কাতার বিশ্বকাপে টিকেটের চাহিদার শীর্ষে মেসির আর্জেন্টিনা।

in BDCommunity2 years ago

কাতারে ফুটবল বিশ্বকাপের আমেজ সারা পৃথিবী জুড়েই ছড়িয়ে পরেছে। বিশ্বকাপ নিয়ে কাতারে আয়োজনের কোনো কমতি নেই। হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য যত কিছু প্রয়োজন সব কিছুই করে যাচ্ছে কাতার।

তবে আয়োজনের দিক দিয়ে বিগত বিশ্বকাপ গুলোকেও যেন ছাড়িয়ে যাচ্ছে কাতারের বিশ্বকাপ। সুন্দর সুন্দর জাদুকরী স্টেডিয়াম নির্মাণ আর সাজসজ্জা, খেলোয়াড় আর টিম ম্যানেজমেন্টদের থাকার জন্য অত্যাধুনিক সব নান্দনিক হোটেল আর রিসোর্ট । স্টেডিয়াম গুলোকে কেন্দ্র করে যেন নতুন নতুন শহর গড়ে উঠেছে।

বাইরের দেশ থেকে যারা খেলা দেখতে আসবেন তাদের জন্যও অনেক সুন্দর সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে৷ যা দর্শকদের বাড়তি আকর্ষনের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। অলরেডি বিশ্বকাপের গননা শুরু হয়েছে যার জন্য বিশাল আয়োজনের ব্যবস্থা করা হয়েছে ।

আর সেই বিশ্বকাপে যখন মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পেরা খেলবেন তখন তো বলাই যায় দর্শক চাহিদার সব বিশ্বকাপকে ছাড়িয়ে যাবে৷ অলরেডি সেটারই ইঙ্গিত দিয়ে দিলো গ্রুপ পর্বের টিকিট বিক্রির হিরিক দেখে। ম্যাচ গুলোর টিকিট ছাড়ার সাথে সাথেই যেন বিক্রি হয়ে যাচ্ছে।

আর সেই সব দল গুলোর মধ্যে সবাইকে ছাড়িয়ে আর্জেন্টিনা ম্যাচের টিকেটের চাহিদা সবচেয়ে বেশি।
এই বিশ্বকাপের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে যে ম্যাচের সেটা হলো আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচ৷ তার পরে যে দ্বিতীয় স্থানে রয়েছে সেটাও আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচ। দুই ম্যাচেরই সব টিকিট বিক্রি হয়ে গেছে অলরেডি।

আর্জেন্টনা ম্যাচের টিকেটের চাহিদা বেশি থাকার অনেক গুলো কারনেই রয়েছে৷ আমার কাছে সবচেয়ে বড় কারন হলো সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির শেষ বিশ্বকাপ এটা। মেসি ভক্তরা যে তাকিয়ে আছেন তার হাতে একটি বিশ্বকাপের শিরোপা দেখতে। মেসির সেই আক্ষেপ গুছানোর শেষ সুযোগ এটাই কাতার বিশ্বকাপ।

তাছাড়া সম্প্রতি আর্জেন্টিনা রয়েছে অসাধারণ ফর্মে। দুই দশকের শিরোপা কড়া কাটিয়ে গত বছরেই ঘরে তুলেছেন কোপা আমেরিকার শিরোপা। এর পর আবার ইতালির সাথে ফিনোলোসিমাও জিতে নিয়েছে আর্জেন্টিনা। সেখানে ইতালিকে কোনো পাত্তাই দেয়নি আর্জেন্টিনা। সেই দলটাই আবার ৩৩ ম্যাচ ধরে অপরাজিত। ২০১৯ সালের কোপা আমেরিকায় ব্রাজিলের সাথে হারার পর আর কোনো ম্যাচেই হারেনি এই দলটা।

যার ফলে এই বিশ্বকাপেও হট ফেভারিট হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছে আর্জেন্টিনা। তাই তো দর্শক চাহিদার শীর্ষেও আর্জেন্টিনা ম্যাচের টিকিট৷ আর মেসি, ডি-মারিয়ারা ও হয়তো চাইবেন তাদের শেষ সুযোগ টা কাজে লাগাতে৷ তবে তাদের সেই স্বপ্ন সত্যি হয় কিনা সেটাই দেখার বাকি এখন।

8f5ea785498241ef86064bc29809b5b8.jpeg
IMG

Sort:  

আর্জেন্টিনার ম্যাচের টিকেট বেশি কাটছে মানে হচ্ছে আর্জেন্টিনাকে সাপোর্ট করবে বলেই,এখন আর্জেন্টিনা তাদেরকে হতাশ না করলেই হয়।অন্য সব কিছু বাদ,অন্তত শুধু মেসির জন্য আর্জেন্টিনার এই বিশ্বকাপটা জিতা অপরিহার্য, সময়ের দাবি।

হ্যা। মেসির এই একটা জিনিসই অপূর্ণ রয়েছে। বিশ্বকাপ ট্রফি।