এশিয়া কাপে ভারতকে হারিয়ে ফাইনালের দ্বার প্রান্তে এখন শ্রীলংকা। 🏏

in BDCommunity2 years ago (edited)

চলছে এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরের হাড্ডাহাড্ডি লড়াই। এশিয়া কাপের ১৫ তম আসরে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিয়েছিল ছয় দল। গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে দুই দল, বাংলাদেশ এবং হংকং। এখন সুপার ফোরে লড়াই করছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা। সুপার ফোরে সব দলের সাথে একবার করে দেখা মিলবে সবার। একটা দলের তিনটা করে খেলা থাকবে মোট ছয়টা খেলা হবে। এর মধ্যে যে দুই দল পয়েন্টের দিক দিয়ে এগিয়ে থাকবে তারাই খেলবে এবার এশিয়া কাপের ফাইনাল।

এখন পর্যন্ত সুপার ফোরে খেলা হয়ে গেলো তিনটা ম্যাচ। বাকি আছে তিনটা ম্যাচ। আর আজকের ম্যাচে ভারতকে হারিয়ে সুপার ফোরের পয়েন্ট টেবিলে এক নম্বরে এখন টিম শ্রীলংকা। দুই ম্যাচের দুইটাতে জিতে সুপার ফোরের এক নম্বর দল শ্রীলংকা। আর দুই ম্যাচের দুইটাতেই হেরে তিন নম্বর দল ভারত। সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে হারের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার সাথে হেরে এশিয়া কাপ থেকে বাদ পড়ল ভারত। এশিয়া কাপের হট ফেভারিট দল এখন হিসাবের বাইরে। আর এশিয়া কাপে যে দলকে হিসাবেই ধরা হয় নাই তারাই এখন খেলবে এশিয়া কাপ ফাইনাল। এটাই হচ্ছে ক্রিকেট, গোল গুটির খেলা। কখন কি হয়ে যায় বলা যায় না।

সুপার ফোরের তৃতীয় নম্বর ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকার ক্যাপ্টেন শানাকা। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারে ২ উইকেট হারায় ভারতীয়রা। প্রথমে ৭ বলে ৬ রান করে আউট হয় রাহুল পরে ৪ বলে শূন্য রানে আউট হয় বিরাট কলি। প্রথম দিকে ভারতের অবস্থা খারাপ থাকলেও দলের হাল ধরে নেন দলের অধিনায়ক রোহিত শর্মা। টি টোয়েন্টি ক্যারিয়ারে ২৮ তম ফিফটি তুলে নেন এই হিটম্যান। এরপর ৪১ বলে ৭২ করে আউট হয় রোহিত শর্মা। তখন দলের সংগ্রহ ছিল ১২ ওভার ২ বলে ১১০ রান ৩ উইকেট। রোহিত শর্মা আউট হওয়ার পর আবার দলের রান রেট কমতে থাকে। পরে খেলা শেষে শ্রীলংকাকে ১৭৪ রানে টার্গেট দেয় ভারত।

FB_IMG_1662492781279.jpg
IMG

জবাবে ব্যাট করতে নেমে লংকান দুই ওপেনার নিসাঙ্কা ও কুশল মেন্ডিস ১১ ওভারে ৯৭ রানের পার্টনারশিপ করে আউট হয় নিসাঙ্কা। এর মধ্যে ৩৭ বলে ৫২ রান করেন নিসাঙ্কা। এরপর একে একে ৪ উইকেট পড়ে যায় লংকানদের। এরমধ্যে কুশল মেন্ডিসও আউট হয়ে যায় ৫৭ রান করে। হঠাৎ করে তখন বিপর্যয়ে পরে যায় লংকানরা। এরপর আবার ভানুকা রাজাপাকসে ও শানাকা খুব ঠাণ্ডা মাথায় দলের হাল ধরেন। ভানুকা রাজাপাকসে ১৭ বলে ২৫ ও শানাকা ১৮ বলে ৩৩ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় তারা। ১৮ বলে ৩৩ রান ও ২ ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন লংকান ক্যাপ্টেন শানাকা। ভারতকে ৬ উইকেটে হারিয়ে শ্রীলংকা এখন এশিয়া কাপ ফাইনালের দ্বার প্রান্তে।

FB_IMG_1662493109112.jpg
IMG

ক্রিকেট খেলা একটা বড়ই অনিশ্চয়তার খেলা। কখন কোন দল কার কাছে হেরে যাবে বলার উপায় নেই। আর টি টোয়েন্টি ফরমেট মানে তো আরো হাড্ডাহাড্ডি লড়াই। যেকোনো সময় খেলার মোড় ঘুরে যেতে পারে যে কোনো দলের।

এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে শ্রীলংকার বিশাল ব্যাবধানে হারের পর শ্রীলংকা দলকে সবাই রেখেছিল গণনার বাইরে। কিন্তু সেই আফগানিস্তানের সাথে শ্রীলংকার আবার দেখা হলো সুপার ফোরে। তখন আর সেই আগের ভুল টা করেনি লংকানরা। ঠিকই আবার ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেট হাতে রেখে জয় পায় লংকান দল। আবার ভারতের মত শক্তিশালী দলকে হারিয়ে তারা এখন স্বপ্ন দেখছে ফাইনাল খেলার।

FB_IMG_1662492952416.jpg
IMG