You are viewing a single comment's thread from:

RE: The Weekly Turni—Issue 73

in BDCommunity2 years ago (edited)

প্রথমে ভাবছিলাম কোন মতামত না দিই; তবে ব্যাক্তিগত অনুতাপ আর খেদ থেকে দু'ছত্র লিখছি।
মূল ঘটনা হল, এই বিডিকমিউনিটি-তে বহুত লেখক! আছেন যারা প্রতিনিয়ত বাংলায় পোস্ট করে যাচ্ছেন। ওই সকল লেখার মান কিম্বা আবেদন নিয়ে আমার কিছু বলার নাই। তবে, তুর্ণী-র ভাষা দিবসের এই আয়োজনে বাংলা ভাষী লেখক এবং পাঠকবৃন্দ আসলে কোথায়।

আমি বুঝিনা এত সুন্দর কিছু লেখা আর শৈল্পিক আয়োজনের -এ সংখ্যায় আপনাদের মাতৃভাষায় তেমন মন্তব্য দেখি না।

এই খেদ আমি বুঝাই কারে? সারাদিন বাংলা বাংলা করে পিডাপিডি করে আসলে কি লাভ তাইলে?

যাক অতশত লাভ নাই, যাই দুগা বাংলা-ই মেরে দিই গে... কেমন?
মহান আপ্নেরা, আর আমার বাংলার অহং!

না থাক.... অতশত বলে আর কাজ নেই..

যেমনং কর্মং, তেমং ফলং!