আকাশ বন্দনার কবি

in BDCommunity3 years ago (edited)

আকাশের দিকে তাকিয়ে আছি।
সাদা তুলার পুঞ্জ পুঞ্জ মেঘ তিরতির করে উড়ে যাচ্ছে দিগন্তের পানে। সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়ছে নীল দিগন্ত জুড়ে।
হঠাৎ হঠাৎ সূর্য যেন উঁকি মেরে চলেছে মেঘের আড়াল থেকে।
দূর থেকে ভেসে আসছে নাম না জানা পাখিদের ঘরে ফেরার কোলাহল। এমন ব্যাকুল করা গোধুলি সন্ধ্যায় আজ মন যেন কেমন উদাস হয়ে গেল।

img_0.1624908501114263.jpg

যাপিত জীবনের শত ব্যস্ততার মাঝে মানব মন প্রকৃতির কোন রুপ দেখে কখন যে উদাস হয়ে যায় তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই ক্ষুদ্র অতি সাধারণ আমি তাই কখন যেন হারিয়ে গেলাম দিগন্তের ঐপারের অচিনপুরে। অতি ক্ষুদ্র কিছুও আমাদের মনকে নাড়া দিতে পারে অজান্তেই। মানব মনের এই গুড় রহস্য সমাধান করবে কে?

দুরের আকাশ মাটির মানুষকে যেন হাতছানি দিয়ে ডাকে। আকাশের এই অমোঘ আকর্ষণ ক'জন আর উপেক্ষা করতে পারে। আমিও পারিনা। যুগ যুগ ধরে মর্ত্যের মানুষ তাই আকাশের এই রহস্যময় জগৎকে জানার আর জয় করার চেষ্টায় লিপ্ত। আজ মানুষ আকাশের বুকে উড়িয়েছে এরোপ্লেন, রকেট, বেলুন, ঘুড়ি আরো কত কি। নিজের উড়তে পারার অক্ষমতাকে দিয়েছি নতুন এক মাত্রা।

শুধু আকাশের সীমানায় থেমে থাকেনি আমাদের যাত্রা, আজ আমরা পাড়ি জমিয়েছি আকাশ থেকে মহাকাশ আর গ্রহ নক্ষত্রের রাজ্যে। তবে মাটির সাথে আমাদের যে সম্পর্ক তা মোটেই খর্ব হয় নি। বরং এই আবিষ্কারের নেশা মানুষকে ধরনীর সাথে আরো একাত্ন্য করেছে।

আমার মত অনেকেই আকাশের বিচিত্র রংবদল, সাদা-কালো মেঘের ভেলা, দিনে সূর্যের তেজ, রাতে চাঁদের মিষ্টি আলো আর সীমাহীন নীল দিগন্ত দেখে বিমোহিত হন। কখনো জেগে ওঠে মনের গহীনের কোন এক কবি। আজ বিকেলের আকাশটা যেন তাই।
যেন তার কথা মনে করিয়ে দেয়। তাকে ভাবনার আসনে বসিয়ে ঘুরিয়ে আনে আমার মানের কোন গহীন কোণ থেকে। ভালোবাসার একটু পরশ বুলিয়ে যায় সাদা মেঘের মত। সে যেন আকাশে ঝুলানো রুপালি চাঁদের মত হাতছানি দিয়ে ডাকে। মেঘরোদের লুকোচুরি খেলায় তারে খুঁজে ফিরে আমার মনের এক সন্যাসী কবি।

আকাশ পানে চেয়ে কবি মন আজ উদাস।
কাব্যের ঝনঝনানির মত অই আকাশে খুঁজে ফিরে কবির অস্থির মতি মন। এই ভালো এই খারাপ, কবি ভাবে আকাশ কি তবে মনের রঙ নিয়েছে চুরি করে। নাকি মানুষের মন আকাশসম কোন নিগুড় কোন ধাঁধাঁ? কবি ভাবে। ভাবনায় যেন তার একমাত্র কাজ। কতবার নিজেকে হারিয়ে ফেলে আবার খুঁজে পায়।

আকাশ দেখে খাঁচার পাখির উড়তে ইচ্ছা করে, ডানা মেলে সে পেতে চায় মুক্তির স্বাধ। কিন্তু আকাশ কি অত সহজে ধরা দেয়? নিজেকে সে জাহির করে কিন্তু তাকে অধিকার করতে দেয় না। আসি আসি করে সে আসে না, ধরা দিয়েও যেন অধরায় থেকে যায়। মানুষকে নিয়ে বিধাতার খেলায় সে এক অনন্য ক্রিড়ানক।

আকাশ পানে আজ
তাই চেয়ে আছি,
মুগ্ধ চোখে,
অজান্তেই মন গেয়ে উঠছে
কোন অব্যক্ত গান।
সুরে সুরে এ কোন রঙ মেশাল
দূরের আকাশ।
এই বন্দনা গীত
যেন ছড়িযে পড়ল ঈশান কোনে।।

কবি!!!