নীল বারান্দা, হলুদ বেঞ্চ।

in BDCommunity4 years ago (edited)

সন্ধ্যা থেকে মেজাজটা বেশ খিটখিটে হয়ে আছে। একটা সিগারেট ধরাতে পারলে ভালো হতো। তবে হাতে নিকটিনের প্যাচ টা দেখে সেই ইচ্ছেটা দমিয়ে রাখতে হলো। বারান্দায় চাঁদের আলো বেশ ফকফকে ভাবে আছড়ে পড়েছে। রুমের লাইট টা নিভিয়ে বারান্দায় গিয়ে বসলে মন্দ হয় না।

ঘরে নীল ডিম লাইট জালিয়ে রেখে বারান্দায় গিয়ে বসতেই এক ভূতুরে আবেশ সৃষ্টি হলো। হুমায়ুন আহমেদ স্যারের একটা ভৌতিক গল্পের সমগ্র ছিল। সেটা পড়তে ইচ্ছে হচ্ছিলো, কোন হতচ্ছারা কে দিয়েছিলাম বইটা। ফেরত দেবার আর নাম নেই। আচ্ছা, ভূতুরে পরিবেশের সাথে নীল রং এর এত নৈকট্য কেন? নাকি শুধু আমারই এরকম মনে হয়? চিন্তার বিষয়। চিন্তা পরে করা যাবে, আপাতত এই মায়াবী নীলচে আলোয় রকিং চেয়ারে গা এলিয়ে দেওয়া যাক।

নীল ডিম লাইট টা মায়াবী কেন লাগছে আজ? ঘুমানোর সময় প্রতি রাতেই তো জ্বলে। তখন তো মায়াবী লাগে না। চাঁদের আলোর সাথে মিশে হয়তো মায়াবী আবছায়া হয়েছে। এই জন্যই হয়তো কবিরা চাঁদের সাথে মায়াবী শব্দটি বেশ ব্যবহার করেন।

আজ কি জ্যোৎস্না রাত নাকি? হলে হতেও পারে। এখন আর এসব রোমান্টিসিজম এর বেপার সেপার এ নাক গলাই না। তবু একটু "আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে" গুণগুণ না করলে কবিগুরুর অসম্মান হয়।


fantasy4143758_1920.jpg

Source


সবে মাত্র রাত ১২ টা বাজলো ঘড়ির কাটায়। এখনই কুকুর গুলো চেঁচিয়ে-মেচিয়ে এক অবস্থা! ভাব নিলাম যেনো ওয়ার-উল্ফ এর ডাক শুনছি! একটা সাহেব সাহেব ভাব আনার চেষ্টা আর কি! এতো চেঁচামেচির পরও এক অদ্ভুত নিশ্চুপ নীরবতায় ছেয়ে আছে চারপাশ। স্পষ্ট শুনতে পেলাম টিক টিক করে ঘড়ির কাটায় কেটে গেলো আরও কিছু সময়।

মাঠের পাশে ল্যাম্পপোস্টের হলদে আলোর নিচে সারি সারি খালি বেঞ্চগুলোর দিকে তাকালে অবাক লাগে। এইতো ক'ঘন্টা আগেও কি হইচই, কোলাহল। মানুষের কি কাড়াকাড়ি এক একটি বেঞ্চ নিয়ে! তবে খালি বেঞ্চ গুলো দেখতেই বেশ লাগছে। আজকাল আর মানুষের কোলাহল ভালো লাগে না। একটি দ্বীর্ঘশ্বাষ ছেড়ে দূরে কুকুরের ডাক শুনতে শুনতে কোথায় যেন হাহাকার। বেঞ্চগুলো প্রায় ডাকে আমাকে। কিভাবে বুঝাই তাদের, আর ডাকিস না আমাকে। আমি একা কিভাবে যাই তোদের কাছে?

দরজায় কে যেন ঠক্ ঠক্ করলো। দরজাটা সবসময় খোলাই থাকতো। এই কিছুদিন হলো লক করে রাখছি। খোলা থাকতো এই আশায়, যদি কেউ এসে একটু বসে দু-চারটে মিনিট কথা বলে, ডিপ্রেশনের একাকীত্ব কিছুটা হলেও লাঘব হতো। কেউ একদিন ও আসে নি। বলা হয়েছিলো সবাই আগ্রহ হারিয়ে ফেলেছে। দরজার ওপার থেকে এপারের নিশ্চুপ আর্তনাদ কেউ শুনতে চায় নি। এখন যখন দরজা টা বন্ধ হয়ে গেছে, এখন এসে আর কি লাভ। এখন নতুন করে কেনো আগ্রহ, নিজের ওপরে নিজেরই যখন আর আগ্রহ নেই।

বারান্দার রেলিং এ হাতের মুষ্ঠি টা শক্ত হয়ে উঠলো।


2310083_b225c646.jpg

Source


Final.png


Sort:  

Stopping by, in the brief time I have, to lend some support to your latest post @simplifylife. But ... Not sure what to say ... 😉

Seriously, I have a lot of respect for the efforts you and others put in to pull together people groups from all over the world. Fascinating time we live in!


P.S. Is this your native language? If so, then you are very good at writing in English as well!

Hey @roleerob thank so much for dropping by my friend! Yes, this is my native language Bangla/Bengali. 😊

I've trying to do one post in Bengali once every week or two, to keep the flow. It's a beautiful language, and I wish you could understand the magic we can do with the words!

But since you are here, here's an interesting fact about Bengali! Did you know, Bengali is the only language for which people gave their lives to make it the official state language? The incident happened on 21st February, 1952. 21st February is now International Mother Language Day 😊

Very good sir! While I always did well in school, I have to say history was never a particular favorite of mine as a child. As an adult? Over the years, I have come to have a great appreciation for it. So, thank you for adding value to this exchange @simplifylife, by providing this insight. I do not myself ever recall hearing of it.

The challenge, at least for me, is the endless "back and forth" over making as accurate a determination as possible as to what is true. In reading this about International Mother Language Day, that thought again crossed my mind, i.e. how accurate is this representation. Perhaps you would find it of interest to glance through it and give me your perspective.

I wish you well in your initiative to preserve your heritage. Likewise, I am very passionate myself in preserving ours. At a time when it is under assault like never before in my long life ...

এখন আর রোমান্টিসিজম এর বেপারে নাক গোলাই না 🤦‍♂️

আপনার বাংলা পোস্ট এই প্রথম পড়লাম। ভালো লাগছে ভাই।

ধন্যবাদ ভাই, চেষ্টা আছে বাংলায় আরও পোস্ট লিখার। দেখা যাক।

অপেক্ষায় আছি ভাই।

নিকোটিনের অভাব হলে ভূতুড়ে আলো যেনো নীল হয়ে আসে

নাকি নীল আলো ভূতুড়ে হয়ে যায়? 😉

ডিপ্রেশন থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিক। গল্পটা খুব ভালো লিখেছেন ভাইয়া।

Thank you bro! It is a never-ending battle 🙂

yes brother.

শুভ সকাল ভাই
আপনি লিখায় এমন একটা নির্লিপ্ততা ফুটিয়ে তুলেছেন তা সত্যি অভাবনীয়
জীবন থেকে এরকম একাকী কিছু মুহূর্তে নিজের সাথে নিজের ককথোপকথন সত্যি আনন্দদায়ক।এরকম সময়ে আমার শরীর অবস হয়ে আসে শুধু মাথা সচল থাকে।কিছুতেই কিছু আসে যায় নাহ এমন একটা নির্লিপ্ততা।মনে হয়ে যেনো পৃথিবী ধ্বংস হয়ে গেলে যাক কিন্তু আমি এখানেই বসে থাকবো এমন।


লেখাটি পাঠক হিসেবে পড়ে খুবই ভালো লাগলো ভাই, বাংলায় আপনি সুন্দর লিখেন। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম

ধন্যবাদ ভাই!

হ্যা, নিজের সাথে নিজের কথোপকথন থেকে অনেক সময় অনেক সিদ্ধান্ত বেশ পরিষ্কার হয়ে যায়। Clarity of mind if you may! 🙂

মাঝে মাঝে এরকম দরজা বন্ধ করে নিজের সাথে নিজে কথা বলতে হয়.. নিজেকে সময় দিতে হয়.. নিজেকে জানতে হয়.. নিজেকে বুঝতে হয়.. এটার খুব দরকার আছে।

আপনার লেখায় এক ধরনের বিষণ্ন সুন্দর্য ফুটে উঠেছে

তবে রাতে কুকুর ডাকলে কেমন জানি ভূতুড়ে ভূতুড়ে মনে হয়।

হুম, কুকুরের ডাকে অদ্ভুত এক হাহাকার আছে।

Shared on twitter :

Thanks for sharing your experience with us!
TIBLogo

You have been curated by @deepu7 on behalf of Inner Blocks: a community encouraging first hand content, and each individual living their best life. Come join the Inner Blocks Community , and check out @innerblocks! #lifehappening