বলাপো ও ড্রেসডেন ফাইলসের ইতিকথা

in BDCommunity2 years ago

যেটা হয় সাধারণত, ফ্যান্টাসি সিরিজের সবসময় একটা কট্টর ফ্যানবেজ থাকে। পড়ে অনেকেই কিন্তু সবাই সে ফ্যানবেজের অংশ হয়না। এ যেমন আমি হ্যারি পটার সিরিজ অপছন্দ করিনা তবে এই ফ্যানবেজের অংশ না।
যে কয়েকটি ফ্যাটাসি সিরিজের আমি ভক্ত, তার মাঝে এই আরবান ফ্যান্টাসি ড্রেসডেন-ফাইলস একটা।

সে বোধহয় এক দশক আগের কথা যখন হ্যারি ড্রেসডেনের সাথে আমার পরিচয় হয়।

তখনও বোধহয় "বলাপো" (বই লাভারজ পোলাপান) একমাত্র আদর্শ সম্মেলন ছিল পড়ুয়াদের।
এদের সংস্পর্শে আসার আগে আমার পড়ার জগৎ একেবারেই সীমাবদ্ধ ছিল।
অনেকটা নদী, সমুদ্রের অস্তিত্ব সম্পর্কে ওয়াকিবহাল না থেকে একটা পুকুরে বাস করা আর সেটাকেই সমগ্র জগৎ ভেবে আসার মত।

যাহোক, তো সেই ১২/১৩ সালের দিকে প্রচুর আড্ডা হতো আমাদের। আমরা সমস্ত দিনের কাজ কর্ম এই উদ্দীপনায় শেষ করতাম যে রাতে আমাদের গল্পের আসর বসবে।

আমি তখন কট্টর হ্যাগার্ড (হেনরি রাইডার হ্যাগার্ড) প্রেমী বলে সু বা কু খ্যাত।
আর রেজওয়ান ভাই এন্টি-হ্যাগার্ড পার্টি হিসাবে তার দলবল নিয়ে হামলা চালাতেন আমার রিভিউ পোস্টে।
আবার তখন রিজ-ভাই আবার আমাকে ব্যাকাপ দিতেন নিউট্রাল জায়গা থেকে। তখন আবার রেজ-ভাইয়ের ব্যাকাপে চলে আসতেন রনি ভাই।
স্বভাবতই যুদ্ধ জমে যেতো।
তারপর সেই আঘাত-পাল্টা আঘাতের মাঝে আমাদের গল্প সেবা ছাড়িয়ে, নীলক্ষেতের গলি, বাংলাবাজার ঘুরে, প্রাচ্য বা পশ্চিম পাড়ি দিয়ে লেখক পাঠকদের একাল সেকালের বিস্তার আলোচনায় হারিয়ে যেতো।

এরকমই একটা দিনে রিজওয়ান ভাই নীলক্ষেতের চিপা থেকে ৭টা (অথবা ১১টা, সঠিক মনে নেই) ড্রেসডেন ফাইলের অরিজিনাল কপি কিনে আমাদের চমকে দিলেন।
সবাই একত্রে সেখানে হামলে পড়া।

আমাদের ওই সময়টায় এলিটিজম ব্যাপারটার অস্তিত্বই ছিলনা। যেটাকে আমার ঠুনকো বাগাড়ম্বর বই কিছু মনে হয়না এখনো।
যদি থাকতো নিঃসন্দেহে রিজওয়ান ভাইকে প্রথম শ্রেনীর এলিটিস্ট ধরা হতো।
ভদ্রলোক অসুরের মত বই পড়তে পারতো।
এবং সেইটা তখনকার সময়ে আমাদের হতাশ না করে উল্টো প্রচন্ড কমপেটিটিভ করতো।
বলাই বাহুল্য আমার জীবনের গুটিকতক পড়ুয়া আইডলের মাঝে রেজ এবং রিজ ভাই দুজনেই অন্যতম ছিলেন।

বিশেষ করে রিজভাইয়ের ন্যাওটা ছিলাম আমি। আর তখন গ্রুপে মোটামুটি আমিই সবার ছোট ছিলাম। সেজন্য বোধহয় আহ্লাদও বেশী ছিল!
"রিজভাই পড়েছে এই বই! আমাকেও শিগগিরই পড়ে শেষ করতে হবে!"
কেনো? কারণ এরপর সেইটা নিয়ে জম্পেশ আড্ডা দিতে হবে।
সেই আড্ডাগুলো এতই লোভনীয় ছিল।
তো ড্রেসডেন-ফাইলের পরিচয় উনি করিয়ে দেয়ার পর এখন আমার খোঁজ সে বই সংগ্রহ করবো কিভাবে!
কারণ তখন সফটপি হিসাবে আশেপাশে খুবই সস্তা দরের পিডিএফ ছিল যেটা পড়া রিতীমত দুঃসাধ্য।

কপাল জোরে রিজ ভাই পেলেও, সে বই আর কোথাও খুঁজে পাওয়া গেলোনা।
তখন আমি স্টুডেন্ট। পকেট থাকলেও পকেটে মানি'র বহুল সংকট। তখনকার সময়ে এত এত অনলাইন বুকশপ বা বই আমদানি করবার উপায়ও ছিলোনা।
মনের দুঃখে কেবল হা হুতাশই করি!
আর এর মাঝেই সম্ভবত ১৩ বা ১৪ সালের এক দুপুরে কুরিয়ার সার্ভিস থেকে ফোন করে বলে আমার নাকি পার্সেল এসেছে!
বলাই বাহুল্য ভীষণ হতবাক আমি।
আমায় কে পার্সেল পাঠাবে! আর কিসেরই বা সেটা! কেনো!
কি পাঠাতে পারে, কে পাঠাতে পারে আন্দাজ করতে চেষ্টা করাটা এক অদ্ভুত রোমাঞ্চ, উত্তেজনা, আকাঙ্ক্ষা!

ইদানীং এখন অনেককেই ড্রেসডেন-ফাইলস নিয়ে মাতম করতে দেখি। তবে এখনো অতটা ছড়ায়নি পাঠক মহলে। কিন্তু কোনো পড়ুয়া আড্ডায় গেলে মোটামুটি একটা ছোটো খাটো ফ্যানবেজ তৈরী হয়েছে টের পাই।
এ বছরের বই মেলায় কথা প্রসঙ্গে কে যেনো প্রশ্ন করেছিলো "আরেহ! আপনি ড্রেসডেন-ফাইলস পড়েছেন!?
আমি হাসি!
মানুষ আমাকে "নাফাখুম-অমিয়াখুম গেছেন? দেবতা পাহাড়?" প্রশ্ন করলে যেরকম হাসি দেই, অমন হাসি।

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL

This post has been manually curated by @bhattg from Indiaunited community. Join us on our Discord Server.

Do you know that you can earn a passive income by delegating to @indiaunited. We share 100 % of the curation rewards with the delegators.

Here are some handy links for delegations: 100HP, 250HP, 500HP, 1000HP.

Read our latest announcement post to get more information.

image.png

Please contribute to the community by upvoting this comment and posts made by @indiaunited.