এ অরফান বয়

in BDCommunity4 years ago

তোমার নাম কি বাবু?

  • রহমান,
  • বাহ, ভারী মিষ্টি নাম তো। কিসে পড়??
  • মাদ্রাসায়। আচ্ছা, তোমার নাম কি??
  • হা হা হা, আমি রুদ্র ৷

তুমি কোন ক্ল্যাস এ পড়??

  • এবার ক্ল্যাস থ্রি তে উঠবো।
    তোমার বাবার নাম কি???
    বাবা??!!!!
    হ্যা, তোমার বাবা কি করেন??
  • জানি না তো।
  • কি জানো না??
  • আমার বাবার নাম জানি না।
  • ওমা, এ ক্যামন কথা..!!! বাবার, নাম জানো না???
    তবে এখানে কে এনেছে তোমায়?? কে বা দ্যাখাশোনা করে??
  • হুজুর আমার দ্যাখাশোনা করে। হুজুর খুব ভালোবাসে আমায়। হ্যা, সেটা তো বুঝলাম কিন্তু তোমার বাবা মা নেই??
    জানি না, হুজুর কে জিগায়া আইসা কমু নে।
    ওকে, বলে চলে আসলেও কিছুটা অবাক হলো রুদ্র।

child2612927_1280.jpg
Source

এটাও সম্ভব?!!! কুনু বাচ্চা তার বাবার নাম জানবে না। চিনবে না, এটা হয় নাকি?? এও কি সম্ভব?!?! সব সম্ভব এর এই দুনিয়ায় কতো কিছু জে হতে পারে সেই সম্পর্কে না ওয়াকিফ ছিলো রুদ্র।। জীবন কতো রংের হতে পারে৷ কতোটা রুক্ষই বা হতে পারে, এসব ভাবতে ভাবতেই কেটে গেলো সেদিনের রাত টা৷ রুদ্র একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। অভাব কে খুব কাছ থেকে দেখেছে সে৷ ফ্যামিলির সকলে মিলে লড়াই টাও করে চলেছে এই নীরব শত্রুর বিপক্ষে৷ কিন্তু ক্ষনো ফ্যামিলির বাইরের প্রিথিবী সে কল্পনাও করতে পারে না৷

সে কারনে পিত্রৃহীন একটা শিশুর বেড়ে ওঠা সম্পর্কে তার কুনু ধারনাই নেই। পাথর এ পৃথিবী জে কতোটা নিরমম হতে পারে সে অংক মেলানো বড়ই ভার৷ এতে নিরমমতা খালি বেরেই জায়। হ্রিদয় জেখানে পাথর মন সেখানে মূল্যহীন।

youngcats5046105_1280.jpg
Source

জানি না পরদিন আবার রুদ্রে সাথে রহ্মানের দ্যাখা হবে কি না। তবে রুদ্র জে কঠিন বাস্তব সংসার জীবন দেখেছে, সেটা আরো বেশি কঠিন মনে হতে লাগলো, এই রহমানের সাথে কথা বলে তার। আজ রুদ্রের মনে হলো বিধাতা তাকে অনেক ভালো রেখেছে। অনেক সুখে আছে সে। পৃথিবীটাকে অনেক কমল করে পেয়েছে সে৷ হয়তো রহমানের মতো পরিস্থিতিতে তাকেও পড়তে হয়নি বলেই সে আজ ভালো আছে।

রহমান নিজেও জানে না, সে একজন অরফান বয়৷ রহমান তার অতীত জানে না, জানে না কে তার বাবা, জানে না, কে তার মা। এর চেয়ে কঠিন আর বাস্তব কিই বা হতে পারে?! ‌!??!!!

Sort:  

This post earned a total payout of 5.988$ and 2.994$ worth of author reward that was liquified using @likwid.
Learn more.