প্রকৃতির প্রতি ভালোবাসা।

in BDCommunity2 years ago

আমাদের বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ একটি দেশ। আমাদের দেশেই রয়েছে অনেক গুলো পর্যটন স্থান। যার মধ্যে সব গুলোই আমাদের কাছে অনেক পরিচিত। এর মধ্যে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত যাকে এশিয়ার সব থেকে বড় সৈকত বলা হয়ে থাকে। আমাদের দেশের সব স্থানের মানুষ সেখানে ঘুরতে যায় প্রতিনিয়ত। এবং দেশের বাহির থেকেও অনেক পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকত চলে আসেন। এর পর রয়েছে সেন্টমার্টিন দ্বীপ, কুয়াকাটা সমুদ্র সৈকত, বান্দরবান, রাঙামাটি,সাজেক, সিলেট ভোলাগঞ্জ, জাফলং, বিছানাকান্দি, সুনামগঞ্জ হাওর, সীতাকুণ্ড ইত্যাদি এমন আরো অনেক পর্যটন স্থান রয়েছে আমাদের দেশে। সব গুলো স্থানই অনেক সুন্দর মনোমুগ্ধকর জায়গা। যেখানে আমরা প্রতিনিয়ত ট্যুর দিয়ে থাকি।

আমার অনেক আগে থেকেই স্বপ্ন আমি একটি বাইক ক্রয় করে প্রতিনিয়ত বাইক রাইডে চলে যাবো। যখন ফেইসবুকে বা ইউটিউব দেখি অনেক বাইকার তারা বাইক দিয়ে দেশের এক একটি পর্যটন স্থানে ট্যুর দিচ্ছে। তাদের দেখে আমার ইচ্ছেটা আরও বৃদ্ধি পেয়েছে। আমার প্রকৃতি অনেক ভালো লাগে। পাহাড়ি অঞ্চল আমার সব থেকে বেশি পছন্দের। পাহাড়ি অঞ্চলে যখন ঘুরতে যাই, প্রকৃতির মাঝে আমি যেনো হাড়িয়ে যাই। তাই তো ছুটে যেতে ইচ্ছে করে সব সময়। সবারই কিছু না কিছু ছোট ছোট স্বপ্ন থাকে তেমনি আমারও এটা ছোট একটি স্বপ্ন। চাকরির পাশাপাশি যদি ট্যুর দেয়া হয়। তাহলে দেখা যাবে, সারা মাসের যে ক্লান্তি থাকে আমাদের মাঝে সেটা দূর হয়ে যাবে। কিন্তু এখন আমরা ট্যুর দিয়ে অনেক জায়গায় যেতে পারলেও দেখা যায় পড়াশোনার চাপে সময় খুব একটা হয়ে উঠে না। তবুও সেমিস্টার ফাইনাল শেষ করে আমরা অনেক স্থানে ট্যুর দিয়ে থাকি।

তবে আমাদের প্রতিবার ট্যুরে গিয়ে যে সকল সমস্যা গুলোতে প্রতিনিয়ত পরতে হয়। আমাদের দেশের ট্যুরিস্ট স্পট গুলোতে ঘুরতে গেলে দেখা যায় সেখানকার সকল পন্যের মুল্য অতিমাত্রায় বৃদ্ধি। একটা কিছু কিনতে নিলেও পন্যের স্বাভাবিক মুল্যের থেকেও আকাশচুম্বী দাম দিয়ে কিনতে হয়। এছাড়াও যদি আমরা খাওয়ার দিকে দেখি এদিকেও তারা সিন্ডিকেট করে সবাই একই ভাবে সবার থেকে বেশি বেশি দাম রাখেন। আবার দেখা যায় রুম নিতে গেলে তো কথাই নেই এতো পরিমান টাকা নেয় এরা। বাসার কোয়ালিটি একটু ভালো হলে আমাদের অনেক বেশি টাকা দিতে হয় মাত্র এক রাতের জন্যে। অথচ দেখা যায় বাহিরের দেশ গুলোতে যারা ট্যুর দিয়ে থাকেন আমাদের দেশের তুলনায় অনেকটাই ভিন্ন। থাকা খাওয়াতে এতো টাকা যায় না। তুলনামূলক অনেক কম খরচ হয়ে যায় বড় একটি ট্যুর।

তবে যতো টাকা খরচ হোক না কেনো যারা ট্যুর দিতে ভালোবাসে তারা তো আর খরচ দেখবে না। দেশের অনেক বাইকারা দেখা যায় প্রতিনিয়ত ট্যুর দিয়েই যাচ্ছে। কারন তারা প্রকৃতিকে ভালোবাসেন। আর প্রকৃতিকে ভালোবাসি বলেই আমারও এই ছোট একটি স্বপ্ন আমি বাইক রাইড করবো একদিন। হইতো বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারলে তার থেকে আনন্দের ট্যুর আর হয় না। কিন্তু একটা সময় দেখা যায় সবাই যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়বেন। তাই একটা সময় নিজের একা চলতেই শিখতে হবে।

20220902_174416.jpg

Sort:  

আমাদের দেশের প্রকৃতি সুন্দর হলেও কিছু মানুষের মন সুন্দর না,তারা অযথাই অনেক সুন্দর জিনিসকে বিষাক্ত করে তুলে।অনেকেই জন সাধারণকে ফাঁদে ফেলে নিজেদের স্বার্থ হাসিল করে নেয়।

তবু দেশকে ভালোবাসি, কারণ দেশটাতো আমার।

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL