ছোট একটা তরমুজ যেভাবে ৫শ টাকা হয়।

in BDCommunity3 years ago

ছোট একটা তরমুজ যেভাবে ৫শ টাকা হয়।


image.png
Source


মৌসুমের শুরু থেকেই এবার তরমুজ দোকানিদের মুখে চওড়া হাসি। ইদানীং লাভ হচ্ছে বেশ। কীভাবে? উত্তর না দিয়ে আবারও চওড়া হাসি। কয়দিন যেতে না যেতেই ক্রেতাদের মুখে মুখে প্রশ্ন- তরমুজের কেন এত দাম? এক তরমুজ পাঁচশ’ টাকাও হয়ে যায়! মৌসুমি ফলের তো এমন দাম হওয়ার কথা নয়... বাকি কথা এবং সোর্স।


তো এতক্ষণ বললাম অন্য কারো ব্লগ এর কথা।
আমার ২/১ টা কথা বলি, নাকি?

আমিও না এই বছরে প্রথম জানলাম যে তরমুজ কেজি দরে বিক্রি হয়। এই বছর তরমুজ কেনার ক্ষেত্রে বিষয়টা কেমন যেন একটা ঘোরের মতো লাগলো, কারণ মৌসুমের শুরুতে কেজি দরে অনেক দাম সেটা ভাবলাম মাত্র আসতেছে তাই দাম বেশি কিছুদিন পর নরমাল হবে এই ভেবে চওড়া দামে কিছুদিন কিনলাম। বেশ কিছুদিন পরে বাজারে গিয়ে দেখি আগের মতোই দাম। তরমুজ প্রেমি নিজেকে সেই একই বুঝ দিয়ে কিনে নিয়ে আসলাম আরো কয়েকবার। কিছুদিন পরই দেখি দাম আরো বাড়লো, শুনলাম সিজন নাকি শেষ। আমি নিজেকে নিজে প্রশ্ন করি, "স্বাভাবিক দাম যে আসার কথা সেই সময় টা কই গেল?" বুঝতে পারলাম না ব্যাটার টা।

কিছুদিন আগে ৬০টাকা কেজি দরে ২০০ টাকায় যে সাইজের একটা তরমুজ কিনেছি, এমনটা মনে হয় না জীবনে আর কোন সিজনে হয়েছে। ব্যাপার টা বুঝে উঠতে উঠতেই বিভিন্ন নিউজ পোর্টালে ঝড় উঠেছে দেখলাম।

কয়েক জায়গায় জরিমানা হয়েছে শুনে সেদিন বাজারে ঢুকার পর যখন এক পরিচিত (কথিত পরিচিত) তরমুজ ব্যবসায়ী বলে তরমুজ নিতে তখন বললাম, "জরিমানা করছে কেজি দরে বেচার জন্য, খবর পেয়েছেন? বিচার দিব নাকি?"
দোকানদার হাসে আর বলে, "এটা পল্লীবিদ্যুৎ, এখানে ঐ ভয় নাই"। এরপর আমি আর কথা না বাড়িয়ে চলে আসলাম জানিয়ে যে এভাবে আর তরমুজ খাবো না।

অথচ চাষিরা বলছে, শ হিসেবেই তরমুজ বিক্রি করছে তারা আর আমরা যেই তরমুজ ৩৫০/৪০০ টাকায় কিনছি সেই তরমুজের দাম নাকি বড়জোর ১৫০ টাকা হওয়ার কথা। আবার এক জায়গায় দেখলাম যে ক্ষেত থেকে যেই দামে বিক্রি হচ্ছে সেই হিসেব করলে দেখা যায় প্রতি কেজির দাম পরে ৬ টাকারও কম, কিন্তু আমাদের কিনতে হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে। মজার না বিষয় টা? আসলে ক্ষেত থেকে বের হওয়ার পর আমাদের মতো ক্রেতাদের হাতে আসতে কয়েকটা ধাপ যায় আর সব জায়গাতেই দাম পরিবর্তন হতে থাকে এরপর যতটা বুঝলাম খুচরা ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে যেখানে অনেক মানুষের সাধ্যে কুলাচ্ছে না মৌসুমের সময়ে এই ফল খাওয়া। যদিও একটা জায়গায় দেখলাম যে দাম নাকি কমেছে পাইকারি বাজারে কিন্তু খুচরা বাজারে কমেছে এমনটা দেখছি না।

আমরা যারা এরকম দামে এই বছর তরমুজ ভালোই খেলাম তারা কি একবার ভেবে দেখেছি যে, আজ আমার টাকা আছে তাই অধিক দামে খাচ্ছি কিন্তু তরমুজ প্রেমি অনেকেই আছেন যারা এতো দামের জন্য নিজের পছন্দের ফল টা মৌসুমেও খেতে পারছেন না? আজ আমরা নিয়মিত এতো দামে কিনছি বলেই ক্রেতারাও দাম কমাচ্ছে না আর সবাই খেতেও পারছে না। পরোক্ষভাবে আমি শুধু ক্রেতাদের কে দায়ী না করে নিজেকেও দায়ি করছি, কারণ আমি নিজে আজ টাকার প্রভাব খাটিয়ে ডাবল দামে এটা কিনছি।

আমাদের কি আসলে উচিৎ না তরমুজ টা বয়কট করে দাম কমানোর মাধ্যমে কম টাকাওয়ালাদের ও খাওয়ার ব্যবস্থা করা?


কথাগুলো লিখে সেদিন ফেসবুকে একটা পোস্ট করলাম সাথে তরমুজ বয়কটের কিছু ট্যাগ দিয়ে, এরপর ট্যাগে ঢুকে বুঝলাম যে আমি এই বিষয়টা নিয়ে একটু দেরিতেই মাথা ঘামানো শুরু করেছি।

আশা করছি দেশের সিন্ডিতেট কমার মাধ্যমে সবার সাধ্যের মধ্যে এসব জিনিশ থাকবে আর সেটা না হলে সবার উছিৎ সেগুলো বয়কট করা তাহলে হয়তো দেখা যাবে বাজারে কেজি তে বিক্রি না করে এলাকা তা কিনা দামে বেঁচতে চলে আসবে সেসব অসাধু ব্যবসায়ী।


"সমাপ্ত | The End"

"Be Good, Think Good and Do Good"

"Stay Home, Stay Safe & Let's Beat Corona".