এ যাত্রায় বেঁচে গেলাম

in BDCommunity4 years ago

কয়দিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। এখনো বাসের টিকিট পায়নি কি হবে বুঝতে পারছিনা। সুমনা সকালে কল করে বলল ঢাকায় যেতে হলে ট্রেনে যেতে হবে তা ছাড়া আর কোন উপায় নেই।

train-2593687_1280.webp

source

আমি মাকে জিজ্ঞেস করে সুমনাকে ট্রেনের টিকেট কাটতে বললাম। সুমনার মামা ট্রেনের টিকেট কাটতে স্টেশনে গেল। গিয়ে দেখল ঢাকা অব্দি কোন সিট পাওয়া যাচ্ছে না।কিন্তু যমুনা সেতু পর্যন্ত চারটি সিট পাওয়া যাবে। তাই আর কোন উপায় না পেয়ে এই চারটি সিট নেওয়া হল। এদিকে মা আমার প্রতি রেগে আছে। যমুনা সেতুর পর কিভাবে ঢাকায় যাবো এটা নিয়েই বাসায় রাগারাগি করছে।

তবে একটা মজার কথা বলি, এবার নিয়ে দ্বিতীয়বারের মতো আমি ট্রেনে যাতায়াত করব। এটা ভেবেই আমি খুব খুশি। সময়মতো ট্রেন আসে না বলেই মা ট্রেনে যাতায়াত করতে পছন্দ করে না। সন্ধ্যা ৭ টায় ট্রেন ছাড়বে। আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে প্রায় দেড় ঘন্টার মত সময় লাগে। তাই ৫.৩০ মিনিটেই বাড়ি থেকে রওনা হই। স্টেশনে গিয়ে দেখি সুমনা আগেই চলে এসেছে।

একটু পরেই দেখি ফয়সাল, মারুফ, জুই এরাও স্টেশনে আসলো। তার মানে আমরা একসাথে ট্রেনে যাচ্ছি। কিন্তু টিকিটে দেখলাম ওদের সিট অন্য বগিতে।

হঠাৎ কে যেন বলল ট্রেন আসতে দেরি হবে একথা শুনেই মা আরো রেগে গেল। কিছু আর করার নেই, তাই আমরা সবাই মিলে একটা হোটেলে গিয়ে চা সিঙ্গারা খাচ্ছিলাম। ৮ টা বেজে গেল এখনো ট্রেন আসছে না।পরের দিন সকালে পরীক্ষা ঠিকমতো ঢাকায় পৌঁছাতে পারবো কিনা বুঝতে পারছি না। অনেকেই তাই এখন বই খুলে পড়তে শুরু করলো। আর আমি এফএম রেডিওতে গান শুনছি। রংপুরের এফএম রেডিওতে অনেক ভালো গান প্লে করে।

আরে দশটা পার হয়ে গেল আমার তো ভীষণ ঘুম পাচ্ছে। কি একটা বাজে অবস্থা এখনো ট্রেন আসছে না এরমধ্যে ট্রেনের ঝিকঝিক শব্দ শুনতে পেলাম। তাই দাঁড়িয়ে সামনের দিকে হাটতে লাগলাম। কিন্তু এটা আমাদের ট্রেন ছিল না এই ট্রেন সৈয়দপুরে যাবে। আমাদের আন্তঃনগর এক্সপ্রেসে টিকিট কাটা ছিল। এদিকে দেখি অনেক মানুষই স্টেশনের ফ্লোরে শুয়ে পড়েছে।
এরা আমাদের মত সাধারণ জীবন -যাপনকারী মানুষ নয়। এরা অনেক কষ্ট করে দিনযাপন করে। আর কোথাও থাকার জায়গা না পেয়ে রাতেই স্টেশনে এসে থাকে। ভোর হলেই আবার কাজের সন্ধানে ছুটতে ব্যস্থ হয়।

অবশেষে ১২ টার পর আমাদের ট্রেনটি আসলো। আমি, মা আর সুমনা বগিতে সিট খুঁজে বসে পড়লাম। তবে আমাদের চারজনের মুখ দেখলেই বুঝা যাচ্ছে কোথাও চুরি করতে গিয়ে ধরা পড়েছি। কেননা একটা টেনশন মাথায় ঘুরপাক খাচ্ছে যমুনা সেতুর পর কিভাবে আমরা ঢাকায় যাব। আর আমি বিরবির করে বলতে লাগলাম -যা হবে দেখা যাবে আমি ট্রেন থেকে নামবো না। দরকার হলে দাঁড়িয়ে যাবো। একটু পর মায়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। কিন্তু চিপসওয়ালা মামা এদিক দিয়ে অন্য বগিতে যাচ্ছিল তাই শান্তিতে ঘুমাতে পারলাম না।

প্রায় ৪ টার দিকে চোখ মেলেই জানালার দিকে তাকিয়ে দেখি হালকা কুয়াশায় চারদিক সবুজে ভরপুর। আবার ধান ক্ষেতে একটি কাকতাড়ুয়া দেখতে পেলাম দুই হাত সোজা করে দাঁড়িয়ে আছে। আরে কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতু পৌঁছে যাব। এখন কি হবে!! আমি মনে মনে দোয়া করছিলাম এই সিটির যাত্রীরা যেন না আসে। যমুনা সেতু পার হলাম কিন্তু কেউ আসলো না। যাক ভালই হল এখন শান্তিতে ঢাকায় যেতে পারবো কিন্তু আমাদের টিকিট যমুনা অব্দি কাটা ছিল। তাই সুমনার মামা টিটির সাথে কথা বলে ঢাকা অব্দি টিকিটের ব্যবস্থা করলো আমরা টিটিকে ১৮০০ টাকা এক্সট্রা দিলাম। এটা ঠিক না তবে আমাদের আর কোন উপায় ছিল না। টিটি একটি স্টেশন থেকে যমুনা টু ঢাকার টিকেট এনে দিল।

১০:৩০ এ আমরা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই। অনেক ভালোই লাগছিলো ট্রেনে ভ্রমণ করে পেরে । এভাবেই আমাদের এই যাত্রা সমাপ্তি হয়।

আমার মনে হয় আপনাদেরও এরকম মজাদার ভ্রমনের গল্প আছে। আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন।

আমি নিহা। বর্তমানে বি.বি.এ ৩য় বর্ষে পড়ছি।আশা করছি আমার লেখাটি আপনাদের ভালো লাগবে।

20200608_115836-3.gif

Sort:  

Congratulations @niha! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You made more than 50 comments. Your next target is to reach 100 comments.
You published more than 50 posts. Your next target is to reach 60 posts.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @hivebuzz:

The Hive community is in mourning. Farewell @lizziesworld!
Support the HiveBuzz project. Vote for our proposal!

I remember my admission time! I had some bad and good memories of the admission test. Tense moments though, family pressure, career, and the future all those things came to the mind.

To be honest, the days are very bad during admission. I also had a very bad condition. At one time I would not go out of the house. But after all, a good time comes in my life.

The society, the culture we have always given us a hard time, but life goes on. And here we are, living and alive. Life is a beautiful garden, where some good and also some bad things are there, so cheers and enjoy your life. Forget the past and move on.

Tienes razón. Tenemos una vida mucho mejor. Por lo tanto, sería mejor disfrutar de la vida sin perder el tiempo.😅😅😅

You're right. We have a much better life. Therefore, it would be better to enjoy life without wasting time.

😂😂😂 Nice try, but I have Google Mama. Cheers!

😎😎😎😎

🏆....I saw the one you wrote before! Smile good for you though... 😅😅

টিটিকে এভাবে টাকা দেওয়াটা উচিত নয় কিন্তু মাঝেমাঝে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে এরকম করতে হয়। সুন্দর লেখনি।

হ্যা অনেক সময় পরিস্থিতি আমাদের অনুকূল থাকে না তাই অনিচ্ছাকৃত হয়ে অনেক কিছুই করতে হয়।

Thanks for sharing your experience with us!
TIBLogo

You have been curated by @hafizullah on behalf of Inner Blocks: a community encouraging first hand content, and each individual living their best life. Come join the Inner Blocks Community , and check out @innerblocks! #lifehappening

ট্রেনে অনেক ভ্রমণ করেছি। একবার রাজশাহী হতে সৈয়দপুরে আসার জন্য রাত দুটাই নাটোর হতে ট্রেন ধরার কথা ছিল।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ট্রেন আসলো সকাল ৭ টায়। সারা রাত স্টেশনের এদিক ওদিক আর মশার কামড়। ভাগ্যিস আরো ৩ জন ছিল সাথে।

এটাই একটা সমস্যা সময় মতো ট্রেন আসে না। এবার ফ্রেন্ডা মিলে প্লান করছি টিকেট ছাড়াই ভ্রমণ করবো 😁😁😁😁😂

আমার বাবা রেলে চাকুরী করতেন। তারপরেও এক দুবার বাদে টিকিট কেটেই যাই। আর রেল জার্নিটাই আমাকে ভালো লাগে।।

হ্যা ট্রেন জার্নিটা আসলেই আনন্দ দায়ক ।।।।

 4 years ago (edited) 

Amar train e vromon chottogram porjontoi shimaboddho. Shovon Chair er mukhomukhi seat gulay boshe card khelte khelte rat shesh.. Jibone pothom pahar dekhechilam train ei Shitakundo te. Modhu makha sheshob shomoy..

Onek shundor likhechen. :)

ধন্যবাদ 😊।
আমি শুধু ট্রেনে ২ বারই ভ্রমণ করেছি তাই সিট খুঁজতে অনেক সময় লাগে। একবারতো আমাদের সিট এ অন্য যাত্রী বসে ছিলো। ফ্রেন্ডরা অনেকক্ষণ তাদের সাথে কথাবার্তা বলার পর সিটে বসতে পারছিলাম।

Ki bujhe ekbar mail train e uthechilam.. 7 ghonta dariye dariye jaoa lagse. :(

😂😂😂😂😂😂 tokhon daray gechilen dekhe akhono mone ache.

story ta sundor .. pore valo laglo

Thanks....

This post earned a total payout of 12.008$ and 6.004$ worth of author reward that was liquified using @likwid.
Learn more.