Sweet Pumpkin Field || Travel with Me

in Hive Bangladesh3 years ago (edited)

▶️ Watch on 3Speak


বন্ধুরা, এই সময়ে আমি আমাদের গ্রামীন পরিবেশ দারুনভাবে উপভোগ করছি। বিশেষ করে গরমকালে প্রকৃতির সতেজতা আমাদের শরীরকে ঠিক রাখার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। প্রকৃতির শীতলতায় শরীর আরো বেশী প্রাণচঞ্চল হয়ে উঠে। আজ আমি আপনাদেরকে চমৎকার একটি জিনিষ দেখাবো, আর সেটা হলো কুমড়া ক্ষেত, যদিও এই সময়টা কুমড়ার জন্য উপযুক্ত না।

Friends, at this time I am enjoying our rural environment very much. Especially in summer, the freshness of nature works great in keeping our body fit. The coolness of nature makes the body more lively. Today I will show you a wonderful thing, and that is the pumpkin field, although this time is not suitable for pumpkins.

আসলে শীত চলে যাওয়ার পর অনেক সবজি চাষ করার সুযোগ কমে যায়, কুমড়াও তেমন একটি সবজি। শীত চলে যাওয়ার কারনে কুমড়ার ক্ষেতটি তার সজীবতা এবং সবুজভাব হারিয়েছে। যদিও এখনো অনেক কুমড়া রয়েছে খেতের মাঝে। কিন্তু এগুলোর আকৃতি খুবই ছোট। কারন এগুলো শেষ সময়ের ফসল।

In fact, after the winter is over, the opportunity to cultivate many vegetables decreases, pumpkin is also a vegetable. The pumpkin field has lost its vitality and greenery due to the onset of winter. Although there are still many pumpkins in the field, but their size is very small, because these are the last harvest.

যাইহোক, কুমড়ার খেত আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না। চলুন আমার সাথে সবুজ ও গ্রামীন পরিবেশে কিছুটা সময় হাটি এবং কুমড়ার খেতটি দেখি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।

However, the pumpkin farm is not too far from our home. Let's walk with me in the green and rural environment for a while and see the pumpkin field. I hope you like the video.

Thanks all for watching.

@hafizullah

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png

Discord_channel.png
break.png
hive cover final.jpg
break.png


▶️ 3Speak

Sort:  

Onk kumra dekhi, aikhaneo kumra onk famous and kumra r puree, juice sobji sob e khai aikhane. Besi popular holo sqush, kumra r jaat vai and ami jkhn Ukraine er gram geyechilam tkhn onk kumra dekhechilam... Valo laglo video ta...

Onk sweet pumpkin 😱 coto boro onk ace. Kintu kicu kicu Pumpkin deklm pekeo gese. Gas gula mora mora hoie gese. Amr joto dur mone holo ei gula pakar jnno rekhe dice jeno next time ghore rekheo khaowa jay.4 paser poribesh bes sundor laglo. Majari size er narikel gas o deklm.sundor laglo Poribesh tao.

Pretty cool! Pumpkin is visible seeing in the field.

When I made a video about pumpkin, I could not see any pumpkin in the field at the beginning. I thought I would not find any pumpkin over there. When I kept making the video and looked into it, I found a lot of pumpkins. All pumpkins were hidden in the leaves of the pumpkin trees. It's fun to make the video.