ভাবনার জগত

in BDCommunity4 years ago

ভাবনাগুলোর যেন এখন পরিবর্তন হয়ে গেছে, আমি মনে করি একমাত্র ভাবনাতেই সবকিছু দ্রুত করা সম্ভব । এটার জন্য লাগেনা কোন টাকা পয়সা ,লাগে না কোনো পরিশ্রম, লাগে না কোন কষ্ট, জাস্ট আপনি শুধু ভাববেন তাহলেই হবে। বিষয়টা কিছুটা শুয়ে থেকে চোখ বন্ধ করে থাকার মত । ভাবনা একমাত্র মাধ্যম, যার সাহায্যে আপনি বিনা খরচে স্বল্প সময়ের জন্য নিজের মনকে হালকা করতে পারবেন ।


সকালবেলার ঘুমটা বাসার মধ্যে চিল্লাচিল্লি শুনে ভেঙে গেছে। আমি মহাশয় বড্ড অলস মানুষ,ভাবলাম আশেপাশে ট্রাফিক জ্যাম লাগছে ।এইটা ভেবে আবার চোখ বন্ধ করে ফেললাম, এই চিন্তা করাটা নিতান্তই আপনার মানসিকতার উপর নির্ভর করে, এখন বাসায় চিল্লাচিল্লি হচ্ছে এইটা শুনে যদি আপনিও উঠে সবার সঙ্গে চিল্লাচিল্লি করেন । তাহলে এটা অনেকটা বোকামো হয়ে যাবে, তাই চুপচাপ ভাবলাম যে আশেপাশে ট্রাফিক জ্যাম হচ্ছে এজন্য নিজেকে একটু শক্ত করে রাখলাম এবং ভাবনার ধরনটা একটু পাল্টে ফেললাম ।যাক অবশেষে সুন্দর একটা ঘুম হলো।
যখন পৃথিবী শান্ত ছিল তখন মাঝে মাঝেই বিভিন্ন দোকানে গিয়ে চা খাইতাম, এখন আর পাড়ার দোকানে গিয়ে চা খাওয়া হয় না ।তাই মাঝে মাঝে চেষ্টা করি বাড়িতেই বানিয়ে খাওয়ার জন্য, এতে অবশ্য দুইটা জিনিসের পরিবর্তন হয়েছে আগে বাইরে গিয়ে চা খাইলে অনেক গল্প করার মানুষ পাওয়া যেত আর এখন বাড়িতে যখন চা খাই তখন সাময়িক সময়ের জন্য বাড়ির লোকজনের সঙ্গে গল্প করি এবং ভাবি যে আমি বাহিরের টং দোকানে বসেই চা খাচ্ছি ।
ভাবনার মাঝে অনেক সময় সুখ খুঁজে নিতে হয় ,ধরুন আপনি এই গরমে নিজের ঘরে শুয়ে আছেন এবং ফানের হাওয়ায় নিজেকে ঠাণ্ডা করছেন। তবে চিন্তা করে দেখুন ,আপনি হয়তো গাছ তলাতে বসে হাওয়া খাচ্ছেন ।বিষয়টা নিতান্তই কাল্পনিক তবে এর মাঝে মাঝে মাঝে সুখ খুঁজে পাওয়া যায় ।
ভাবনার জগৎ ভীষণ সুদূরপ্রসারী ,আপনি চাইলে ভাবনায় একদম পৃথিবী রাজা হতে পারেন এবং চাইলে একদম পৃথিবীর সর্ব নিকৃষ্ট ব্যক্তি থেকে শুরু করে ফকির-মিসকিন হতে পারেন। আসলে এই চিন্তা ভাবনা নিতান্তই আপনার ভাবনার উপর নির্ভর করবে।
আমি অবশ্য চেষ্টা করি, আমার নিজের ভাবনার জগৎ টাকে একটু সাবলীলভাবে ভাবার জন্য। কারণ এ জগত টা শুধুই আমার ।তাই চেষ্টা করি একটু ভালো চিন্তা করার জন্য এবং নিজেকে এই কাল্পনিক উপায়ে ভালো রাখতে আমার ভালো লাগে । মাঝেমাঝে মনে হয় এই ভাবনা গুলো ভাবতে যদি টাকা লাগতো, তাহলে পৃথিবীতে সুখী মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যেত। তাহলে মানুষ ভাবনা করাই ছেড়ে দিত । যাই হোক সবার মনে সাবলীল ভাবনার উদয় হোক ।এই কামনাই করি ধন্যবাদ সবাইকে ।
20200622_193149-01.jpeg

Sort:  

ভাবনার জগত নিয়ে ত ভাইয়া আপনি অনেক ভাবেন। :-)
ভাল লিখেছেন ভাইয়া। ভাল লাগলো।

thanks for your compliment.

এই ভাবনা গুলো ভেবে আবার তা লিখার জন্য তাহলে সময় আপনার আছে 😍
ভালো লাগলো পড়ে।ধন্যবাদ শেয়ার করবার জন্য

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

কল্পনায় হাড়িয়ে গেলাম দাদা।

ধন্যবাদ