এশিয়া কাপে প্রথম দল হিসেবে সুপার ফোরে পা দিলো আফগানিস্তান।। 🏏

in BDCommunity2 years ago

চলছে ক্রিকেট দুনিয়াতে এশিয়া কাপের ১৫ তম আসর। শুরু হয়ে গিয়েছে এশিয়া মহাদেশের ক্রিকেট দল গুলোর শ্রেষ্ঠত্বের লড়াই। কে হবে এশিয়ার শ্রেষ্ঠ দল? এশিয়া কাপের সবচেয়ে সফল দল হচ্ছে ভারত। ১৪ টা এশিয়া কাপের মধ্যে ৭ টাই তাদের দখলে। শ্রীলংকা জিতেছে ৫ টা আর পাকিস্তান জিতেছে ২টা। এখন দেখার অপেক্ষা এইবারের এশিয়া কাপ কার হাতে ওঠে।

এশিয়া কাপের ৩টা ম্যাচ এখন পর্যন্ত হয়ে গেছে। আর আজকে হচ্ছে চতুর্থ নম্বর ম্যাচ, ভারত vs হংকং। চার ম্যাচের মধ্যে আফগানিস্তানের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গিয়েছে। ২টা ম্যাচের মধ্যে ২টা তেই জয় লাভ করেছে আফগানরা। প্রথম ম্যাচে শ্রীলংকার সাথে জয়, তাও আবার বিশাল ব্যাবধানে। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ১০৬ রানে টার্গেট দেয় লংকানরা। আফগানিস্তানের বোলিং দাপটে নাজেহাল অবস্থায় পরে লংকান ব্যাটসম্যানরা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে জয় লাভ করে আফগানরা। তাও আবার মাত্র ১০ ওভারে। ১০ অভার হাতে থাকতেই জয় ছিনিয়ে নেয় আফগানরা।

আবার আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচটি ছিল বাংলাদেশের সাথে। এই ম্যাচেও আফগানিস্তানের বোলিং দাপটে ২২ গজের মাঠে দাড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। রশিদ খান, মুজিবের বোলিং দাপটে নাজেহাল অবস্থা হয়ে পড়ে বাংলাদেশী ব্যাটসম্যানদের। পাওয়ার প্লে তেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। পরে মুসাদ্দেক আর মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে রানের খাতা আগায় বাংলাদেশের, আফগানিস্তানকে ১২৮ রানে টার্গেট দেয় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিকে বোলিং দিয়ে আফগানিস্তানকে আটকানোর চেষ্টা করলেও পরে ইব্রাহিম ও নজিবুল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে হেসে খেলে জিতে যায় আফগানরা। সেটাও আবার ৯ বল হাতে রেখে ৭ উইকেটে জয় পেয়ে যায় তারা।

আফগানিস্তান ক্রিকেট দল টি টোয়েন্টি রাঙ্কিংয়ে ১০ নম্বর টিম। টি টোয়েন্টতে ১০ নম্বর দল হয়ে এমন ভালো খেলা সত্যি প্রশংসার দাবিদার। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশ যতটা যুযোগ সুবিধা পায়। ওইদিকে আফগানিস্তান তাদের ক্রিকেট বোর্ড থেকে তেমন একটা সুযোগ সুবিধা পায় না। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের ক্রিকেট খেলা এক পর্যায়ে বন্ধই হয়ে গিয়েছিল। কিন্তু তারা এত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকা সত্বেও টি টোয়েন্টিতে তারা অনেক ভালো পারফর্ম করছে। এদিকে বাংলাদেশের দল গুছাইতেই বছরের পর বছর লেগে যাচ্ছে। বাংলাদেশ এখনও খেলা শিখতেছে।

আফগানিস্তানের প্রথম দুই ম্যাচ দেখে বোঝার আর বাকি থাকে না, এবার এশিয়া কাপে যেকোনো অঘটন ঘটাতে সক্ষম তারা। ব্যাটিং বোলিং দুই দিকেই ভালো করছে তারা। এবারের এশিয়া কাপে সুপার ফোরেও তারাই প্রথম পা দিয়েছে। এবার এশিয়া কাপে ফাইনালও খেলতে পারে এই আফগান ক্রিকেট দল। টি টোয়েন্টিতে পুরাই অপ্রতিরোধ্য এই আফগান ক্রিকেট দল। যে কোনো শক্তিশালী দলকে হারাতে সক্ষম তারা।

344133.4.jpg
IMG

Sort:  

টি-২০ তে যোগ্য দল হিসেবেই তারা সুপারে সবার আগে পা দিয়েছে, তাতে সন্দিহান হবার কিছু নেই। এই ফরমেটে যা যা প্রয়োজন সবই তাদের ঝুড়িতে রয়েছে তা বলাই যেতে পারে।

হ্যা আসলেই। এবার এশিয়া কাপে যে কোনো দলের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে এখন আফগানিস্তান।

Congratulations @imam-hasan! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You have been a buzzy bee and published a post every day of the month.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out the last post from @hivebuzz:

Be ready for the 9th edition of the Hive Power Up Month!
Hive Power Up Day - September 1st 2022
Support the HiveBuzz project. Vote for our proposal!

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL