নেইমার কে কি সত্যিই ছেড়ে দিচ্ছে পিএসজি?

in BDCommunity2 years ago

সাম্প্রতিক সময়ে নেইমারের দলবদল নিয়ে খুবই জোড়ালো গুঞ্জন শোনা যাচ্ছে। অথচ কিছু দিন আগেই নেইমার পিএসজির সাথে কয়েক বছরের চুক্তি করেছেন। তার পরেও পিএসজি নেইমারকে ছেড়ে দিতে চাচ্ছে সেই খবরেই বিভিন্ন গণমাধ্যমে কিছু দিন ধরে ভেসে বেড়াচ্ছে৷

তবে সেসব গুঞ্জন আরো জোড়ালো হয় ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা এমবাপ্পকে পিএসজি ধরে রাখার জন্য বিশাল অর্থের চুক্তি করার পর থেকেই। মোটা অংকের বেতন আর তার সাথে বোনাস সহ বিশাল পরিমান অর্থ এমবাপ্পের পিছনেই খরচ করতে হচ্ছে।
শুধু তাই নয় বর্তমান সময়ের বিশ্বের সেরা তিন তারকা যে এই দল টাতেই খেলে। মেসি, নেইমার, এমবাপ্পে যে তিন জনেই যে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়। এই তিনজনের সাথে আরো কয়েক জন সেরা খেলোয়াড় রয়েছে যারাও বিশাল পরিমান বেতন বোনাস পেয়ে থাকেন।
রামোস, আশরাফ হাকিমি, ডুনারোমা, প্যারাদেস আরো কয়েক জন দামি তারকাও এই দল টাতে খেলে থাকে৷ যাদের পিছনেও পিএসজি কে গুনতে হচ্ছে অনেক টাকা।

গত বছর মেসি পিএসজির সাথে সাইনিং করার পর থেকেই পিএসজির খরচ আকাশ চুম্বি হয়ে ওঠে। কারন এক মেসির পিছনেই যে গুনতে হচ্ছে কড়ি কড়ি টাকা৷ এমন কি সবচেয়ে বেশি বেতন ও বোনাস পাওয়া খেলোয়াড় টিও তিনি। তবে মেসি পিএসজিতে সাইনিং করার পর পিএসজিও মেসি কে দিয়ে বিশাল অর্থ আয় করেছে।

তারপরেও মেসি, নেইমার, এমবাপ্পের মতো খেলোয়াড়দের বেতন বোনাসের জোগান দেওয়া সেটা সত্যিই খুবই কঠিন বেপার৷ তাই তো কিছু দিন আগে ডি মারিয়াকেও পিএসজি ছেড়ে দেয়। তখন থেকেই শোনা যাচ্ছিলো নেইমারকেও ছেড়ে দেওয়ার গুঞ্জন। তবে নেইমার কে ছেড়ে দেওয়ার গুঞ্জন এখন বাস্তবেই শোনা যাচ্ছে।

কেননা নেইমার কে কেনার জন্য চেলসিই নাকি সবচেয়ে বেশি এগিয়ে আছেন৷ তারই মধ্যে যখন সাবেক চেলসি তারকা জেসন কুন্ডি নেইমারকে কেনা নিয়ে সতর্ক করে তখনই থেকেই নেইমার কে বিক্রি করে দেওয়ার খবর টি আরো জোড়ালো হয়। জেসন কুন্ডি নেইমারকে কেনা নিয়ে চেলসি উপদেশ দেন তিনি বলেন যে, "নেইমার মোটেও টিম প্লেয়ার নন। তার বিষয়ে আমার মূল্যায়ন হচ্ছে সে ওভাররেটেড, নিঃসন্দেহে নেইমার ভালো প্লেয়ার, তবে তার বিষয়ে প্রশংসা সব সময় একটু বেশিই করা হয়, চেলসির যেমন ফুটবলার প্রয়োজন, তেমন ফুটবলার তিনি নন "। তার এই মন্তব্য এটাই প্রমান করে যে পিএসজি সত্যিই নেইমারকে বিক্রি দিতে চাচ্ছে। আর চেলসিও নেইমার কে কেনার জন্য আগ্রহী। তবে তার মোটা বেতন আর চেলসির খেলার সাথে তিনি মানিয়ে নিতে পারবেন কিনা সেটাই নেইমার কে কেনার জন্য বড় বাঁধা হয়ে দাড়াবে চেলসির।

তবে পিএসজি নাকি নেইমার কে ৫০ মিলিয়ন ইউরো দিয়েও বিক্রি করে দিতে রাজি আছে সেই খবরোও বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাই যদি হয় তবে হয়তো অনেক ক্লাবেই নেইমারকে কেনার জন্য আগ্রহ দেখাবে। তবে নেইমারকে পিএসজির ছেড়ে দেওয়ার গুঞ্জন সত্যি হয় কিনা সেটাই এখন দেখার বাকি।

Neymar 092821 (2).jpg
IMG

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL