Photography on excellent rural views in Bengal

in BDCommunity3 years ago

PicsArt_09-29-06.51.15.jpg

বাংলার গ্রাম শান্তি দিয়ে ঘেরা, মমতাময়ী প্রকৃতি দিয়ে মোড়া। আজও গ্রামের মানুষ একত্রে মাঠে কাজ করে । পুরুষ ও মহিলা একত্রে মাঠে সারাদিন রোদ বৃষ্টি ভিজে মাঠে কাজ করে ।

IMG_20190130_141921~2.jpg

IMG_20190130_141947~2.jpg

IMG_20190130_140101~2.jpg

IMG_20190130_141855~2.jpg

বাংলার কৃষকদের জীবনযাত্রা খুবই সাদাসিধে সরলতায় মোড়ানো হৃদয় তাদের ।গ্রামের মায়াবী মন ভরানো গরুর দল ও পুরানো ঐতিহ্য কৃষির যন্ত্র দিয়ে আজও গ্রাম তার রূপকে ধরে রেখেছে। গ্রামের মানুষ সারাদিন মাঠে কাজ করে তারা একটা আত্মিক সুখ পাই।সোনালী মাঠের শোভা দেখে তাদের হৃদয়ের তৃপ্তি জাগে। দরিদ্রের সাথেও লড়াই করেও তারা প্রকৃতির সৌন্দর্য রূপ রসকে ধরে রেখেছে আমাদের মাঝে।

IMG_20190130_141941~4.jpg

IMG_20190130_114724~2.jpg

IMG_20190130_141706~2.jpg

IMG_20190130_141958~2.jpg

তারা সবাই মিলে হাড় ভাঙা পরিশ্রম করে সোনালী ধানের মুখ দেখে অনাবিল তৃপ্তি পাই। তাঁরা ভাবে হয়তো তাঁরা সুখের দিন দেখবে । ওই ধান নিজেরা মাড়াই করে ঘরে তোলে। নিজের জন্য কিছুটা রেখে বাকি ধান বাজারে বিক্রি করে সংসার চালায়।

IMG_20190130_141921~3.jpg

IMG_20190130_141227~2.jpg

IMG_20190130_140935~2.jpg

IMG_20190130_141017~2.jpg

আমি সেলুট জানাই ওই সমস্ত কৃষকদের তাঁরা রোদে পুড়ে অবিরাম খেটে চলেছে। যাদের মধ্যে দেশের অর্থনীতির ভীত অনেক দাঁড়িয়ে আছে। অথচ এরা সমাজে সামাজিক সম্মান থেকে বঞ্চিত। তাই আমার সবাই তাদেরকে সম্মান জানাই।

IMG_20190130_142019~2.jpg

IMG_20190130_141409~2.jpg

IMG_20190130_141743~2.jpg

IMG_20190130_141536~2.jpg

এখন আমি গ্রামের মায়াময় সরছে ক্ষেতের সাথে সূর্যের এক অনাবিল ভাব বিনিময়ের ছবি তুলে ধরবো।আসলে গ্রাম্য প্রকৃতির প্রতি যেন আমার নাড়ির টান রয়েছে। গ্রামের সতেজ ছায়ায় আমি নিজেকে স্বর্গীয় সুখের অনুভূতি খুঁজে পাই

IMG_20190130_141958~2.jpg

IMG_20190130_141249~2.jpg

IMG_20190130_141310~2.jpg

IMG_20190130_141320~2.jpg

Phone camera : Mi A1

Capture by @ simaroy

Place : Bangaon ,West Bengal ,India

Regards @simaroy