আমার ছেলেবেলার একটি হাস্যকর কাহিনী

in BDCommunity3 years ago

আমার ছেলেবেলার একটি হাস্যকর কাহিনী

friends-5941782_960_720.png
Image score

আমার ছোটবেলার একটি কথা আজ খুব মনে পড়ছে। প্রতিটা মানুষের ছোটবেলায় কিছু না কিছু কাহিনী থেকেই থাকে। ছোটবেলার কাহিনী গুলো এখন মনে পড়লে নিজের অজান্তেই হাসি চলে আসে। শৈশবের সময় গুলো সবার জন্য সত্যি অনেক আনন্দের ও সুখের হয়ে থাকে। হাস্যকর কিছু মুহুর্থ থাকে যেগুলো মনে পড়লে আবার শৈশবে ফিরে যেতে ইচ্ছা করে।

আমার বয়স যখন দশ বছর তখন আমি আমার গ্রামের বাড়ি বেড়াতে যাই। আমার ছোট বোন তখন অনেক ছোট। আমার মনে হয় একটু একটু হাটাহাটি করতে পারে। আমাদের পাশের বাড়ির আমার সমবয়সী আরো তিন জন ছিল। আমরা একসাথে খেলাধুলা করতাম। আমরা একই বয়সী থাকার কারণে আমরা একদিন একটা প্ল্যান করলাম সবাই মিলে অন্য রকম একটা খেলা খেলব। খেলা টা হলো পিকনিকের মতো আমাদের গ্রামের ভাষায় বলা হয় তোফাটুফি খেলা। মানে হলো নিজেরা নিজেরা সবকিছু ব্যবস্থা করে রান্না করে খাওয়া। তবে সেটা বাসার কেউ জানবে না। নিজের বাড়িতে সবকিছু করলেও বাসার কারো কোনো অসুবিধা করা যাবে না।

এখন একজন চাল , একজন তেল , এভাবে ভাগ ভাগ করে দেয়া হলো কে কি আনবে। সবাই সবকিছু ব্যবস্থা করতে পারলেও সবজি আর লাকড়ি ব্যাবস্থা করা হয়নি। এখন সবাই মিলে লাকড়ি টুকাতে যাবো আমরা এই চিন্তা করে বাড়ি থেকে একটু দূরে ক্ষেতের কাছে চলে যাই। গাছের নিচে এখানে সেখানে পরে থাকা লাকড়ি গুলো টুকাতে লাগলাম। হটাৎ দেখতে পেলাম পাশেই একটি সিমের বাগান। এটা দেখেই আমাদের মাঝে একজন বলতে লাগলো চল সবাই মিলে সিমের বাগান থেকে সিম চুরি করি। কথা টা শুনে আমার একটু ভয় লেগে গেলো। কারণ আমি কখনো এমন করিনি। চুরি করার বা অন্যের কোনো কিছু নিয়ে নেয়ার অভ্যাস আমার নেই। যদিও আমি না করেছি কিন্তু আমার কথা কেউ শুনলো না , সবাই মিলে সেই সিম বাগানের ভিতরে ঢুকে গেলো।

আমি আর একা একা কি করবো। আমিও ওদের সাথে সিম বাগানের ভিতরের ঢুকে গেলাম ও সিম পারতে লাগলাম। এমন ভাবে সিম গুলো পারছিলাম মনে হচ্ছিলো এটা আমাদের বাগান। একটা পলিথিনের মধ্যে সিম পেরে জমাতে লাগলো আর আমি পলিথিন টা হাতে নিয়ে রাখলাম। এমন সময় হটাৎ আমি দেখতে পাই সিমের সবুজ পাতার মধ্যে সবুজ কালারের বিচ্ছু বা বিছা। যা আমরা এতক্ষন খেয়াল করিনি। দেখার পর আমি সিমের পলিথিনটা ফেলে দিয়ে অনেক জোরে একটা চিৎকার দিয়ে বাগান থেকে বের হয়ে যাই, ও দৌড়ে বাড়িতে চলে যাই। আমার এই চিৎকার শুনে তারা ভয় পেয়ে যাই ও আমার পিছনে পিছনে দৌড়ে চলে আসে। আসার পর আমাকে জিজ্ঞাসা করছে আমি কেন চিৎকার দিয়েছি। ক্ষেতের মালিক কি আমাদের দেখে ফেলেছে নাকি অন্য কিছু। তখন আমি বললাম না এমন কিছু না সিম গাছের পাতার মধ্যে সবুজ কালারের বিচ্ছু ছিল। যা দেখে আমি অনেক ভয় পাই।

আমার কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে রইলো ও আমাকে বোকা দিতে লাগলো। বিচ্ছু দেখেছিস তো ভালো কথা তুই এত কষ্ট করে সিম গুলো গাছ থেকে পারলাম সেগুলো কেন ফেলে দিলি। এ কথা বলে আমাকে বকতে লাগলো। আমিও তখন চিন্তা করতে লাগলাম আমি দৌড় দেয়ার সময় সিম গুলো নিয়ে দৌড় দিলেই পারতাম। এই কথা মনে করলে এখনো হাসি পাই আমার। যদিও আমার এখন আর তাদের সাথে কোনো যোগাযোগ নেই। তবে আমার মনে হয় তাদের এখনো আমার এই হাস্যকর কাহিনী মনে রেখেছে।

পরে আর ভয়ে সিম গুলো আনা হয়নি ও আমাদের পিকনিকও করা হয়নি। তারপর থেকে আমার নাম রেখেছিলো ভিতুরদিম আর আমি ওদের ডাকতাম সিম চূড়া। ঠিক এভাবেই প্রতিটা মানুষের জীবনে রয়েছে হাস্যকর ঘটনা যা এখন মনে পড়লে নিজের অজান্তেই হাসি চলে আসে।

Sort:  

Your content has been voted as a part of Encouragement program. Keep up the good work!

Use Ecency daily to boost your growth on platform!

Support Ecency
Vote for Proposal
Delegate HP and earn more