Banglie vegetables cooking vlog:- ঘাটকলের সুস্বাদু একটি ভর্তা,,,,

in Hive Bangladesh3 years ago (edited)

▶️ Watch on 3Speak


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আবার হ আরো একটি সুন্দর রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকে খুব সুস্বাদু একটি সবজি আমি ভর্তা বানাবো অনেকেই এই সবজিটি চিনেন আবার অনেকেই চিনেন না আসলে এই সবজিটি অনেক সুস্বাদু এবং মজাদার এবং এটা তো অনেক ধরনের গুনাগুন রয়েছে।

ঘাটকোল সাধারণত ওয়েস্টবেঙ্গল এবং বাংলাদেশের বেশি পাওয়া যায় এটা ভর্তা হিসাবে খেতে হয় এবং এটা খেলে ত্বকের উজ্জ্বলতা এবং আরো নানা ধরনের কাজ করে থাকে আমাদের শরীরে।

এটি একটি ইংরেজি নাম সাধারণত এটা বৈজ্ঞানিক নাম Typhonium Trilobatum এটা ভর্তা হিসেবে খেতে খুবই সুস্বাদু তাই আজকে আমার বাসায় আমি এটা রান্না করছি পুরো প্রচেষ্টা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এটা আমি রাস্তা তৈরি করলাম এবং আশা করি আপনাদের পছন্দ হবে।


▶️ 3Speak

Sort:  

Egula ki khay naki,,,amra tou eta k pata bahar boli,,,baba valo tou eta toker jonno o Valo,,,ami jantamna ei fast dekhlam,,,valo laglo ajker video ti,,, sheare korar jonno dhonnobad....

হ্যাঁ আপু এটা খাওয়া যায় এবং গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষই এটা খেতে খুবই পছন্দ করেন।

Congratulations @tumppa-queen! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 2250 upvotes.
Your next target is to reach 2500 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support the HiveBuzz project. Vote for our proposal!

ঘাটকোল এর সুস্বাদু ভর্তা এই প্রথম দেখলাম। আমার মনে হয় না, এই জীবনে এ রকম ভর্তা কখনো দেখেছি। শুধুমাত্র আপনার ভিডিওতে দেখলাম। একজন কমেন্ট করে বলল-একটা পাতাবাহার কিন্তু আমার কাছে সন্দেহ লাগে। এটা আসলেই কি? আশা করি পরবর্তী ভিডিওতে এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করবেন।

এটাকে ঘাটকোল, ঘেটকচু , ঘাট কচু, খারকন, খারকোল ইত্যাদি নাম বলা হয়। তবে আমরা এটাকে ঘাটকোল বলে থাকি। অন্য জায়গায় এটাকে কি বলে আমি জানিনা তবে আমি এই কটা নাম জানি।

Pata to amr kache kochu gach er choto vai bon er moto laglo, jdio ami jibone aii pata dekhinai... interesting recipe...