Select a Good & Silent Recording Room (3Speak Beginner Guide-2)

in Hive Bangladesh3 years ago

▶️ Watch on 3Speak


বন্ধুরা,
ভালো পরিবেশ ভালো কিছু করার ক্ষেত্রে দারুনভাবে প্রভাবিত করতে পারে। যে কোন কাজের ক্ষেত্রে এই জন্য অনেকেই সবার আগে ভালো পরিবেশ নিশ্চিত করার চেস্টা করেন। কারন ভালো পরিবেশে শুধু কাজের গতি বাড়িয়ে দেয় না, বরং কাজটিকে সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করে।

Friends,
A good environment can greatly influence you to do something good. Many people try to ensure a good environment for this in any work. Because a good environment not only speeds up the work, but also helps to get the job done smoothly.

একটু লক্ষ্য করুন আপনি যখন কোন ভালো পরিবেশে কিংবা নিরিবিলি পরিবেশে অবস্থান করেন তখন আপনার মানসিক অবস্থান কি রকম থাকে এবং যখন আপনি একটি অশান্ত পরিবেশে অবস্থান করেন তখন আপনার অবস্থান কি রকম হয়। এর এই অবস্থান থেকে আপনি সহজেই বুঝতে পারবেন নিরিবিলি পরিবেশ আমাদের কাজের মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে কতোটা গুরুত্বপূর্ন।

Notice what your mental state is when you are in a good environment or in a secluded environment and what your position is when you are in a turbulent environment. From this position you can easily understand how important a secluded environment is in keeping our work focused.

যদিও ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনি শান্ত এবং নিরিবিলি পরিবেশ নিশ্চিত করতে পারেন, তবে আপনি অধিক মনোযোগ দিতে পারবেন আপনার ভিডিওটি তৈরীর সময়। আর যখন আপনি কোন কিছু তৈরীতে সঠিক মনোযোগ দিতে পারবেন, তখন আপনি বিষয়টি সুন্দরভাবে উপস্থাপনে সক্ষম হবেন। সুতরাং ভালো কিছু রেকর্ড এর ক্ষেত্রে পরিবেশ দারুণ প্রভাব ফেলতে পারে। তাই এই বিষয়টির প্রতি আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন।

While you can ensure a quiet and secluded environment when it comes to video recording, you can pay more attention when making your video. And when you pay proper attention to creating something, you will be able to present the subject beautifully. So in the case of some good records the environment can have a great impact. So we need to be careful about this.

Thanks all for watching.
@hafizullah

222.jpg
text15.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

text15.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

text15.png

hive cover final.jpg



▶️ 3Speak

Sort:  

Your post has been voted as a part of Encouragement program. Keep up the good work!
Try https://ecency.com and Earn Points in every action (being online, posting, commenting, reblog, vote and more).
Boost your earnings, double reward, double fun! 😉

Support Ecency, in our mission:
Ecency: https://ecency.com/proposals/141
Hivesigner: Vote for Proposal

yes brother i agree with you , good environment make every things good, for example in nature beauty we feel so good, so in silent room, good color make the soul happy and in this way we make every effort with much better, nice topic and you talked very much nicely about it, thank dear for selection this good topic

Thanks brother for your positive response in this regards.
Cuz I we care the environment while creating something then the work will be more perfect.
Have a wonderful day bro.

অনেক সুন্দর ভাবে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।শুধুমাত্র ভিডিও বানানোর ক্ষেত্রে নয়, যেকোনো কাজের ক্ষেত্রে একটি নীরব পরিবেশ আমাদেরকে ভালো কিছু করতে সাহায্য করে। আপনার পুরান ঢাকা তো সব সময় গ্যাঞ্জাম লেগেই থাকে। তারপরও আপনার ভিডিওতে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয়।

আপনি বুঝতে পারছেন, এই জন্য প্রথমে ধন্যবাদ দিয়ে নিলাম।
জ্বী আসলে যে কোন কাজের ক্ষেত্রেই এটা বেশ গুরুত্বপূর্ণ, কারন সঠিক পরিবেশ ছাড়া কাজে পূর্ণ মনোযোগ প্রদান অসম্ভব হয়ে দাড়ায়।
তাছাড়া শান্ত পরিবেশ অনেকাংশে আমাদের কাজকে সুন্দর করে দেয়।

Excellent topic, ha amio mone kori video filming er somoy privacy and silent poribesh er dorker. Karon chaotic poribesh e sobai video film korte parena r apni jeta bolechen monojog, concentration thakena. Aii jnno oneke studio prefer kore indoor video r jnno tobe outdoor video shoot korer somoy oneke aktu quiet place e jeye video r samne ktha bole. Sound quality on important jdi seta always ami outdoor video te maintain korte parina... Asa kori aii video onek manusher upokar e ashbe...

আপু বেশী প্রসংশা ভালো না।
আসলে আমি চেষ্টা করছি যারা নতুন আসতেছে আমাদের কমিউনিটিতে এবং চেষ্টা করছে থ্রিস্পিক ভিডিও তৈরী করার। শুধুমাত্র তাদেরকে দিক নির্দেশনা প্রদানের জন্য ভিডিওটি তৈরীর ব্যাপারে আগ্রহী হয়েছি।
এ বিষয়ে আপনি কিছু পরামর্শ শেয়ার করতে পারেন, যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি।

ভাই একদম সঠিক কথাগুলো বলেছেন,
আসলে আমরা যখন ভিডিও করতে বসে পড়ি তখন যদি কেউ তাকিয়ে থাকে কিংবা সামনে এসে পড়ে তখন মানসিক অবস্থা চেঞ্জ হয়ে যায় এবং ভিডিও তৈরীর যে পূর্ণ মনোযোগ থাকে সেই মনোযোগটা নষ্ট হয়ে যায়।তাই অবশ্যই আমাদের ভিডিও তৈরি করার আগে নিরিবিলি পরিবেশ ও নিরিবিলি জায়গা নির্বাচন করা উচিত, যাতে কাজটা আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারি। ধন্যবাদ ভাই এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই আপনার সহমত প্রকাশের জন্য।
আমি প্রায় অর্ধেক ভিডিও রেকর্ড করার পর আবার তা কেটে দেই, কারন কেউ না কেউ রুমের ভিতর চলে আসে এবং কথা বলে ফেলে। যার কারনে আমাকে সন্ধ্যার সময় ভিডিও তৈরী করতে হয়, কিন্তু তখনও ভালো সুযোগ পাই না। কারন আসে পাশের নানা ধরনের শব্দ যন্ত্রনা দেয়।
যার কারনে আমি এটা ভালোভাবে জানি, শান্ত এবং ভালো পরিবেশ ছাড়া সুন্দর ভিডিও তৈরী করা সম্ভব হয় না।

vaiaa right kotha bolcen, same sobar belai o eki obostha, ami gan gawar somoy o jodi kew samne ase tahole r ganer proti monojug ta tmon thakena, ekta niribili valo poribes chara video kono vabe sundor hobena, grutto purno ekti bisoy sheare korar jonno dhonnobad.

জ্বী ধন্যবাদ আপনাকেও ভিডিওটি দেখার জন্য।
আসলে আমাদের দেশের পরিবেশটাই এই রকম, চারদিকে শব্দ দূষণ, যা দেখার কেউ নেই, যার প্রতিকারের কোন সম্ভাবনা নেই। একদিন এক রাশিয়ান বন্ধুর সাথে আমি ভিডিও কলাব্রেশন করতে বসেছিলাম। কিন্তু কিছুক্ষন তিনি তা বন্ধ করে দিয়েছিলেন, বললেন এই রকম শব্দ থাকলে ভিডিও রেকর্ড সুন্দর হয় না।
এবার বুঝেন চারপাশের পরিবেশ কতো ভালো আমাদের শহরের!

Vai apni ki sundor ekta kotha bolecn.ami ei bisoy apnr sathe ekmod.ami emniteo niribili poribes age tkei pocondo kori. R video r khettere r o besi niribili pocondo kori. Karon amr video record korar somoy kew jodi samne thakle tahole amr kmn uneasy lage r hasi pay r kotha sob ultapalta hoy.ei sundor ekta topics nie video Share korar jnno thanks.

ধন্যবাদ আপু আপনাকে বিষয়টি বুঝতে পারার জন্য।
আসলে আমরা সবাই কম বেশী শান্ত এবং সুন্দর পরিবেশ পছন্দ করি, কারন এটি আমাদের মানসিকভাবে ঠিখ রাখার ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করে। ধন্যবাদ আপু আপনাকে।

আপনার কথার সাথে আমি একমত যেকোনো ধরনের কাজ করার জন্য সুষ্ঠু পরিবেশে খুবই জরুরী! পরিবেশ সুস্থ ও শান্ত হবে আপনি তত বেশি মনোযোগ দিতে পারবেন আপনাদের টপিকের ব্যাপারে! অনেক ধন্যবাদ আপনাকে সনি জা

ধন্যবাদ আপু সহমত পোষন করার জন্য।
জ্বী কিন্তু তবুও আমরা শান্ত এবং নিরিবিলি পরিবেশে থাকতে পারছি না, কারন আজকের পত্রিকায় ও এই বিষয়টি এসেছে। আমাদের শহরের শব্দ দুষণ এর মাত্রা কিন্তু। যাইহোক আমি চেষ্টা করি যতোটা সম্ভব নিরিবিলি পরিবেশে ভিডিও তৈরী করার।

Having a nice and quiet environment is very important. It improves the video quality a lot. I usually make videos at night. You can focus and no more distractions. Thank you for sharing your tips about making videos.

Thank you so much brother for your wonderful and positive response.
Yes, I am also trying to do it after the evening. :D

ভাই, আপনি সঠিক কথাই বলেছেন। আমিতো ভিডিও বানানোর আগে ঘরে দরজা লাগায়ে দেই জাতে করে কেও জালাতে না পারে। আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ গুলো আমাদের কাজে দেবেয়াশা করি৷ আপনার ভিডিওর জন্য ধন্যবাদ।

Hey Brother,
Thanks for your response. You are also doing great with your video. Have a wonderful day!

Guidelien valoi dicchen vai... asha kori video maker der valoi kajey ashbe jodi follow korey r ki.
topic ta valo chilo.
sound ta valo na holey video tar madhurjo ase na r sei khetre jayga bachai ta korte hobe thikthak vabe.
Thanks for sharing the tips, bro.

Good Afternoon brother,
Thanks for your wonderful words.
I hope so like you brother.

একদম বাস্তব কথা বলেছে। প্রতিটি কর্মক্ষেত্রে ,এমনকি প্রতি দিনের জীবন যাপনে ভালো পরিবেশের প্রভাব জীবনে দারুন প্রভাব ফেলে। ভালো পরিবেশে কাজের উদ্দীপনা বাড়ে। এমনকি মানসিক শান্তি পাওয়া যায়।