What is Reputation on Hive and How to Calculate (এক পোস্টে হাইভের রেপুটেশনের আদ্যোপান্ত )

in BDCommunity4 years ago

Reputation Thumbnail.jpg

হাইভে রেপুটেশন (Reputation) {খ্যাতি} কিঃ

হাইভে আপনার নামের পাশে যে সংখ্যাটি দেখা যায় তাই হচ্ছে আপনার রেপুটেশন। রেপুটেশন হচ্ছে হাইভ ব্লকচেইন এ আপনার কন্ট্রিবিউশন বা অবদান অর্থাৎ কতটুকু ভ্যালু আপনি এখানে অ্যাড করেছেন তা ইন্ডিকেট করে। এই রেপুটেশন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ন।

কিভাবে রেপুটেশন হিসাব করা হয়ঃ

আসলে আপনার নামের পাশে যে সংখ্যাটি দেখা যায় সেটি আসলে আপনার প্রকৃত রেপুটেশন নয়। আপনার প্রকৃত রেপুটেশনের যে সংখ্যা সেটি হচ্ছে অনেক বড় একটি মান । সেটি প্রায় কোটি বা হাজার কোটির মত। এত বড় সংখ্যা নামের পাশে দেখানো যেমন কষ্টকর তেমনি সেটির কত তা পড়ে দেখাও কষ্টকর । তাই এটাকে সিম্পিফাই অর্থাৎ সহজীকরন বা সংক্ষেপ করে একটা ছোট মান হিসেবে দেখানো হয় যাতে সহজে পড়া যায় ও বুঝা যায়। এই সহজীকৃত মান সচরাচর -২৫ থেকে শুরু করে ৭৫ এর মধ্যে হয়ে থাকে এবং যারা নতুন অ্যাকাউন্ট করে তাদের জন্য একটি মাঝামাঝি মান অর্থাৎ ২৫ (-২৫ ও ৭৫ এর মাঝের মান) দিয়ে শুরু হয়।

আপনার মূল মান কত তা আপনি দেখতে পারবেন না এটা দেখার জন্য হাইভের স্টেটিস্টিক দেখা যায় এমন কোন সাইট যেমন hive.stat এ গিয়ে দেখতে পারেন। মূল মান কত হলে সহজীকৃত মান (যা আপনার নামের পাশে দেখা যায় তা বের করার সূত্র রয়েছে।

সহজীকৃত মান = {log (মূল মান) - 9} * 9 + 25

এই সূত্র এলগরিদম হতে নেয়া। তাহলে আপনি যে মানটি পাচ্ছেন তা নিচের রাউন্ড ফিগারে দেখালেই আপনার সহজীকৃত রেপুটেশন স্কোর বের হয়ে যাবে। আমি নিচে কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি যাতে করে ব্যাপারটি আরো সহজে বুঝতে পারেন।

যেমন আসল রেপুটেশন হলঃ ৩০০, ০০, ০০, ০০০ (৩০০ কোটি)
তাহলে হিসাবটি নিন্মরুপঃ
log (৩০০, ০০, ০০, ০০০) = ৯.৪৭৭১২
৯.৪৭৭১২ - ৯ = ০.৪৭৭১২
১.০৫৩০ * ৯ = ৪.২৯৪০৮
৯.৪৭৭ + ২৫ = ২৯.২৯৪০৮
তাহলে আপনার সহজীকৃত রেপুটেশন ২৯.২৯৪০৮। তবে একাউন্টে দেখাবে ২৯

আশা করি বুঝতে পেরেছেন।

এরকম কিছু উদাহরণ দিয়ে দিলাম নিচে দেখুনঃ

মূল মানসহজীকৃত মান যা আপনার নামের পাশে দেখাবে
১৩০, ০০, ০০, ০০০ (১৩০ কোটি)২৬
২০০, ০০, ০০, ০০০ (২০০ কোটি)২৭
৫০০, ০০, ০০, ০০০ (৫০০ কোটি)৩১
১০০০, ০০, ০০, ০০০ (১০০০ কোটি)৩৪
১০০০০, ০০, ০০, ০০০ (১০০০০ কোটি)৪৩

এখানে উদাহরণগুলো দেয়ার পিছনে একটা কারন রয়েছে তা হল। যেহেতু এটা ১০ ভিত্তিক লগ এর গুনিতক তাই এখানে একেকটি মানের চেয়ে দশ বেশি মান ১০ গুন বেশি হওয়ার কথা ছিল। অর্থাৎ ৪০ রেপুটেশন এর চেয়ে ৫০ রেপুটেশন ১০ গুন বেশি। এটা আসলে অনেকে বলে কিন্তু এটা কাটায় কাটায় ১০ গুন নয় আর তা উপরের মানগুলো থেকে স্পস্ট। এর কারন হল লগারিদম করার পর এর সাথে ৯ বিয়োগ, গুন ও পরে ২৫ যোগ রয়েছে। তাই প্রায় ১০ গুন বলা-ই ভাল। অর্থাৎ মুদ্দাকথা হল ৩০ রেপুটেশন এর চেয়ে ৪০ রেপুটেশন প্রায় ১০ গুন বেশি। এটাই সারকথা। এটা অনেকটা ভুমিকম্প মাপার রিকটার স্কেল এর মত যেখানে আমরা জানি ৬ মাত্রার ভুমিকম্পের চেয়ে ৭ মাত্রার ভুমিকম্প ৩২ গুন বেশি শক্তিশালী। দেখে হয়ত মনে হয় ৬ আর ৭। আসলে এটা ৩২ এর গুনিতক স্কেল।
rating4859132_1280.png

Source: Image by Megan Rexazin from Pixabay


রেপুটেশন কিভাবে বাড়বে এবং কমবে

আপনার কাছে এইচপি (HP) থাকা মানেই আপনার রেপুটেশন অনেক বেশি হওয়া নয় কারণ রেপুটেশন হাইভ পাওয়ার এর উপর নির্ভর করে না। অনেকের দেখবেন অনেক ইইচপি আছে কিন্তু মাত্র ৩৫ এর মত রেপুটেশন। এরা আসলে পোস্ট, কমেন্ট করে না, শুধু কিঊরেট করে। আবার অনেকের যেমন আমার নিজেরও এখন মাত্র ৩০০০ এর মত এইচপি কিন্তু রেপুটেশন ৭০+ তার মানে এখানে আমার কন্টিবিউশন বা পোস্ট, কমেন্ট বেশি। এই প্লাটফর্মে আপনার কন্ট্রিবিউশন কত বেশি অর্থাৎ আপনি কত বেশি পোস্ট, কমেন্ট করেছেন এবং তাতে কত বেশি পরিমাণ লাইক বা আপভোট পেয়েছেন তার উপর নির্ভর করে রেপুটেশন। মানে হচ্ছে আপনার এখানে এংগেজমেন্ট (অংশগ্রহন) কত বেশি বরং এইচপি নয় ।

  • আপনার চেয়ে বেশি রেপুটেশনের কেউ যদি আপনার পোস্টে ডাউনভোট দেয় তাহলে আপনার রেপুটেশন কমবে । তবে মনে রাখবেন, এইচপির ভ্যালুতে আপনার পোস্টে আপভোট যদি ডাউনভোট এর চেয়ে বেশি থাকে তাহলে ওভারঅল ওই পোস্টের পর আপনার রেপুটেশন টি পজেটিভই বাড়বে । কিন্তু যদি ডাউনভোট বেশি হয় আপভোট এর চেয়ে তবে আপনার রেপুটেশন কমবে । তার মানে হচ্ছে আপনার কোন পোস্টে নেট আপভোট এবং ডাউনভোটের পার্থক্য যদি ধনাত্মক থাকে তবে রেপুটেশন বাড়বে কিন্তু আপভোটের চেয়ে যদি ডাউনভোট বেশি হয় আর ওই ডাউনভোট যারা দিল তাদের রেপুটেশন যদি আপনার রেপুটেশন এর চেয়ে বেশি হয়ে থাকে তবে আপনার রেপুটেশন কমবে।
  • আপনার চেয়ে কম রেপুটেশনের কেউ আপনার পোস্টে ডাউনভোট দিলে আপনার রেপুটেশন এর কোন ক্ষতি হবে না

আশা করি বুঝতে পেরেছেন।

customerexperience3024488_1920.jpg

Source: Image by mohamed Hassan from Pixabay


তাই রেপুটেশন বাড়ানোর জন্য আপনাকে বেশি বেশি পোস্ট ও কমেন্ট করতে হবে। আপনি খুব পোস্ট করলেন ও কমেন্ট করেলন তাতে কিন্তু রেপুটেশন খুব বাড়ছে না। অর্থাৎ আপনাকে আপভোটও পেতে হবে আর সেই আপভোট বেশি এইচপি সম্বলিত অ্যাকাউন্ট থেকে পেতে হবে । তাহলে বুঝতেই পারছেন রেপুটেশন বাড়ানোর উপায় একটাই ভালো কোয়ালিটির পোস্ট করা ও এঙ্গেজমেন্ট বাড়ানো। সর্বোপরি হাইভ প্লাটফর্মে বেশি ও ভাল কন্ট্রিবিউট করা।

রেপুটেশন কেন জরুরিঃ

রেপুটেশন খুবই জরুরী একটি ব্যাপার কারণ হাইভ প্লাটফর্মে আপনার যে অবস্থান বা আপনার কন্ট্রিবিউশন এটাকে বোঝার জন্য রেপুটেশন হচ্ছে অন্যতম সেরা একটি টুল বা উপায়। আরো অনেকগুলো টুল রয়েছে তবে সেগুলোর চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেপুটেশন। এটা সরাসরি আপনারে প্ল্যাটফর্মে কন্ট্রিবিউশনকে রিপ্রেজেন্ট করে। যেমন কোনো রিলেল এস্টেড কোম্পানির জন্য লোকেশন, লোকেশন, এবং লোকেশন গুরুত্বপূর্ণ বিষয় অথবা কোন সিনেমার জন্য যেমনটি বিদ্যা বালান বলেছেন, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট এবং এন্টারটেইনমেন্ট ঠিক তেমনি হাইভে আপনার জন্য রেপুটেশন, রেপুটেশন এবং রেপুটেশন।

তাছাড়া কেউ কোন পোস্ট পড়ার সময় আগে ওই কনটেন্ট যিনি লিখেছেন তার রেপুটেশনটা দেখে । ভালো রেপুটেশন হলে তার পোস্ট পড়ে এবং সেখানে আপভোট দেয় কারণ জানে এই ব্যক্তির এই প্লাটফর্মে অনেক কন্ট্রিবিউশন রয়েছে। তাই ভালো রেপুটেশন হলেই আপনার পক্ষে বেশি বেশি ভোট পাওয়া সম্ভব। তাছাড়া আপনি যদি বেশি রেপুটেশনের মালিক হন তাহলে আপনার উপর অন্য কোন কম রেপুটেশনধারীর প্রভাব থাকবে না।
সবশেষে আপনার রেপুটেশন যদি ঋণাত্মক(-) হয় তাহলে হাইভে আপনার পোস্ট এবং কমেন্ট কে হাইড (গোপন) করে রাখা হবে সেক্ষেত্রে আপনার পক্ষে রিওয়ার্ড অর্জন করা যথেষ্ট কষ্টকর হয়ে দাঁড়াবে তাই রেপুটেশনের খুবই গুরুত্বপূর্ণ।


মোদ্দাকথা হল, বেশি রেপুটেশনের জন্য আপনাকে পরিশ্রম করে যেতে হবে আপনার কন্টেন্ট এর পিছনে আর এতেই এই প্লাটফর্মে আপনার কন্ট্রিবিউশন বেশি হয়ে ফলশ্রুতিতে রেপুটেশন ভাল হবে।




আরেকটি বিষয় মনে রাখা জরুরী সেটা হচ্ছে রেপুটেশনের যে আলগরিদম বা সিস্টেম দেখালাম এটা কিন্তু পরিবর্তন হতে পারে। এটা সব সময় এই একই পদ্ধতিতে পরিমাপ করা নাও হতে পারে। ভবিষ্যতে হাইভ যদি এটা কখনো পরিবর্তন করে তাহলে আপনাকে সেই নিয়ম মোতাবেক ক্যালকুলেট করতে হবে।


রেফারেন্সঃ

নিচে দুটি লিঙ্ক দিয়ে দিলাম সেখানে গিয়ে আপনি চাইলে আরো ভালোভাবে বিষয়টা যাচাই করে আসতে পারেন

https://hive.blog/steemit/@digitalnotvir/how-reputation-scores-are-calculated-the-details-explained-with-simple-math

https://hive.blog/faq.html


হাইভের বেসিক বিষয়ের উপর আমার বাংলায় লেখা কিছু পোস্টঃ

নিচের কোন টপিক সম্বন্ধে জানার প্রয়োজন হলে পড়ে আসতে পারেন।

আমার অভিজ্ঞতা ও নতুনদের জন্য কিছু দিকনির্দেশনা

গতানুগতিক সোশ্যাল মিডিয়ার সাথে হাইভের পার্থক্য

হাইভ থেকে টাকা আয় করার উপায়গুলো কি কি

হাইভ (Hive), হাইভ পাওয়ার বা এইচপি (HP) ও এইচবিডি (HBD) নিয়ে বিস্তারিত

কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ১

কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ২

কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ৩

ডেলিগেশন কি ও বিস্তারিত

ভোটিং পাওয়ার ও এর হিসাব নিকাশ

হাইভে ডাস্ট কি ও কীভাবে তা সেভ করতে পারবেন

আমি কে




আমি বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রভাষক এবং সদ্য বাবা। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি আমার বন্ধুদের এবং সম্প্রদায়ের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। ইউটিউব, ডিটিউব, হাইভে ব্লগিং করতে ভালবাসি। আমি শেয়ার করতে চাই ওইসবকিছু যা আমি শিখেছি যাতে মানুয আমার থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আমি আমার ব্লগে টেক্সটাইল, অনলাইন আয়, ও নানান রকম আকর্ষনীয় বিষয় নিয়ে কথা বলে থাকি। আমি সর্বদা একজন শিক্ষানবিস হিসেবে সবার থেকে শিখতে চাই ও এই কমিঊনিটির সাথে এগিয়ে যেতে চাই।


zxddz4gt63.gif

Upvote, Resteem and Follow me on hive @engrsayful


Find me on social media

Follow me on DTube
Follow me on Youtube
Follow me on ThreeSpeak
Follow me on Facebook
Follow me on Twitter

Sort:  

বিস্তারিত ভাবে বাংলা ভাষায় বলার জন্য ধন্যবাদ ভাই।

Posted using Dapplr

Thanks to you as well for reading my article and for this nice comment

ধন্যবাদ ভাই। আপার এই সিরিজের পোস্ট গুলোর জন্য।

আপনাকেও ধন্যবাদ

অতন্ত গুরুত্বপুর্ণ আলোচনা। রেপুটেশন সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর পেলাম। অনেক কনফিউশন দূর হলো।

ধন্যবাদ ভাই‌, চালিয়ে যান।

আপনি উপকৃত হয়েছেন জেনে ভাল লাগল

Hi @engrsayful, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON