আমার শহরের সবজি বাজারের কিছু ছবি........

in BDCommunity3 years ago

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের কুষ্টিয়া শহরের সবজির বাজারের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব।আশা করি সবার ভালো লাগবে।




IMG_20210303_192525_361.jpg

  • দুইটা লোক মাথা বস্তা নিয়ে যাচ্ছে।বস্তাগুলোতে কাচাঁ মরিচ আছে।লোক দুইটা কুষ্টিয়া সবজির বাজারের থেকে বস্তা মাথায় করে গাড়ীতে তুলে দিচ্ছিলেন।এভাবে বস্তাগুলো মাথায় করে নিয়ে যাওয়া অনেক কষ্ট কর।



IMG_20210303_192506_571.jpg

  • এখানে একটা ট্রাক থেকে একজন লোক আলুর বস্তা নামাচ্ছেন।মূলত লোকটা ট্রাকের উপর থেকে বস্তা নিচে থাকা একজন লোকের মাথা তুলে দিচ্ছেন।আর লোকটা মাথায় করে বস্তা নিয়ে যাচ্ছেন।



IMG_20210303_192613_191.jpg

  • একজন লোক পেয়াঁজ, কাচাঁ মরিচ ও রসুন বিক্রয় করছেন।লোকটা কুষ্টিয়া সবজির বাজারে জিনিসগুলো বিক্রয় করছেন।আমি আমাদের ম্যাচের বাজার করতে গিয়ে ছবিটা তুলেছিলাম।



IMG_20210303_192533_352.jpg

  • এটা হলো মাংসের বাজার। এখানে বিভিন্ন ধরনের মাংস বিক্রয় করা হয়।এখানে অনেকগুলো খাসি ছাগলের গা থেকে চামড়া ছিলে ঝুলিয়ে রেখেছেন।এরপর এগুলোকে পিচ পিচ করে কেটে কেজি হিসেবে বিক্রয় করা হবে।



IMG_20210303_192544_842.jpg

  • এটা হলো মাছের আড়ৎ।এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রয় করা হয়।এই মাছের আড়ৎটা অনেক বড়।এখানে সব ধরনের মাছ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়।



IMG_20210303_192456_458.jpg

  • ইনি একজন আলু বিক্রেতা।লোকটা কিছু আলু নিয়ে বিক্রয় করছেন।আলুগুলো কেজি হিসেবে বিক্রয় করা হয়।



IMG_20210303_192448_023.jpg

  • এখানে অনেক টমেটা এক সাথে করে রাখা হয়ে।এগুলো মূলত বিক্রয় করা হয়।টমেটো শালাত হিসেবে ব্যবহার করা হয়।



IMG_20210303_192438_638.jpg

  • এখানে ঝুড়ি ভর্তি আদা রাখা হয়েছে।এগুলো বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য রান্নার মসলা হিসেবে ব্যবহার করা হয়।এগুলো বাজারে চরা মূল্যে বিক্রয় করা হয়।



IMG_20210303_192416_231.jpg

  • এটা হলো একটা মসজিদ।মসজিদটার নাম বায়তুল আমান জামে মসজিদ।মসজিদটা কাটায়খানার মোড়ের উত্তর দিকে অবস্থিত।



IMG_20210303_192428_520.jpg

  • একজন পান বিক্রেতা। লোকটা রাস্তার ধারে বসে পান বিক্রয় করছেন।পান সাধারনত পোন হিসেবে বিক্রয় করা হয়।



ধন্যবাদ।