কলা থেকে কলকাতা

in BDCommunity2 years ago

ঘটনাতো ঘটে একটা কিন্তু মানুষ যখন সেটা বর্ণণা করে তখন একটা ঘটনা হয়ে যায় অনেকগুলো ঘটনা।কারণ একেকজন একেকটা ঘটনা একেকভাবে বর্ণণা করে।অতি পরিচিত একটা উদাহরণ দেওয়া যেতে পারে,একজন লোক কোনো কাজে আগরতলা গেলো,পরে প্রচার হয়ে গেলো কোনো এক খাটেরতলায় সে ধরা পড়েছে।কথাটাতো এটা ছিলো যে,সম্রাট জাহাঙ্গীর বিপদে ভাঙিয়া পড়িতেন না।কিন্তু সেটা কেউ একজন বর্ণণা দিয়েছে এভাবে যে,সম্রাট জাহাঙ্গীর বিপদে জাঙিয়া পড়িতেন না।আসলে আমাদের আশপাশে তাকালে এমন বিষয় প্রায়ই দেখা যায়।একি ঘটনার তিনচার জন প্রত্যক্ষদর্শী, তাদের কাছে ঘটনার বর্ণণা শুনতে চাইলে দেখা যাবে একেকজন একেকরকম বলছে।

এই ধরা যাক,আজ মেডিকেলে কোনো এক ম্যাম আমার অনুপস্থিতে আমার সম্পর্কে কিছু একটা বলছে।তো আমার স্বাভাবিকভাবেই আগ্রহ জাগবে কি বলেছে সেটা জানার জন্য।তো তার জন্য, যারা ঐসময় ঐ জায়গায় উপস্থিত ছিলো, যেখানে ম্যাম আমার কথা বলেছে, সেসব মানুষের শরণাপন্ন হলাম,যারা আমারই সহপাঠী।প্রথম এক জনের কাছে জিজ্ঞেস করলাম,সে এক ধরনের বর্ণনা দিলো,কিন্তু তেমন বিশ্বাস না হওয়াতে আরেকজনের কাছে জিজ্ঞেস করলাম,সে দেখি আরেকটু অন্যভাবে বললো,এভাবে আরও কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম।একেকজন এমনও ছিলো যাদের বর্ণনা আরেকজনের বর্ণনার মধ্যে আকাশপাতাল ব্যবধান।আমিতো খু্বি অবাক হলাম।এক ম্যাম,এক মুখে কথা বলেছে,এটা বর্ণনাতে পার্থক্য হয় কিভাবে!

দুপুর বারোটায় বলা কথা দুপুর দুইটাই যদি এতটুকু পাল্টে যেতে পারে,তাহলে কয়েকদিন পর সেটা কতটুকু পাল্টাবে সৃষ্টিকর্তা যিনি ভবিষ্যতের খবর জানেন তিনি ভালো বলতে পারবেন!

এই যে কথা এভাবে পাল্টে যায় এর কারণটা কি?এর কারণ বিভিন্ন হতে পারে।কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়,ঘটনাটাকে মজাদার,আকর্ষণপূর্ণ,কৌতূহলোদ্দীপক করার জন্য অনেকে নিরামিষ ঘটনায় রং মাখিয়ে আমিষে পরিণত করে।বর্ণনাকারী ভাবে যে, ঘটনাটা যেভাবে ঘটেছে,সেভাবে যদি শুনাই তাহলে শ্রোতা বেশি মজা পাবে না,একটু বাড়িয়ে সুন্দর করে ঘটনাটাকে বলি তাহলে সে বেশি মজা পাবে।এই চিন্তা-ভাবনার কারণে ঘটনাগুলো এভাবে পাল্টে যায়।

যেমন,কোনো জায়গায় স্বাভাবিক একটা বাস দূর্ঘটনা হয়েছে,বাস এসে মোটরবাইকে ধাক্কা মেরেছে।বাইকটা জায়গাতেই দাঁড়ানো ছিলো।কোনো হতাহত হয় নি।কিন্তু এর এক প্রত্যক্ষদর্শী হয়তো তার বাসায় গিয়ে বর্ণণা দিচ্ছে,"আজ রাস্তায় যা দেখলাম,দেখে আমার চক্ষু ছানাবড়া হয়ে গেলো,একটা বাস এসে একটা মোটরবাইকের উপর উঠে গেলো,মোটরচালকতো ঘটনাস্থলেই মারা গেলো,তার শরীর ছিন্নভিন্ন হয়ে গেলো,শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেলো,
আহা বেচারা,যখন তার দেহের উপর দিয়ে বাসের চাকাটা উঠলো তখন তার কি গগনবিদারী চিৎকার,আমার কলিজাটা একদম ফেটে গেলো,উপস্থিত সবাই প্রায় কান্না করে দিলো।বাস চালক পালাতে চেয়েছিলো,কিন্তু সবাই মিলে তাকে ধরে এমন পিঠাপিঠি করলো যে ঐ বেচারাকেও হাসপাতালে ভর্তি হতে হলো ইত্যাদি ইত্যাদি"।এভাবে সে এক বিস্তারিত ঘটনা বর্ণনা দিতে লাগলো,যা শুনে শ্রোতারাতো আবেগাপ্লুত হলো ঠিকই,কিন্তু সত্য ঘটনার সাথে এর কোনো মিল ছিলো না।

আবার অনেকে নিজেকে বড় করার জন্য,নিজের সাথে ঘটা ঘটনাকে বাড়িয়ে বলে,পরিবর্তন করে বলে।কেউ বাসায় এসে তার স্কুলের ঘটনা বর্ণণা দিচ্ছে,"আমাকে আজ এক ম্যাম বলেছে তুমি এই স্কুলের মধ্যে সেরা,তোমার মতো আর একজনও নেই"।অথচ থাকে ম্যাম বলেছিলো,তুমি এই স্কুলের মধ্যে দুষ্টুমিতে সেরা।এভাবেই নিজের সাথে ঘটা লজ্জাজনক ঘটনা হয়ে উঠে গর্বের ঘটনা।

আবার এমনও অনেকে আছে যারা ঘটনাকে ইচ্ছা করে মিথ্যা বলে নিজের কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য।

এমনও হতে পারে,কারো সাথে কারো শত্রুতা আছে,তো সেই ব্যক্তি সম্পর্কে কুৎসা রটনোর জন্য এমন মিথ্যা ঘটনার আবির্ভাব হতে পারে।আবার কোনো দুইজনের মধ্যে সম্পর্ক খারাপ করার জন্য তৃতীয় কেউ এমন বলতে পারে যে,তোমার বন্ধু তো তোমার নামে এমন এমন বলেছে।এভাবে কোনো একটা ঘটনা পাল্টে যায়,আর সত্যিটা চাপা পড়ে যায়।

আমাদের আশপাশে প্রতিনিয়ত ঘটনাগুলো পাল্টে যাচ্ছে,যা আসলেই ঘটছে তা আমরা জানতে পারছি না,নিজের চোখে দেখা আর কানে শোনা ছাড়া এখন কিছু বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে।তবে,আমাদের উচিত যা সত্য তাই বলা,সেটা যতই রূঢ় হোক।

true-false.png

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL