আজ টিম টাইগার্সদের প্রথম ম্যাচ।। বাংলাদেশ vs আফগানিস্তান।।

in BDCommunity2 years ago

টি-টুয়ান্টি বিশ্বকাপের পর দক্ষিণ এশিয়ার ক্রিকেট টিম গুলোর জন্য সব চেয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট হল এশিয়া কাপ। এশিয়ার প্রতিটা দলেই তাদের শ্রেষ্ঠত্বের প্রমান দেওয়া জন্য এশিয়ার সেরা হওয়ার জন্য মুখিয়ে থাকে। আর সেই ভাবে বাংলাদেশের কাছেও বিশেষ কিছু এশিয়া কাপের এই টুর্নামেন্ট।

সদ্য শুরু হওয়া আরব আমিরাতে এশিয়া কাপের প্রথম রাউন্ডে প্রথম ম্যাচ খেলতে নামবে আজ বাংলাদেশ টি-টুয়ান্টি দল। সাকিবের নেতৃত্বে আফগানিস্তানের বিপক্ষে আজকে রাতে মাঠে নামবে বাংলাদেশ৷ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক টা ভাবনারই বটে।

কেননা তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হেসে খেলে হারিয়েছেন তারা। শ্রীলঙ্কার মতো দলকে তারা ১১০ পার হতেও দেয়নি৷ আর সেই রানও তারা খুব সহজেই তাড়া করে ফেলে মাত্র ১০ ওভারে৷ এক কথায় শ্রীলঙ্কাকে কোনো পাত্তাই দেয়নাই আফগানিস্তান।

আর এই ফরমেটে আফগানিস্তান বরাবরেই ভালো দল। বোলিং ডিপার্টমেন্টে আফগানিস্তানের লাইনআপ বিশ্বসেরা। তাছাড়া তাদের দলে মুজিব রশিদ খানের মতো বলার রয়েছে। যারা বর্তমান বিশ্বের সেরা স্পিন বোলার। যে কোনো দলকেই ভয় ধরিয়ে দিতে পারে আফগানিস্তান ।
তাছাড়া তাদের দলের অনেক খেলোয়াড়েই বিভিন্ন দেশের টি-টুয়ান্টি টুর্নামেন্ট খেলে থাকেন। যার ফলে তারা এই ফরমেটে ভালো অভিজ্ঞও বটে।

তাই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা মানে হার জিত অনেক টা অনিশ্চিত থাকে৷ কারন দুই দলেরই জয়ের সামর্থ্য আছে জয় চিনিয়ে নেওয়ার জন্য৷ দুই দলের জয়ের পরিসংখ্যানে বাংলাদেশের থেকে এগিয়ে আফগানিস্তান। বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে তাদের ৫ জয়।

ভয়ংকর আফগানিস্তানের সামনে বাংলাদেশ অনেক টাই এলোমেলো। কারণ বাংলাদেশের টি-টুয়ান্টি ফরমেটে পারফরম্যান্স বরাবরই ভরাডুবি।তারপরেও সব ভুলে নতুন শুরুর অপেক্ষাই বাংলাদেশ৷ সাকিব অল হাসান কে অধিনায়কত্ব দেওয়া পর থেকেই বাংলাদেশ টি-টুয়ান্টি দলটাকে অনেক টা আত্মবিশ্বাসী মনে হচ্ছে।

সাকিবের হাত ধরেই দলে ডাক পেয়েছেন সাব্বির রহমান৷ তাছাড়া দলটাও অনেক টা ভারসাম্য মনে হচ্ছে৷ সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মোস্তাফিজ, তাসকিনের হাত ধরে বাংলাদেশ ভালো কিছুই করবে সেটাই প্রত্যাশা বাংলাদেশী সমর্থকদের। আর সেই জন্য আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচ জিতে নিজেদের শুরুটা ভালো করতেই চাইবেন তারা।

আমারও বিশ্বাস সাকিবের নেতৃত্বে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। এবং আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ সেই বিশ্বাস আমার। এবং বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা রইলো।

2534387-afg-vs-ban.jpg
IMG