কে জিতবে এবারের আসরের ইপিএল শিরোপা ? 🏆

in BDCommunity2 years ago


image.png
PIXABAY

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) বিশ্বের এক নম্বর প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট। নানা রকম ঘটন-অঘটনরে স্বর্গরাজ্য এই ফুটবল টুর্নামেন্ট। সর্বশেষ ম্যাচের আগে কে ট্রফি জিতবে তা বলা খুবই কঠিন। যে কোন দলই ট্রফি জিততে পারে কারণ সব দলেরই এটা জেতার সক্ষমতা রয়েছে। এ কারণেই ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) সেরা সেরা হিসেবে পরিচিত।

এবারও জমে উঠেছে ইপিএল। কারন শেষদিকে এসে এখনও নির্ধারণ হয়নি কে জিতবে ২০২১-২২ আসরের শিরোপা। যেখানে ইউরোপের শেরা পাচ লীগের চারটিতেই চ্যাম্পিয়নদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু ব্যতিক্রম এই ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র একম্যাচ আগেও কেউ যানেনা কে হতে চলছে এবারের আসরের চ্যাম্পিয়ন।

তবে ম্যানচেস্টার সিটি অথবা লিভারপুলই যে হতে চলছে এবারের আসরে চ্যাম্পিয়ন তা কনফার্ম। কারণ এখন পর্যন্ত এই দুই দলই টিকে আছে শিরোপা জিতার রেসে। দুটি দলেরই সমান সমান সুযোগ আছে শিরোপা জয়ের। তবে ম্যানচেস্টার সিটি লিভারপুল থেকে মূল্যবান একটি পয়েন্ট এগিয়ে রয়েছে। সমান সংখ্যক ম্যাচ খেলে ( ৩৭ টি) পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট যেখানে ৯০, সেখানে ঠিক দ্বিতীয় নাম্বারে থাকা লিভারপুলের পয়েন্ট ৮৯। সুতরাং বুঝাই যাচ্ছে কতোটা কম্পিটিভিব হচ্ছে এবারের প্রিমিয়ার লীগ।

সিজনের শুরুতে লিভারপুল অনেকটা পিছিয়ে থাকলেও শেষদিকে তারা ফিরেছে দারুণ ফর্মে। এইতো কিছুদিন আগে এফএ কাপ, কারবাও কাপ জয় করেছে তারা। দুটি ফাইনালেই তারা হারিয়েছে চেলসিকে। এবারের আসরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ও তারা। সুতরাং বুঝাই যাচ্ছে এবারের আসরে শিরোপা জয়ের জন্য তারা কতোটা ফেভারিট।

অন্যদিকে সিজনের শুরুটা দারুণভাবে করেছিল ম্যানচেস্টার সিটি। কিছুদিন আগেও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলের সাথে তাদের ব্যবধান ছিল অনেক। কিন্তু শেষ দিকে এসে তারা যেনো হারিয়ে গেছে। দুর্দান্ত এক দল নিয়েও চ্যাম্পিয়নস লিগ শিরোপা থেকে বিদায় নিয়েছে তারা। নাটকীয় এক সেমিফাইনালে শেষ হাসিটা হেসেছিল রিয়াল মাদ্রিদ।
এ আসরে এখন পর্যন্ত কোন শিরোপাই জয় করা হয়নি ম্যানচেস্টার সিটির। তাই লীগ কাপটা জয় করে এবারের আসরের ইতি টানতে চাইবে ম্যানচেস্টার সিটি।


image.png
PIXABAY

তবে সবকিছুই নির্ভর করছে দু'দলের এবারের আসরের শেষ ম্যাচের উপর। নিজেদের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটি খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে আর অপরদিকে লিভারপুল খেলবে ওলভেস এর বিপক্ষে। এই ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করছে কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন।

২২ ই মে বাংলাদেশ সময় রাত ৯ টায় দুদলই মাঠে নামবে শিরোপা জয়ের লক্ষ্যে। যদি ম্যানচেস্টার সিটি জয় পেয়ে যায় তাহলে কোন হিসাব নিকাশ ছাড়াই তারা হচ্ছে এবারের চ্যাম্পিয়ন। কিন্তু যদি ম্যানচেস্টার সিটি হেরে যায় আর অন্যদিকে লিভারপুল জিতে যায় তাহলে লিভারপুল হবে এবারের চ্যাম্পিয়ন। তবে দু'দলই যদি ড্র বা হেরে যায় তাহলে জিতে যাবে ম্যানচেস্টার সিটি। তাই নিঃসন্দেহে বলা চলে ফুটবল প্রেমীদের জন্য ২২ ই মে রাত হতে যাচ্ছে খুবই রোমাঞ্চকর।

সবাইকে আমন্ত্রণ রইল ২২ই মে ঠিক রাত ৯ টায় এই দুটি খেলা দেখার ৷ আশা করি আপনি অবশ্যই উপভোগ করবেন।

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL