How Blockchain is making Story of Happiness [BEN/ENG]

in LeoFinance3 years ago (edited)

In Bengali:

আশিক ও মিনার তারা দুজন খুব ভালো বন্ধু। দুজনে একসাথে লেখাপড়া করেছে এবং পড়াশোনা শেষ করার পর তারা দুজন দুই ধরনের পেশা বেছে নিয়েছে। পেশাগত জীবনে একজন হয়েছে ব্যাংকার আরেকজনরে শিক্ষক। মিনার শিক্ষকতা পছন্দ করত না তাই সে ব্যাংকিং ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে। অন্যদিকে আশিক শিক্ষাকে খুব ভালোবাসতো বলে শিক্ষকতায় গিয়েছে কিন্তু শিক্ষকতা পেশায় উপার্জন কম হওয়ার কারণে সে প্রতিনিয়ত এই অনলাইনে বিভিন্ন ইনকামের রাস্তা খুজতেছিল।
IMG20200928150814.jpg
বিভিন্ন ওয়েবসাইট, বিজ্ঞাপন এবং ভিডিও দেখে সে দিনে দিনে হতাশ হতে থাকে কারণ সে সব ওয়েবসাইট কিংবা ভিডিওতে যে সকল ইনকামের কথা বলা হয় সেগুলো প্রায় সবগুলোই হচ্ছে অসম্ভব বা ফেক। কিন্তু শিক্ষকতা পেশায় সামান্য বেতনে তার জন্য চলাফেরা করা কষ্ট হয়ে যাচ্ছিল। এমন সময় তার বন্ধু মিনার এর ব্যাংকিং ক্যারিয়ারে আয় দেখে খুবই কষ্ট লাগতো।

অনলাইনে ঘাটাঘাটি করতে করতে একটা সময় আশিক ব্লকচেইন এর সন্ধান পায় এবং সেখান থেকে স্টিম ব্লকচেইন সম্বন্ধে ধারণা পেয়ে কাজ শুরু করে দেয়। এবং এখানে সে যে পথ খুঁজে পেয়েছে সেই পথ ধরে তার এগিয়ে যাওয়া খুব সহজ ছিল কারণ এখানে তার শিক্ষকতা পেশার সাথে জড়িত অনেক কিছুই রয়েছে যেগুলো সে অন্যদের মাঝে শেয়ার করে কিংবা লেখালেখি করে উপার্জন করতে পারত। আশিকের যে কষ্ট সেটা ব্লকচেইন এর মাধ্যমে দূর হয়ে গেছিল।

অন্যদিকে মিনার তার কর্ম ক্ষেত্রে তিনি অসুস্থ হয়ে পড়তে শুরু করে কারণ তাকে অনেক কার্যক্রমের মধ্যে দিয়ে যেতে হতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে কর্মব্যস্ত থাকতে হতো এবং প্রচণ্ড মানসিক চাপ সহ্য করতে হতো। এ অবস্থায় মিনারের অর্থকষ্ট না থাকলেও মানসিক অশান্তিতে ভুগতে শুরু করে। ফলশ্রুতিতে সে পরবর্তীতে আশিকের সাথে আলোচনা করে শিক্ষকতা পেশার প্রতি আগ্রহী হয়। এবং সে তার ব্যাংকিং পেশা ছেড়ে শিক্ষকতা পেশায় যোগদান করে। কিন্তু এখানে যোগদানের পর মিনার সেই সকল সমস্যাগুলো মুখোমুখি হচ্ছিল যেগুলো আশিক প্রথমদিকে মুখোমুখি হয়েছিল। কিন্তু প্রথমেই মিনার সেই কষ্টগুলো বলতে পারেনি। পরবর্তীতে আশিকের সহযোগিতায় মিনারও তার বন্ধুর মত ব্লকচেইন নিয়ে কাজ শুরু করে দেয়। এবং এতে করে প্রথমদিকে দুজনের মধ্যে যে বৈপরীত্য ছিল সেটা মিলেমিশে একাকার হয়ে গেছে এবং দুজনেই ব্লকচেইনে খুব ভালো আছে। তাদের কর্মক্ষেত্রে যেমন প্রশান্তি আছে তেমনি ব্লকচেইনে কাজ করেও রয়েছে মানসিক শান্তি। আর এভাবেই মানুষের জীবনে গল্প তৈরি করে চলেছে।


In English

Aashiq and Minar are very good friends. The two have studied together and after finishing their studies, they have chosen two types of professions. In professional life, one has become a banker and the other a teacher. Minar did not like teaching so he chose banking career. On the other hand, Aashiq went into teaching because he loved education very much, but due to his low income in the teaching profession, he was constantly looking for a way to earn various income online.
IMG20200929113100.jpg
He gets frustrated day by day by looking at different websites, advertisements and videos because almost all the incomes mentioned in those websites or videos are impossible or fake. But it was becoming difficult for him to move around in the teaching profession with a small salary. At that time, it was very difficult to see the income of his friend Minar's banking career.

While searching online, Ashik found the blockchain and from there got the idea about the hive blockchain and started working. And it was very easy for him to continue on the path he has found here because there are so many things involved in his teaching profession that he could earn by sharing or writing with others. Ashik's pain was removed through blockchain.

Minar, on the other hand, began to get sick in his work because he had to go through a lot of activities. He had to be busy from morning to evening and endure intense stress. In this situation, Minar did not have any financial problems but started suffering from mental turmoil. As a result, he later became interested in the teaching profession after discussing with Ashik. And he left his banking career to join the teaching profession. But after joining here, Minar was facing all the problems that Ashiq faced in the beginning.
IMG20200927172810.jpg
But at first, Minar could not say those hardships. Later, with the help of Ashik, Minar also started working on blockchain like his friend. And in doing so, the contrast between the two at first has become monotonous and both are very good at blockchain now. Just as there is peace in their workplace, there is also peace of mind working in blockchain. And this is how stories are made in people's lives with blockchain.


LIne Break Hive.png

Who I am

LIne Break Hive.png

This is Sayful

Ex Banker
Part time blogger
By Profession Lecturer
Fasinated by Nature and Cricket
Day dreamer and a round pig in square hole
Write on Textiles, Online Money Making, Agriculture & Technology

LIne Break Hive.png

Upvote, Reblog and Follow me on hive @engrsayful

Intro Hive.gif

LIne Break Hive.png

This is Saiful’s Classroom from @engrsayful

Find me on

Posted Using LeoFinance Beta