You are viewing a single comment's thread from:

RE: প্রাসঙ্গিক প্রসঙ্গ (০১) : সময়ের বরকত (Utility of Time)

in BDCommunity4 years ago

Waste your time wisely!
অনেকে লেখালেখির সাথে সংসার ও সামলাইছেন, আনার দুই-তিনটা প্রেম ও করছেন😁😁। প্রফেসর রাজ্জাক কিন্তু কোব বই লিখেননি, কিন্তু তিনি এক পুরোধা হিসাবে পূজিত।

Sort:  

যদি আহমেদ সফা যদ্যপি আমার গুরু না লিখতেন, তাহলে হয়ত আমরা প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার সম্পর্কে কিছুই জানতে পারতাম না। এরকম অনেক জ্ঞানতাপস আমাদের সমাজে এখনো আছেন। কেউ কেউ আহমদ ছফাদের মত ব্যক্তির মাধ্যমে আমাদের নিকট পৌঁছেন, আর কেউ কেউ হারিয়ে যান কালের গর্ভে।

আমি মাঝে মাঝে কিছু সাহিত্যিকদের দেখে আশ্চর্য হয়ে যাই, যারা সারা জীবন এতো বই লিখে গেছেন যে- সে এক জীবনে পড়ে শেষ করতে পারি না। অথচ তারা এগুলো লেখার পাশাপাশি তাদের জীবন, সংসার, সমাজ সবকিছু কন্টিনিও করে গেছেন। কিভাবে পারেন!