss-10.png

তারপর নিচের দিকে উপরে দেখানো চিত্রের মতো এই রকম লাল রং এর কিছু লেখা দেখতে পারেন। যেখানে আপনাকে বলা হয়েছে, যে পর্যন্ত এখানে লেখা না আসবে যে আপনার ভিডিওটি প্রকাশ করার ক্ষেত্রে ফেইল হয়েছে, ততক্ষন পর্যন্ত আপনি এই ভিডিওটি পুনরায় আপলোড দেয়ার চেষ্টা করা থেকে বিরত থাকবেন।

সুতরাং বন্ধুরা, এটা কিছুটা ব্যতিক্রম হলেও খুব বেশী কঠিন না, কিন্তু যারা বুঝতে ভুল করেন, তাদের কাছে খুব বেশী কঠিন মনে হয়। আমার বিশ্বাস এরপর নতুনদের থ্রিস্পিক ভিডিও আপলোড করার ক্ষেত্রে আর কোন সমস্যা হবে না।

ধন্যবাদ সবাইকে বুঝতে পারার জন্য।
@hafizullah

222.jpg
text15.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

text15.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

text15.png

hive cover final.jpg

Sort:  

Very informative post . Thanks for sharing.

You are welcome brother and Inviting you to share your cooking vlog with the platform of #threespeak. Waiting for your positive response in this regards.
Have a good day!

3Speak is growing day by day. We will see more users making videos. Your tutorial makes it very clear about how to upload a video on 3Speak. It would be very useful for new users who use video-sharing platform for the first time. Thank you @hafizullah for your effort and time to help and support others.

আমিও ভাবছি থ্রিস্পিক এ ভিডিও আপলোড করবো ।ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। এটা আমাদের মতো নতুনদের জন্য অনেক হেল্পফুল।

ধন্যবাদ ভাই ।

ভাই আপনি না জানাইলে জানতামই না ,

ধন্যবাদ #hafizullah ভাই কে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। আমরা যারা নতুন আছি তাদের জন্য অনেক কাজে দিবে।