নতুন মৌসুমের জন্য প্রস্তত পিএসজি ⚽⚽

in BDCommunity2 years ago

অল্প কিছুদিনের মধ্যেই শুরু হতে চলছে আরো একটি নতুন সিজন। নতুন সিজনকে সামনে রেখে দলগুলো ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তাদের প্রস্তুতি। যার অংশ হিসেবে প্রতিটা দল ফ্রেন্ডলি ম্যাচ খেলে নিজেদের ঝালাই করে নিচ্ছে। এই যেমন গত দুদিন আগে প্রাক মৌসুম এল ক্লাসিকোতে বার্সা রিয়ালের লড়াই। প্রী-মৌসুম ফ্রেন্ডলি ম্যাচে আরেকটি বরো আকর্ষণ ছিল ম্যানচেস্টার সিটি এবং বায়ান মিউনিখের লড়াই।

এদিক দিয়ে পিছিয়ে নেই ফ্রান্স জায়ান্ট প্যারিস সেইন্ট-জার্মেইনও (পিএসজি)। এবারের পী-মৌসুমের প্রস্তুতি সারতে তারা ভ্রমন করেছে এশিয়ান দেশ জাপানে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পিএসজিতে এসেছে অনেক পরিবর্তন। প্রধান কোচ মারিও পচেত্তিনোর পরিবর্তে দলের দায়িত্ব গ্রহণ করেছে ক্রিস্টোফ গাল্টিয়ার। পরিবর্তন হয়েছে দলের স্পোর্টিং ডাইরেক্টরও। সবদিক থেকে পরিবর্তন এনে পিএসজি চাইছে ভালো একটি মৌসুম পার করতে। কোচ ক্রিস্টোফ গাল্টিয়ার এর জন্য প্রী-মৌসুমের ম্যাচগুলো থাকছে নিজের দলকে গুছিয়ে নেওয়ার সুযোগ হিসেবে।


FB_IMG_1658835403383.jpg
PSG

ইতিমধ্যেই ক্রিস্টোফ গাল্টিয়ার প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে তার প্রথম জয়টি তুলে নিয়েছেন। তার অধিনে প্রথম ম্যাচে পিএসজি জয় পায় ২-১ গোলের ব্যবধানে। সেই ম্যাচে দলের অনেক বড় তারকারা না থাকলেও জয় নিয়েই মাঠ ছাড়ে তার দল।

গতকালও জাপানে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামে পিএসজি। জাপানের ক্লাব গাম্ভা ওসাকার মুখোমুখি হয় তারা। এদিন পিএসজি তাদের শক্তিশালী দল নিয়েই মাঠে নামেন। সেই হিসেবে একাদশে ছিলেন নেইমার জুনিয়র ও লিওনেল মেসি। তবে শুরুর একাদশে রাখা হয়নি কিলিয়ান এমবাপ্পেকে। শুরু থেকেই হাই প্রেসিং ফুটবল খেলতে থাকে প্যারিসিয়ানরা। একের পর এক আক্রমণ নিয়ে এগোচ্ছিলো প্রতিপক্ষের ডি-বক্সে। সেই সুবাদে ম্যাচের ২৯ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন পায়লো সারাবিয়া।

তার কিছুক্ষন পরেই প্রতিপক্ষের ডি-বক্সের ভিতরে ফাউলের শিকার হন নেইমার জুনিয়র, তাতেই পেনাল্টির ইঙ্গিত দেয় রেফারি। ম্যাচের ৩২ তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় ও এই পী-মৌসুমে নিজের প্রথম গোলটি করেন নেইমার জুনিয়র।

ম্যাচের ৩৪ মিনিটে গোল হজম করে বসে প্যারিয়ানরা। কিন্তু তাতে কি? ৩৭ তম মিনিটে নুনু মেন্ডেস আর ৩৯ তম মিনিটে নেইমারের দুর্দান্ত পাস থেকে গোল করে দলের স্কোরলাইন ৪-১ করেন লিওনেল মেসি। এতেই ম্যাচ থেকে ছিটকে যায় প্রতিপক্ষ দল৷ ৪-১ ব্যাবধানেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের ৬০ তম মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত এক পাস থেকে অসাধারণ একটি গোল করে দলকে ৫-১ এগিয়ে নিয়ে যায় নেইমার জুনিয়র। দলের জয় নিশ্চিত দেখে কোচ ক্রিস্টোফ গাল্টিয়ার মোটামুটি সবাইকে উঠিয়ে নেয় অন্যদের সুযোগ দেওয়ার জন্য। এবার মাঠে নামের সময়ের আরেক সেরা খেলোয়ার কিলিয়ান এমবাপ্পে।


IMG_20220726_174050.jpg
PSG

তবে ম্যাচে ৭০ মিনিটে দ্বিতীয় গোল হজম করে পিএসজি। শেষদিকে কিলিয়ান এমবাপ্পের অসাধারন গোলে ৬-২ ব্যাবধানে জয় নিয়ে মাঠ ছাড়া প্যারিয়ানরা। এই ম্যাচে পিএসজি ফ্রন্ট থ্রীর পারফরম্যান্স ছিলো আশা জাগানোর মতো। নতুন সিজনে মেসি, নেইমার, এমবাপ্পেরা যদি এই পারফরম্যান্স ধরে রাখতে পারে, তাহলে ভালো কিছু অপেক্ষা করছে পিএসজির জন্য।

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL