my life story

in BDCommunity3 years ago (edited)

But when I left my parents' house and went to my husband's house, I was in a daze. Because then there is a new environment. Strangers see a lot of people. And there I have to adapt first. Our men think it's an easy task. What else is there! But another girl may realize how difficult it is for girls.

আমি যখন বাবা মায়ের ঘর ছেড়ে স্বামীর ঘরে যায়, তখন কিন্তু আমি একটা ঘোরের মাঝে ছিলাম । কারন তখন সেখানে একটা নতুন পরিবেশ পায়। একদমই অপরিচিতো অনেক গুলো মানুষকে দেখতে পায়। আর সেখানে আমাকে প্রথমে মানিয়ে নিতে হয়। আমাদের পুরুষরা ভাবে এটা একটা সহজ কাজ। তাতে এমন আর কি! কিন্তু এটা মেয়েদের জন্য যে কতটা কষ্টকর একটা ব্যপার তা হয়তো আরেকটা মেয়েই অনুভব করতে পারে।

Well think about it ??
A girl lives in her father's room in her own room. He wakes up at 9 or 10 in the morning, has breakfast and goes to college or university. Everything is arranged for him at his father's house. Mom takes care of everything. He spends his time like himself. But when the girl goes to her husband's house, she has to adapt to many new people in a completely new environment. Then you have to get up very early and make breakfast for the whole family. You have to learn to adapt to everyone. His 18-year-old routine changed completely. The habits of those 18 years have changed.

আচ্ছা একটু ভাবুন তো?? একটা মেয়ে তার বাবার বাড়িতে নিজের রুমে নিজের মতো করে থাকে। সকাল ৯টা কিংবা ১০টা বাজে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজ কিংবা ইউনিভার্সিটি তে চলে যায়। বাবার বাড়িতে তার জন্য সবকিছু গুছানো থাকে। মা তার সবকিছু গুছিয়ে দেয়। সে নিজের মতো করে সময় কাটায়। কিন্তু মেয়েটা যখন স্বামীর বাড়িতে যায় তখন তাকে সম্পূর্ণ নতুন একটা পরিবেশে নতুন অনেক গুলো মানুষের সাথে তাকে প্রথমে মানিয়ে নিতে হয়। তারপর খুব ভোরে উঠে পরিবারের সবার জন্য নাস্তা তৈরি করতে হয়। সবার সাথে নিজেকে খাপ খাইয়ে চলতে শিখতে হয়। সম্পূর্ণ রুপে বদলে যায় তার ১৮ বছরের সেই চিরচেনা রুটিনটা। বদলে যায় সেই ১৮ বছরের অভ্যাসগুলো।

squarequick_2021113204212251.jpg

Well tell me ??
Can you change my 16-year-old habits in eighteen days if you want? Well, leave me alone. As a boy, think about how you can change your 20-year-old habits in 20 days. Do you know the answer - "I can't". Just because we are girls, it is not possible for any human being to suddenly change so much. Yes, people have to adapt to many things in a changing life. But he has to give her a little time to adjust. Standing in his place is to understand his situation a little.

আচ্ছা বলুন তো?? আমার ১৮ বছরের সেই চিরচেনা অভ্যাসগুলো আপনি চাইলে কি আঠারো দিনেই বদলে ফেলতে পারবেন? আচ্ছা আমার কথা বাদ দিন। একটা ছেলে হয়েই ভাবুন আপনার ২০ বছরের অভ্যাসগুলো আপনি কি ২০ দিনেই বদলে ফেলতে পারবেন? উওরটা কি জানেন - "না পারবো না"। শুধুমাএ আমরা মেয়েরা কেন, কোন মানুষের দ্বারাই হঠাৎ করে এতোটা পরিবর্তন হওয়া সম্ভব না। হ্যাঁ মানুষ পরাবর্তনশীল জীবনে তাকে অনেক কিছুর সাথে মানিয়ে নিতে হয়। কিন্তু মানিয়ে নেওয়ার জন্য তাকে একটু সময় দিতে হয়। তার জায়গায় দাঁড়িয়ে তার অবস্হাটা একটু বুজতে হয়।

So you can't change my 18 year old habits in 18 days if you want. And this desire is also a kind of selfishness. So give the girl who has come to your house your wife or your son's wife a little time to adjust to you. Adapt to your family. Try to understand him a little bit. We have left our parents, we have left the people close to us. Now adjust yourself to every person in your family again

তাই আমার ১৮ বছরের সেই অভ্যাসগুলোকে আপনি চাইলে ১৮ দিনে বদলে ফেলতে পারবেন না। আর এই চাওয়াটাও এক ধরনের স্বার্থপরতা। তাই আপনাদে ঘরে আপনার স্ত্রী হয়ে কিংবা আপনার ছেলের বউ হয়ে যে মেয়েটা এসেছে তাকে একটু সময় দিন আপনাদের সাথে মানিয়ে নিতে। আপনাদের পরিবারের সাথে মানিয়ে নিতে। তাকে একটু বুজতে চেষ্টা করুন আমরা আমাদের বাবা - মা কে ছেড়ে এসেছি, কাছের মানুষগুলোকে ছেড়ে এসেছি।ছোট বেলা থেকে বেড়ে উঠা সেই পরিবার, পরিবেশ সবকিছু ছেড়ে এসেছি। এখন আবার আপনাদের পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে নিজেকে মানিয়ে

FB_IMG_16096113974247551.jpg

I hope all of you will support me and encourage me to work, I will always try my best to give a good blog.

Thank you all for visiting my page and giving your nice support

Sort:  

Congratulations @santa40440! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 10 upvotes.
Your next target is to reach 50 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out the last post from @hivebuzz:

Feedback from the March 1st Hive Power Up Day