The Weekly Turni- Issue 12

in BDCommunity3 years ago (edited)

10/19/2020
৩রা কার্তিক ১৪২৭

𝕿𝖍𝖊 𝖂𝖊𝖊𝖐𝖑𝖞 𝕿𝖚𝖗𝖓𝖎


ᏋᎴᎥᏖᎧᏒᎥᏗᏝ


Today it is the 12th time I am sitting on my couch and writing the editorial for Turni. Three months is a long time in blockchain space. I was looking at my folder where I keep the editorials, and the first one had a July 25th time stamp on it. Price of hive at the time was 23 cents! Today it is 15 cents! Does that bother you a bit? I am sure it does. There are a lot of things that affect the price. Today I thought I will talk about a few.

We just finished our hard fork. Some of you are aware of it; others probably didn't notice it much other than perhaps you couldn't post or collect rewards for a couple of days. Maybe your favorite front-end like PeakD didn't work for a couple of days. It is perhaps still not working at 100%. From the interface side, there is no change. So, people see hardly any difference.

With that said, things are mostly back to normal or getting there. Hive.vote is working (mostly). I posted something on leofinance.io. Yep, that interface is working fine. After I hit the post, it takes a few seconds to appear, or it seems that way, but it is mostly fine. PeakD mostly works, so is hive.blog. Splinterlands is mostly flawless in terms of gameplay. Yeah, yeah, it was down into the hard fork, and yes, some of you couldn't play the season properly. I get it, no big deal; I just barely qualified C-1 this time, as I couldn't play well enough last few days. Hey, there was a big 'land' announcement; it looks like we are all going to be 'landowners' in the near future! I don't know about you, but I am stoked! That is something new. We just need more new things on the blockchain to bump up the buzz, which you guys call FOMO.

So, what about the low price, eh? Well, complain, all you want. But if the majority of people constantly sell hive and there is no new investment, the price will go down. Hive is inflationary by design. Our rewards come from inflation. Add to that constant selling pressure, it is no surprise to me that price goes down. So, what can we do about it?

  1. Generate good content. Get it out there. Post more (1-2/day). Because if you don't, spammers and optimizers will. They will take your money from the reward pool and sell hive. Most good content creators struggle to make 1 post/day. So, those that are churning 2-3-4 posts consistently, day after day, are someone who you want to fight. Let's take the fight to them and crush them, not by barking at them but showing them better content.
  2. Earn hive from posting. If you can, try and stake it by powering up. There is little point selling at these prices, as the price will be higher in the future. If we do it right, that is…Of course, this is your personal choice, and not everyone's life situation is not the same. But just think about it, and if you can, try to power up.
  3. Get one friend into the hive. A new, unique, honest person who can produce good content, as opposed to spam.
  4. Try reading, commenting, engaging on the blockchain. Increase your reach and network. Talk to new people.
  5. Try and improve personal skills. Or pick up a new skill. It can be writing, reading, art, coding, trading, gaming…. Whatever it is. This new skill or skills will help you in the future.
  6. If English is not your first language, please consider using the chain as a learning tool. A language learned will never go unrewarded.

There are perhaps many things that I have missed but help us fill in the blanks. Help us grow so that you can grow with us. Don't worry about the price. Do your stuff and keep doing it, and the price will follow.

-editor



𝒯𝒽𝒾𝓈 𝒲𝑒𝑒𝓀' 𝓈 𝐹𝑒𝒶𝓉𝓊𝓇𝑒 -- 𝓢𝓸𝓾𝓵 𝓖𝓪𝔃𝓲𝓷𝓰


Engagement! Engagement! Engagement! We know that engagement can make this platform more beautiful and better for us. The time we are putting on this will be more enjoyable with it. To me, it works like I am representing myself here through my blogs, and the viewers are going to give their opinions on that. That's what I expect to know whether I am on the right track or not. In this way, one knows his lackings and the points where he should improve himself. To recover that, he may also visit others' blogs to know how they are doing, which level they are on, where he should bring his changes, which is even better than him. Actually, that's how it works.

Suppose one doesn't want these opinions or improvements; he just wants to make money, nothing else. So how will he do that? By writing blogs isn't it? So if he doesn't write a worthy post to be voted, then how he will make money? You just came, you wrote a random few words and expect to get a reward for counting your words? Hahaha, lol, this doesn't happen here. You need to put some effort into getting that. Okay, if you think your writings are best, let them decide and vote; if they aren't, then you must have to walk on the path of engagement to correct your shortcomings. Otherwise, the motto of earning won't be fulfilled.

To me, the survival on this platform depends on the engagement with others. I have also seen a friend of mine getting lost in the midway. How far a person can walk alone? "Together we stand, divided we fall." We should consider it for our own benefit. Still, if you can't get it, that's your misfortune. Well, all we want is just to have a good time together. Chill.



রোজেলিনির 'স্ট্রম্বলি'র পাতা থেকে


স্ট্রম্বলির পাদদেশে ছোট এক গ্রামে নতুন যুগল বাসা বাঁধলেও সে যে কেবল পুরুষটিরই একক স্বপ্ন। তাঁর সঙ্গিনীকে দমবন্ধকর একাকিত্ব আর অদৃশ্য শিকলে তড়পাতে দেখি।

গল্পের ধারা মেলে ধরার ক্ষেত্রে স্ট্রম্বলির মতিগতি কিন্তু খুব চটপটে নয়। একাধিক অংক আছে আর গল্পটা সে অংকগুলোর মধ্যে বন্টন করা। এই অংকগুলো এক পর্যায়ে একত্রে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয় যেখানে দেখতে পাই দ্বিধা, অবিশ্বাস, অনুতাপে সিক্ত এক নারীর। সে নারী সব কিছু থেকে মুক্তি পেতে স্ট্রম্বলির পানে হাটা ধরে।

স্ট্রম্বলির চাপা আগুন ওর নিজের মধ্যকার দ্বন্দের জায়গা তুলে ধরে৷ ব্যক্তি হিসেবে হাজার বছর ধরে চলে আসা সংস্কৃতির চলের বিরুদ্ধাচারণ আর তাই থেকে সৃষ্ট অস্থিতিশীলতা যেন স্ট্রম্বলির উড়ো ছাই। এরপর জীবন্ত স্ট্রম্বলির গরম ধোঁয়া আর ছাই মিশ্রিত বাতাসের ঘুর্ণিবাতে সে নারী চরম সত্যের সন্ধান পায়, যে সত্যের মুখোমুখি হবার অভিজ্ঞতা ওর সকল পুরনো আবেগ ধুয়ে মুছে নতুন করে সাজায়। এই দৃশ্য যুগ যুগান্তরে মনে রাখার মত।

যদিও আমি রোজেলিনির এই সদ্য পাওয়া মহাজ্ঞানের স্পিরিচুয়ালিজম খুব একটা পছন্দ করিনি, কিন্তু চরিত্রটার পঙ্কিল যাত্রার দর্শক হওয়া বিরাট অভিজ্ঞতা বটে।

49647123_2151249094920783_6148455897103335424_o.jpg

Photo Source - Screenshot taken from the film


Contaminated


image.png

Every human being is unique, but they are polluted by the surroundings.Capitalism, consumerism surrounds us in such a way that our brains are being polluted.

It is very difficult to keep oneself free from capitalism and consumerism.
But those can keep themselves pollution free,Can maintain its own identity.
In my opinion they are free birds flying in the sky


বনলতা সেন - জীবনানন্দ দাশ


হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি ; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি ; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে ;
আমি ক্লান্ত প্রাণ এক, চারি দিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য ; অতি দূর সমুদ্রের পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে ; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে ; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল ;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তথন গল্পের তরে জেনাকীর রঙে ঝিলমিল ;
সব পাখী ঘরে আসে - সব নদী - ফুরায় এ-জীবনের সব লেন দেন ;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

Recited by @deepu7


𝓓𝓸 𝓷𝓸𝓽 𝓹𝓾𝓽 𝔂𝓸𝓾𝓻 𝓛𝓮𝓰𝓼 𝓲𝓷 𝓣𝔀𝓸 𝓑𝓸𝓪𝓽𝓼


Quotes and idealism never really went with me. I always did what I like do, never really thought of the consequences which would hover around once the task is done for. But soon, life made me realize what to do? How to do? When to do? Many of us might have gone through this stage, so did I as well!

When you realize you are good at multiple acts, then go for it! But realizing the fact of the outcome is what matters the most. Not necessarily the outcome has to be about only money, rather it could be about knowledge, experience, and much more. The quote which we are referring to today "Do not put your Legs in Two Boats". Let me put out some examples to simplify my thoughts in the easiest possible terms.


photo1550924421e79cce2186f0.jpg

Image Source

  • Career

This is a very touching matter to discuss. From the very beginning of our life, we are given a target to reach. These so-called targets are mostly given by our parents, which allows some of us to study something which we do not really want to. Resulting in a confusing path at the end. But when it comes to making the right decision to make the career choose it wisely. DO not make false pretension over emotion.

Upon watching many stories of people going from one profession to another does not really help much. Yeah, after a specific amount of time, you can/may explore different zones of life (Will discuss at the end about it) but starting a career with a foot on different boats is not really a good idea for building a career.


  • Relation

Oh my, this is an even more touching matter than the previous one. I am sorry to say these, but nowadays, the value of relationships has become like a piece of tissue paper for many people. People making use of it whenever necessary and throwing it out when the user is done. As a result, when you are choosing your life partner, you have simultaneous thoughts regarding it. While being in a so-called relationship, you are having more than one relations at the same time, but in the end, you are in the no-go zone. Not that I am judging or being manipulative, but the fact still remains what you are doing is wrong in several ways. The adrenaline rush will slowly fade away. Thus everything will open in front of your eyes.


This topic is a double-edged sword! There comes a time when you have to do multiple things in order to survive, but the fact is, there is always a time for that. For instance, there is a saying, "do not put all your eggs in one basket". The fact is we all have our time, and we should realize when to act to it? And how to act to it? Once you find those answers, the path becomes easier and a little less fragile!


𝓡𝓪𝓽 𝓡𝓪𝓬𝓮


Cursive writing, language learning, the tables. Oh! Everything seemed a bit too much for Jarvis. He had looked forward to joining the school and getting to know a lot of fellow mates but had not expected the workload to be of this kind.

Why did he have to learn how to write beautifully, and what did it matter if 2+2 was not equal to 4? Why on earth should he have to learn how the leaves managed to remain green or why the sky was blue?

Jarvis wanted to hop and run along with the fields and play with his mates. He wanted to throw stones at the frogs, which jumped when he did so, and he wanted to blow the milkweed and see it float in the air. His desires were many.

He wanted to eat sweets but was given the most hated bitter gourd to eat, and if he refused to, his teacher would scold him. Pleading eyes or children bursting out in tears did not move her. The children had named her - the tiger. They did not know the female term, of course.

Days passed, and Jarvis knew that his life had changed forever. He either had to study hard and get through the exams or would have to study another year in the same grade, which meant punishment at the hand of the tiger, which was even more horrible.

Jarvis studied hard, and he was the topper. It gave him a sense of achievement.

Another had joined the rat race.



𝓣𝓲𝓷𝓴𝓮𝓻 𝓣𝓪𝓽𝓽𝓮𝓻


"Kuwait Bangladesh Friendship Government Hospital"

10 o'clock.

Doctor Anis entered hurriedly in the hospital. Actually, in the morning, he got a call from the hospital for an emergency case. Whenever he entered the hospital, he changed his clothes, then wore a PPE ( personal protective equipment) and went directly to the corona block. Patients who are affected in covid are kept in this block. Jolo, 13 years boy, was involved in covid for the last 7 days. He is in a critical stage. Dr. Anis found his (Jolo) father pacing in the block and probably waiting for the doctor.

Seeing the doctor's patients, father started to shout at him, why did you take that much time? Don't you feel that it's an emergency? Don't you have any sense? Dr. Anis, with a smiling face, said to him to calm down. I wasn't in the hospital. Please have patience. I assure you to do my best.

His father started blustering at him. Dr. Anis gently replied, Please pray for your son. His father yelled at him and said, stop giving advice. What if your son was in the same condition? Dr. Anis didn't say anything but smile.

It's quite challenging to deal with the case as it was a bit ticklish. Dr. Anis referred his patient to the ICU word, and it took some hours to make the situation stable. After that, Dr. Anis went out gaily and told his father not to worry; his son is saved by almighty's grace. But Jolo's dad didn't satisfy. He retorted that you're responsible for all this. Why you take all this time to come?

Dr. Anis replied with a smile that If you have any inquiries, please ask the nurse. Thank you. Without waiting for fathers reply, he carried on. Father thought to himself, why he has so much attitude? After a while, a nurse entered and told him they shifted his son to the cabin so he could go and check. Father raised a question to the nurse, why the doctor is so much arrogant?

Nurse sadly replied to him,

his father died yesterday because of influencing covid. He couldn't bury him yet as no one allows the body to be buried because of his condition. All he has to do alone. Don't know where he will be buried. When we called him for informing your son's condition, he was at the burial, but he left his father burial to save your son.

The father became silent, tears coming down his eyes.

father4118687_1280 1.webp

Picture


Whatever we see may not be the truth. Don't judge so soon. Think before you act. You have heard what I have done, not what I have been through.



পৃথিবীর স্বপ্ন


বাইরে বৃষ্টি হচ্ছে,ইমন গাড়ির জানালার কাচ নামিয়ে দেয়। সাধারনত সে এমনটা করে না। কিন্তু আজকের দিনটা অন্যরকম। আজ তার খুব আনন্দের একটি দিন। আজ বাণিজ্য মন্ত্রনালয় থেকে একটি মেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে জানানো হয়েছে যে আগামীকাল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্লু-রাইস কর্পোরেশন লিমিটেড সাথে কানাডা সরকারের প্রযুক্তিগত চুক্তি সম্পাদিত হবে। ইমন এই কোম্পানির সিইও। যদিও ইমন তার বিশ্বস্ত মিডিয়ার মাধ্যমে খবর টি আগেই জানতো। সে শুধু অপেক্ষা করছিলো আনুষ্ঠানিক বিবৃতির।

: স্যার, বাসার দিকে যাবো?

ইমনের খেয়াল ই ছিলো না। কাজলের কথায় সংবিৎ ফিরে পায়। সে বুঝতে পারে বাড়ির কাছে চলে এসেছে। কাজল তার অনেক দিনের ড্রাইভার। এই কোম্পানি থেকে প্রথম গাড়ি পাওয়ার সময় থেকে কাজল তার গাড়ির ড্রাইভার। ইমন উত্তর দেয়-

: হ্যা। বাড়ির দিকেই চলো।

বৃষ্টি অনেকটাই কমে এসেছে ।ইমন জানালার কাচটি তুলে দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি পৌছে যায়। গুলশানে ইমনের নিজস্ব ডুপ্লেক্স বাড়ি। পুরো বাড়ি স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার দ্বারা চালিতো। দরজা তে একটি ভয়েস রেকর্ডার এ ইমনের গলার স্বর শুনে দরজা স্বয়ংক্রিয়ভাবে ভাবে খুলে যায়।

ইমন সরাসরি চলে যায় তার বেড রুমে। ফ্রেশ হয়ে হালকা জামা গায়ে জড়িয়ে বারান্দায় এসে বসে। রুমা এসে চা দিয়ে যায়। ইমনের জন্য তিব্বত থেকে এই চায়ের পাতা স্পেশালভাবে নিয়ে আসা হয়। রুমা ও এই বাসায় আছে প্রায় ১০ বছর। তার আগে অবশ্য কয়েকজন ছিলো কিন্তু রুমা টিকলো এতদিন। ইমন তাকে উদ্দেশ্য করে বলে-

: রুমা ! আজ আর ডিনার করবো না।
: ঠিকাছে, স্যার।

ইমন বাসায় একাই থাকে। সে আবার তার ভাবনায় ফিরে যায়। সে আজ যে পর্যায়ে পৌছেছে তার জন্য কতই না কষ্ট করতে হয়েছে। তার জন্মের সময়ই মা মারা যান। মা কে হারিয়ে বাবা কেমন যেনো হয়ে যান তার আত্নীয়- স্বজনের কাছ থেকে শোনা। তারপর হঠাৎ একদিন বাবা রোড এক্সিডেন্টে মারা যায় তখন ইমনের বয়স দুই বছর। ইমন তার চাচা-চাচীর সাথে বড় হতে থাকে। ইমন এর বয়স যখন বার তখনই সে নিজেকে আবিষ্কার করে। কিন্তু কাউকে জানায় না। কিন্তু হঠাৎ একদিন তার চাচাতো ভাই বিষয় বুঝতে পেরে বাসায় বলে দেয় যে ইমন একজন তৃতীয় লিঙ্গের মানুষ। ইমন এর চাচী এই নিয়ে অনেক কথা তার চাচাকে শুনায় আর ইমনকে বের করে দিতে চাপ দিতে থাকে। ইমন এর দম বন্ধ হয়ে আসতে থাকে বাসায় সে দৌড়ে বাসা থেকে বের হয়ে দ্বিকবিদিক না দেখে ছুটতে থাকে। সে সংকল্প করে আর কখনো বাড়ি ফিরবে না। ইমন রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। ক্ষুধায় সে এক জায়গায় বসে পড়ে, সে নড়তে পারে না।


Source

রিঙ্কু সর্দার সকাল থেকেই দেখে এক পিচ্চি তার দোকানের পাশে বসে কাদছে । রিঙ্কু দুপুরে খাওয়ার জন্য বাহিরে বের হলে ইমন কে দেখতে পেয়ে কাছে এসে কথা বলে। সে কথায় বুঝতে পারে ইমন তার মতোই। সে ও তৃতীয় লিঙ্গের মানুষ। কিন্তু রিঙ্কু ছিলো ব্যাতিক্রম ধরনের মানুষ। যেখানে দেশের অনান্যরা রাস্তায় ঘুরে মানুষের কাছ থেকে টাকা তুলতো। রিঙ্কু সর্দার নিজেই কর্মসংস্থান করে টাকা আয় করতেন। তার একটি বিঊটি পার্লার আছে । সে আরেকটি বিষয় নিয়ে কাজ করে সেটা হলো তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায় এর জন্য একটা সংঘটন চালায়।

তবে ততোদিনে মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন শুরু হচ্ছিলো । সরকার এর বিভিন্ন পর্যায়ের মানুষ ও তাদের প্রতি বিভিন্ন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। রিঙ্কু এর মধ্যে একটা কাজ করে ফেলে। সে তৃতীয় লিঙ্গের সন্তান্ দের জন্য একটা স্কুল অনুমোদন করিয়ে নেয়। সেখানে ইমনের মতো আরো অনেকে পড়াশুনা শুরু করে। তবে এতা চালু করা এতো সহজ ছিলো না প্রথমে পাড়া থকেই শিশুরা আসতে থাকে। আর আরেকটা সমস্যা হয় এই বাচ্চাদের কারা পড়াবে। সেখানে কিছু হৃদয়বান মানুষ এগিয়ে আসে।

এভাবেই ইমনদের এক বছর পড়ালেখা শেষ করে। ইতিমধ্যে সরকার একটি বিশেষ ঘোষণা দেয়। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান এ তৃতীয় লিঙ্গের সন্তানদের জন্য ৫% সীট বরাদ্দ রাখতে হবে।

ইমনরা এই সুযোগে নতুন স্কুলে ভর্তি হয়। তবে এতে দিন ফেরে না তাদের। বরং এর চেয়ে কঠিন সংগ্রামে নামতে হয়। সবাই তাদের ভালো চোখে দেখে না। অনেক বাবা-মা সন্তানদের তাদের থেকে আলাদা থাকার শিক্ষা দেয়। তবে ধীরে ধীরে অনেক কিছু পরিবর্তন হতে থাকে।

ইমন এস.এস.সি এবং এইচ.এস.সি পাশ করে মেধা তালিকা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এখানে এতো উচ্চশিক্ষিত মানুষের মাঝেও কিছু অমানুষ বাস করে। প্রথম বর্ষে সবার গনরুমে থাকতে হয়। ইমন ও গনরুমে উঠতে গেলে অনেকেই এই নিয়ে উচ্চবাক্য করে। কয়েকজন তো বলেই বসে ইমন থাকলে কেউ থাকবে না। ইমনের সাথে এই নিয়ে তর্ক হয় আর ইমনের গায়ে হাত তুলে ইমনকে বের করে দেয়। ইমন সেই রাত পুরোটাই বাহিরে শীতের মধ্যে বাহিরে কাটায়। এমন অনেক রাতই তার বাহিরে কাটাতে হয়। তবে তত দিনে ইমনের সব সহ্য হয়ে গিয়েছে।কয়েকবার তো সে পড়াশুনা ছেড়ে দিতে চেয়েছিলো। কিন্তু রিঙ্কু সর্দার তাকে বুঝিয়েছে। ইমন ই একমাত্র পারে সবাইকে দিখিয়ে দিতে তারা সমাজে সমস্যা না, সমাজের সম্পদ।

যেদিন ইমনের অনার্স এর চুড়ান্ত বর্ষের ফলাফল বের হয়েছে সেদিন থেকে ইমন প্রস্তুতি নিতে থাকে চাকুরি বাজারে পা দেয়ার। কিন্তু তার মাথায় ঘুরতে থাকে উথাল-পাতাল চিন্তা। শিক্ষা প্রতিষ্ঠানে তো সরকারের আদেশ থাকায় তারা পড়ালেখার সুযোগ পেয়েছিলো কিন্তু চাকরির বাজারে তো তা নেই। আর ইমন পড়েছে ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে। সে বেসরকারি চাকরির প্রস্তুতি নেয়। তবে অনেকদিন কনো সাড়া পায় না।

এর মধ্যে রিঙ্কু সর্দার পৃথিবী থেকে বিদায় নেয়। ইমন একা হয়ে পড়ে। তার উপর আর্থিক ভাবে সে বিপদে পড়ে। আবার ইমনের কত আশা ছিলো রিঙ্কু সর্দার এর আশা পুরণ করবে কিন্তু হলো না। একদিন হঠাৎ ব্লু-রাইস কর্পোরেশন লিমিটেড থেকে এম.টি.ও পোস্টের জন্য ইমন কল পায়।

ইমনের এটাই প্রথম অভিজ্ঞতা। সে নির্দিষ্ট দিনে উপস্থিত হয় এবং রিটেন পরীক্ষা দেয়। সবাই যেনো কেমন করে তার দিকে তাকাচ্ছিলো। কিন্তু কারো দিকে না তাকিয়ে পরীক্ষা দিতে থাকে। এক সাপ্তাহ পর আবার ফোন কল পায় এবং জানতে পারে সে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে। সে এতেই আনন্দিত হয় অনেক। তবু সে প্রস্তুতি নিতে থাকে। আবার নির্দিষ্ট দিনে সে উপস্থিত হয়। দুইজন পরেই ইমনের ভাইভা শুরু হয়।

সবাই আসলে অপেক্ষা করছিলো ইমনের জন্য। তারা শুধু কাগজ কলমেই ইমন কে দেখেছে। ইমন তৃতীয় লিঙ্গের জানার ফলেই তাদের এতো আগ্রহ। তার উপর সে লিখিতো পরীক্ষায় সর্বোচ্চ নাম্বারও পেয়েছে। তবে সবাই ইমনের লিঙ্গ কে খুব গুরুত্বের সাথে দেখে নি। ইমনের খুব ভালো লাগে পরিক্ষা দিয়ে।

ইমন আবার প্রস্তুতি নিতে থাকে। দশ দিন পর সে কাংখিত ফলাফলটি পায়। সেই প্রথম তৃতীয় লিঙ্গ এর মানুষ যে কর্পোরেট জগতে সুযোগ পেয়েছে। আজ রিঙ্কু সর্দার বেচে থাকলে কত খুশি হতো। ইমন যোগদান করার পর থেকে তার কাজে মনোযোগ দেয়। খুব দ্রুতোই সে তার কাজের মাধ্যমে তার বসের মন জয় করে নেয়। চার বছরের মধ্যে সে তার বিভাগের প্রাধান হয়। এভাবে ই সে আজ পঁচিশ বছরের মধ্যে এই কোম্পানির সি.ই.ও হতে পেরেছে।

ইমন রিঙ্কু সর্দার এর সেই সংঘঠন কে এগিয়ে নিয়ে যায়। তাদের দাবীতে সরকার চাকুরির ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের জন্য কোটা বরাদ্দ করে। আজ এমন অনেক ইমন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে রয়েছে। ইমনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে।


𝓔𝓷𝓭 𝓝𝓸𝓽𝓮𝓼


Instructions to Get Featured


This here is our piece de resistance. To promote engagement and a little self-branding, we have come up with an initiative that we simply called Featured. And we are very excited about this portion of the magazine.

Every week, one talented author will have the opportunity to contribute a piece for the magazine while showcasing one of their best posts. The willing writers will have a chance to add a few words about any topic they choose and be a 25% beneficiary of the magazine.

How to Get Featured

The first step is, you have to decide whether you want to get featured or not. Once you've made up your mind, you have to apply by submitting one of your articles from last week. We have a wiggle room for quality content if they are older than seven days. Choose the piece you deem to be your best work for the week, as this will play a significant role in you getting featured or not.

Application Window

There will be a two-day period to submit your application. It must be submitted by dropping a link to your post in the #Featured-Magazine channel on the BDCommunity Discord Server. One author will be chosen randomly from all the submissions. The featured author for the week will be announced during the weekly voice meeting. They will then have two days for writing a piece and submit.

The author who gets featured in the weekly magazine will be set as a 25% beneficiary, meaning 25% of the magazine's liquid payout will go to the featured author.

Do not forget to join our next weekly hangout at Friday 10 PM GMT +6


Sort:  

I am glad that more people are contributing to the magazine. Engagement is essential for any social platform, we want people to interact with others on both off chain & on chain. Both the activity are needed for Hive ecosystem. I think posting frequently will decrease the quality, as we always said that quality is important rather than quantity. Quantity will give you some extra rewards, but remember this is a social platform so what people think about you it's important.

Now come to magazine part, there is always a space for the improvement & we are always trying to give the best to improve our magazine. The editorial team is love. They always up to the mark & their dedication level is beyond something I can't explain.

Sometimes we are in a dilemma what should the best option between career & relation for us. I think both are equally important parts in our life. Thanks for the wonderful piece @rehan bhai.

What I can say about @deepu bhai recitation, masterpiece. I want to hear this one again & again. Thanks bhai.

You are welcome bro. All of your support is giving me courage to move forward.

I am enjoying Partho’s art here @artistparthoroy. I enjoy what you do with the human form and often yourself. That work makes me think if our soul can survive the atrocities towards humanity or not. I am hopeful and I hope you are too. There is always more good souls in the world than bad ones. So together we hope Partho.

I forgot to put it in at first dada! But its amazing how his art too have changed!! Looks so mature, makes me think hard! Or it might be that now i myself look at art a bit differently:pp

There is always more good souls in the world than bad ones.

I think so dada
The good and bad are the opposite of the same coin.They are mixed together.
unnamed.png

source

Posted using Dapplr

Recently i am seeing the activities of hive has been very low. I am not sure for what it is decreasing. Maybe the price of hive or the hardfork. If these two are the reason then i have something to say,

Hardfork is almost finished, i am seeing everything getting normal so its solved.

As concerned the price, i hope that it will rise again. So lets take this less activity as an opportunity to collect more rewards to fillup the decreased price. As the editor said we must come forward to stand against the spammers sothat they cant take what we deserve.


@asfekatisha apu it was really heart touching and a bitter truth of us. Sometimes we rush to judge without seeing the scenario behind the situation.

@istiakahamed ভাই,গল্পটা অনেকটাই বাস্তবধর্মী, তবে তাদের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি তার পরিবর্তন আনা খুবই কঠিন।
ব্যক্তিগত ভাবে বলতে গেলে আমি নিজেও তাদের এড়িয়ে চলার চেষ্টা করি,কারণ প্রতিবারই যখন তাদের সম্মুখীন হয় বাজে একটা অভিজ্ঞতা নিয়ে ফেরত আসি। গণপরিবহন গুলায় তাদের কার্যকলাপ আমাদের চোখে নিজেরাই নিজেদের খারাপ করে নিচ্ছে।

দিপু ভাইয়ের আবৃত্তি নিয়ে কিছু বলার নেই, এক কথায় অসাধারণ।


Thanks for selecting me as the featured author, at last i have made it. For the turni my best wishes as usual. We have a long way to go...

I know you are a passionate reader and listener. All your support and kind words helping me to move forward. Thanks bro.

As time passes, we are also becoming wiser. It is true that if we do not start to write, spammers will take over and what happened to steemit will recur. Great to see more people coming forward to contribute to the Turni.

Some solid tips there, editor. I like to think I produce quality content but I have been slacking off and I plan to pick up my pace once again. Two posts a day is really really hard, doing my day job but 1.5 posts on average are possible I think.

Although I do not think capitalism is inherently obnoxious, I liked @artistparthoroy
's drawing and his way of expressing.

@rehan12 I think we hardly have any say when we choose our career. Our parents pick it for us when they set out those targets. If we fail, they even pick the secondary options!

As for relationships, I concur! Monogamy is the way to go!

Monogamy is the way to go!

Wouldn’t that be something fun bro:p But its not fun now is it?🤣 monogamy is hereditary but the rest is more attractive..or else professional sleuths wouldve been financially poor beyond imagination:pp

monogamy is hereditary

True, since that is what we except seeing it prevailing all around us.

But from an evolutionary stand point, polygamy is natural. You know, to spread the genes far and wide.

What people are doing now is to mess around. It only makes things hard for themselves. I'm pretty sure they aren't doing it to save the species! We kinda need culling, not saving. :P

Anyway, polygamy is on the rise for all the wrong reasons (were there ever any right reason? I don't know. I guess I'm pretty much like a conservative here.) So, hailing monogamy ain't all too bad, don't you think? :D

thanks bro
There may be differences of opinion.
I applaud your dissent.
Dissent always shows the possibility of something new.😊

Posted using Dapplr

I have been waiting for the weekly turni (editorial) to get new ideas, thoughs and new contents. I was busy, couldn’t comment. Now I'm giving my opinion about the editorial contents,

-@minhajulmredul brother, I'm pleased at your writing. Your writing is very helpful for those who are new here like me. However, I disagree on one thing that I have seen some written blogs that have not been evaluated properly. That's right, it's not possible to read hundreds of blogs every day. People are more interested in reading the writings of just known and good writers. Thank you very much.

-@rehan12,
I largely agree with your writing. A few years ago, I was very concerned about my career and relationship. I threw everything away and now think about my family and try to do something better for them without having tension.

-@asfekatisha sister, it was really excellent. We almost do or say something wrong without judging actual condition. But later we realized that we were wrong.

@artistparthoroy, In short, you have given a lot of advice. We should apply these advices in our life specially those who are excited Bangal (হুজুগে বাঙ্গাল)।

@Deepu7 ভাই,
আপনার আবৃত্তি অসাধারণ। আমি ইচ্ছে করে ৪বার শুনেছি। খুব উপভোগ করেছি। সাহিত্যপ্রেমীদের জন্য এটি নিশ্চিত একটি রসালো আবৃত্তি।

@istiakahamed ভাই, সুন্দর এবং সময়োপযোগী একটি বিষয় তুলে ধরেছেন৷ আপনার লেখা বিষয়টি শুধু ব্যক্তিজীবনে নয়, অনলাইনেও অনেকে এড়িয়ে যায়। শুধু আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলেই হবেনা, তাদের উঠে দাড়ানোর মানসিকতা থাকতে হবে। যোগ্যতার বলে তাদেরকে টিকে থাকতে হবে। সমাজে তাদের অবহেলার চিত্র বারবার যেনো চোখে না পড়ে সেজন্য তাদের শক্ত অবস্থান তৈরি করতে হবে।

সবশেষে, আপনাদের সবাইকে ধন্যবাদ সুন্দর একটি সম্পাদকীয় উপহার দেয়ার জন্য। এখানে এসে নতুন অনেক কিছু শেখা হচ্ছে, অনেক মানুষের সাথে নন-ভার্বালি কথা হচ্ছে, লেখার মাঝে কিছুটা উন্নতি অনুভব করছি। লেখার মাধ্যমে কিছু না বলা কথা শেয়ার করতে পারছি। সবমিলিয়ে খুব ভালো লাগছে।

 3 years ago (edited) 

However, I disagree on one thing that I have seen some written blogs that have not been evaluated properly.

If you meant vote,then there is no fixed
agreement that every post is gonna have some rewards. And what you thought is good for evaluating maybe there are are some reasons to them for ignoring. Let me give you an example, two day ago i read a story that was outstanding but it was not his own content. Many of us read that story before. So who doesn’t know it may think it was injustice not to vote him but he doesn’t deserve that. Thats all.

That's right, it's not possible to read hundreds of blogs every day.

Thats impossible, we are also not asking to read hundred blogs, try atleast five if you cam go to ten. If you can engaged at ten blogs daily personally i think that's enough.

People are more interested in reading the writings of just known and good writers.

Its normal behaviour.Everyone loves to follow successful person to learn something. That's why more people follow good writer's to learn from them. Along with that we also should buildup communication with the newcomers also to make our-self stronger.


Thank you for your time to read the turni and give us the valuable opinions. We appreciate your efforts. Have a nice day brother.

 3 years ago (edited) 

image.png

Joke away all you want @simplifylife daktar shaheb. But i know you are jealous🤣🤣

But all in all, im so happy with the current state of magazine. Makes my heart bleed warmth...:)

@deepu7 bhai, ei ami je kobita kokhono pochondo korto na she ekhon kobita niye shopno dakhe.. You made it happen. Thank you for that:)

As I told you earlier that Banalata Sen is perhaps the best I have ever heard and I have heard Banalata Sen done by both Suman Chatterjee and Rudroprasad Sengupta.... and this is on par with those @deepu7.

I just wish you had a better microphone.... that's the only thing missing..

@azircon Dada, these are really inspiring words for me. These inspired words double the desire to do good. Regarding the microphone, I wish I could have a studio to produce better quality sound. Even then I will try my best Dada.

 3 years ago (edited) 

Ill not be exaggerating if i say this whole thing has been therapeutic for me dada. I never thought id say this but, you, daktar, turni, deepu bhais recital,
Sarah in my ear and the lot is keeping me grounded still. I was this close to calling it an end!! Forgot how to dream but now i have learned how to hope. They say Teach a man to fish and he'll never starve, to that i say Teach a man to hope and he'll live forever.:)

You made it happen.

@zayedsakib Bhai, can you remember our first conversation about the poem recitation? You and I both were confused as to whether poetry recitation somehow goes with the magazine! I was confused because I am doing it after many years. Finally you inspired ‘একটা কিছু হবে’। তাই এই ক্রেডিটটা শুধু আমার একার নয়। সত্যিই এতটা রেসপন্স এবং ভালোবাসা পাবো সবার কাছ থেকে বুঝতে পারিনি। Really grateful to all. আমার চলার পথে একটা নতুন মাত্রা যোগ হলো।Thanks.

 3 years ago (edited) 

We are travelling on the same path bhai. Towards an end, a mutually assured destruction is in our fate that lies there. But still we can make it worthwhile. We just need to believe, take a step and travel towards the void. So why not have fun while we do that! Its so inspiring to see you have rekindled your passion!! Thank YOU for that bhai. It is you who did it. And so the credit solely goes to you:)

That’s what the power of inclusion and doing something together bhai. Thanks for your nice words.

Some solid tips there, editor. I like to think I produce quality content but I have been irregular