খেতে দে

in BDCommunity4 years ago

পেট ভরে খাস , আবার লেকচার মারিস । কখনো সাতদিন লাগালাগি না খেয়ে থেকেছিস ! থাকিস নি তো , তাহলে তুই কি বুঝবি ক্ষুধার জ্বালা । ক্ষুধা তো আমার পেটেরে ,যেখানে সেখানে শুয়ে থাকি আর ভাবি এই বুঝি তুই আমাকে খাবার দিল ।


কত সুশীল দেখে বড় হইলাম । আর তুই আসছিস লেকচার দিতে, নাহ্ । এ পাড়াতেই জন্ম আমার , রুপ গুলো কেমন করে বদলিয়ে ফেললি, তা তো এখন দেখলেই বোঝা যায় । নিজের বৃদ্ধ মাকে বেটা সহ্য করতে পারিস না, আর আমাকে খেতে দিবি কেমনে ।
দেশী দেখলে ঘেন্না করে , নাহ্ । আর ফরেন হইলেতো কথাই নাই । লুলুপুত শুলুপুত করে , কোলে তুলে নিয়ে সেলফি হাঁকাও । বাহ্ সুশীল বাহ্ ।
এই লকডাউন এসে তোরা কেমন পাল্টিয়ে গেলিরে । তোদের মাঝে যে দু একজন মানবিক ছিল, সে গুলোরেও আজ খুঁজেই পাওয়া যায় না । তোদের কাছে তো আর বেশি কিছু চাইনা ,সেই একটু উচ্ছিষ্ট খাবার ফেলে দিতি ডাস্টবিনে ওখান থেকে কুড়িয়ে খাইতাম । আজ আর খাবারের দোকান গুলোও খোলে নাহ্ ও তোদের উচ্ছিষ্ট গুলোও বাড়ি থেকে রাস্তায় পড়ে না ।
বড্ড হাঁপিয়ে উঠেছি রে । এ তল্লাটে বড় হয়েছি, কখনো খাবারের জন্য এত আফসোস করতে হয়নি । বরং ভিন্ন পাড়ার নেড়ি কুত্তা গুলোকেও খাইতে দিছি, যাক ওরাও খেয়ে বড় হোক ।
কিন্তু আজ কি রুপ দেখাচ্ছিস তোরা আমাকে । তোদের কি খাবার জোটে না, নাকি বাড়তি খাবার রান্না করিস নাহ্ । ভাইরাস ভীতি দেখাস নাহ্ আমাকে, পেটে আমার বড্ড খিদা । হয় খেতে দে আর নয় হয় আমাকে প্রকৃতি থেকে সরিয়ে দে ।।
20200504_154043-01.jpeg

Sort:  

সুশীল সমাজের মানবতা বর্তমানে মানবজাতির জন্য ও বরাদ্দ নাই। সুশীল সমাজ আজ মানবতার বিজ্ঞাপন করতেই ব্যাতি ব্যস্ত।

ধন্যবাদ শুভ ভাই, সুন্দর একটি লেখার জন্য।

মনের কথাগুলো বোঝার জন্য আপনাকেও ধন্যবাদ। চেষ্টা করেছি একটা বাস্তবতা তুলে ধরার জন্য ।

ঐ সব মানবতার ফেরিওয়ালাদের কাছে মানবতার কোন মূল্য নেই।

আশেপাশের কার্যক্রম দেখে তাই তো মনে হচ্ছে।

জি ভাই।