পৃথিবী হোক সীমানাহীন-উন্মুক্ত || An Original Poetry

in Hive Learners3 years ago

boy-529067_1920.jpg

আমাদের আবাসভূমি চিরসবুজ ও সুন্দর এই পৃথিবী ধীরে ধীরে আজ এগিয়ে যাচ্ছে অনাকাংখিত-অপ্রত্যাশিত গন্তব্যের দিকে। কারন শান্ত এই পৃথিবীর চিত্র দিন দিন অশান্ত হয়ে উঠছে, এক জাতি অন্য জাতি নিধনে দারুনভাবে উৎসাহ দেখাচ্ছে, এক অঞ্চল অন্য অঞ্চলের সাথে শক্তি মত্তা প্রদর্শনে লিপ্ত হচ্ছে। ভূমি সমূহ আজ সীমানা নামক প্রাচীরে খন্ড খন্ড হয়ে যাচ্ছে, ধর্ম, বর্ণ ও সংস্কৃতির কারনে মানবতা আজ নিশ্চিহ্ন।

কিন্তু পৃথিবী তো একটি যেথায় ছিলো না কোন সীমানা কিংবা প্রাচীর। তবে কেন আমরা আজ খন্ডিত সীমানা নামক প্রাচীর দ্বারা? কেন আমাদের মাঝে ভেদাবেধ? তবে কি মানবতা কিংবা মনুষ্যত্ববিহীন হয়ে যাচ্ছি আমরা? ক্ষোভ, আবেগ ও প্রশ্ন নিয়ে আমার আজকের কবিতা-

||> পৃথিবী হোক সীমানাহীন <||

আমি চাই না এই পৃথিবী
যেখানে মনুষ্যত্ব নেই,
রয়েছে খন্ড খন্ড স্বার্থের
সীমানার কঠিন প্রাচীর।

আমি চাই সেই আবাসভূমি
যেখানে নেই সীমানার চিহ্ন
সাদা-কালো কিংবা ধনী-গরীব
বিবেচ্য শুধু মানবতা আর সাম্য।

কেন এই বিবেধ তৈরীর চেষ্টা
কাদের স্বার্থে লড়ছি আমরা,
নিজের ভাইয়ের রক্তে রাঙাচ্ছি
নিজের হাত ও শরীরটা।

কেন অশান্ত আমাদের এই ধরণী?
কেন অঞ্চলে অঞ্চলে যুদ্ধের হাতছানি?
কেন শক্তি প্রদর্শনে ব্যস্ত সবাই?
কেন বিশ্বজুড়ে মানবতা নিশ্চিহ্ন?

হয়তো জন্ম, ধর্ম, সংস্কৃতিতে ভিন্ন
পার্থক্য সমূহের মাঝেও মানুষ সত্য,
মনুষ্যত্ব ও সাম্যতার জন্য-
পৃথিবী হোক সীমানাহীন উন্মুক্ত।


Image by lisa runnels from Pixabay


Thanks all for understanding.

@hafizullah

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png