পড়ন্ত বিকেল

in BDCommunity2 years ago (edited)

পড়ন্ত বিকেলের ঠিক আগ মুহূর্তের গরম টা বেশ অসহ্যকর। সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাঠ ফাটা রোদ টা থাকে, বুঝাই যায় যে গরম টা খুনে মানসিকতা নিয়ে এসেছে। রোদ টা যেন একেবারে চামড়া ভেদ করে ঢুকে যায় যায় ভাব। সকলের মিষ্টি রোদ কে আর মেনশন দিলাম না। বেচারা সেই যে কবে হাইবারনেশন এ গিয়েছে আর ফেরার নাম নেই। তাই আজকাল সকাল থেকেই কাঠ ফাটা রোদ্দুরের সাথে মানিয়ে নিয়েছি।

সন্ধ্যা নামতে নামতে একটা মৃদু বাতাস বয়ে আসছে জানালা দিয়ে, কোন খুন খাড়াপীর চিন্তা নাই এর মাথায়, শান্তিপ্রিয় যাকে বলে আর কি। আরামসে কফির কাপে চুমুক দিতে দিতে নিভু নিভু আলোর আবছায়ায় অস্তিত্ব বিলিয়ে দেওয়া যায়।

কিন্তু হতচ্ছাড়া পড়ন্ত বিকেলের রোদ টা.....না খুন করবে, না শান্তি দিবে। সাপের মত ফনা তুলে বসে আছে। ছোবল ও দেয় না, চলে ও যায় না। পুরাই কনফিউজিং বেপার সেপার। ঘামালাম নাকি ঘামালাম না সেটাও বুঝা মুশকিল।

কনফিউশন টা আরো বেড়ে যায় যখন ইকুয়েশনে এক কাপ গরম চা যোগ হয়। সচরাচর এহেন গরমে কেউ গরম পানীয় খেতে চাইলে সেটা যারপরনাই পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেওয়া একজন সুস্থ মস্তিষ্কের মানুষের কর্তব্যের মধ্যে পরে। কিন্তু ওই যে বললাম, কনফিউজিং বেপার সেপার। নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, একজন সুস্থ মস্তিষ্কের মানুষও পড়ন্ত বিকেলে এক কাপ গরম চা এ চুমুক দেওয়ার সুযোগ হাতছাড়া করবে না।

আমি নিশ্চয়ই একজন সুস্থ মস্তিষ্কের অধিকারী। নো কনফিউশন হিয়ার।

তো যা বলছিলাম, পড়ন্ত বিকেলে এসি ছেড়ে চা, ক্যাপাচিনো, লাটে, এমেরিকানো সবই ট্রাই করে দেখা হয়ে গেছে। কিন্তু সেই হতচ্ছারা গরমে বসে, ঘেমেছি নাকি ঘামাই নাই ভাবতে ভাবতে চায়ের কাপের স্বাদ স্বয়ং কফি ও পূরণ করতে পারল না।

আই এম স্ট্রিকটলি এ কফি পারসন। সেই আমি ই বলছি, দিস সিচুয়েশন ডিমান্ডস টি, নট কফি। কি আজব বেপার। পুরাই আউলা ঝাউলা।

থাক কথা আর না বাড়াই, পাছে আমার কফির বয়ামে ভর্তি কফি বিন গুলো না আবার এক্সিসটেন্সিয়াল ক্রাইসিস এ ভুগতে শুরু করে।

পুনশ্চ : বাংলা শব্দ যদি আমরা ইংরেজি বর্ণমালায় লিখতে পারি, ইংরেজি শব্দ গুলো বাংলা বর্ণমালায় লিখলে ক্ষতি কি, তাই না? খারাপ তো দেখায় না।

1652623862696.jpg

Sort:  

আই এম স্ট্রিকটলি এ কফি পারসন। সেই আমি ই বলছি, দিস সিচুয়েশন ডিমান্ডস টি, নট কফি। কি আজব বেপার। পুরাই আউলা ঝাউলা।

চায়ে চুমুক দেয়ার পর যে একটা স্বস্তি আসে ওইটা শুধু অই মজা লুফে নেওয়া নিউরন আর জিহ্বাই জানে।
সেটা অন্যকে বোঝানো ও বড় দায় 🤷‍♂।

On point!! কিছু কিছু জিনিস বুঝানোর চেষ্টা না করাই ভালো। দাদা মুরকমির একটা লাইন সবসময় বলে, If you can not understand without an explanation, you won't understand it with an explanation.

This is one of those instances where it makes perfect sense!

High five, but Tea is better than Coffee 😁