নেতা

in BDCommunity4 years ago

নেতার কাছে আসলাম একটা কাজে। আমাকে ড্রয়িং রুমে বসিয়ে উনার পিএ বললো, বসেন স্যার এখুনি নাইমা আসবে। আরেকজন এসে বসলো। এর ফাঁকে কাজের ছেলে আইসক্রিম দিয়া গেছে খাইতে। আমি অবশ্য খাওয়া শুরু করলাম। এমনিতেই আইসক্রিম পছন্দের। এইসব ক্ষেত্রে না না কিছু লাগবেনা বইলা খাইতে নিজের অনীহা জানান দেওয়াটা হইছে ভদ্রতা। আমি ভদ্রতা না দেখিয়ে রীতিমত শুরু করলেও সেই লোকটি যথেষ্ট ভদ্রতা দেখাইলো। কিন্তু কাজের ছেলে বদমাইশ। হারামজাদাটা ভদ্রতা বুঝলোনা। কাজের ছেলে 'তাইলে আপনি খাইবেননা?' বইলাই আর কোন প্রশ্নের অবকাশ না দিয়া চামচ দিয়া শাটাশাট আইসক্রিমটা সাবাড় কইরা দিয়া ঐ লোকের সামনে খালি বাটি রাইখা দুলতে দুলতে রুম থেকে বের হয়ে গেলো।

বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টি উপভোগ করছি আর ঐ লোক রীতিমত বোকসোকা সেজে উদাস হয়ে বৃষ্টি দেখছে। সামনে আইসক্রিমের খালি বাটি।

তারপর কিছুক্ষন পর চা এনে দিল চা খাচ্ছিলাম, নেতা ড্রইং রুমে এসে সোফায় বসলো, ঐ লোকের সাথে চার মিনিট কথা বললো, কথা শেষ এবার আমার পালা। এমন সময় ওনার ব্যাক্তিগত সহকারী রফিক 'স্যার দেখেন বলে ফোনটা ওনার মুখের কাছে ঠেলে দিয়ে বললো আপনার ওমুক ওয়ার্ডের ওমুক নেতা গতকাল আপনার রোগ মুক্তি কামনা করে যোহরের সময় মসজিদে দোয়ার আয়োজন করছে ও জিলাপি বিতরণ করছে, এই যে দেখেন সে ছবিগুলো ফেইসবুকেও দিছে। স্যার, দ্যাখেন!'...

নেতা ক্ষিপ্ত কন্ঠে বলে... শোন, এর কথা আমারে কইস না "এইটা পাক্কা বাইঞ্চোত, জাস্ট বাইঞ্চোত, এর মা'রে এ কখনো দেখে না। তার ছোট ভাইয়ের ঘরে কষ্ট করে থাকে এবং খায়। মাকে ঠিক মত দেখাশোনা করেনা, আমি সব কিছু জানি ওর বেপারে। আর এই শালায় আসছে আমার অসুস্থতা নিয়ে মসজিদে মিলাদ দিতে, তেলবাজী করার জায়গা পায় না। এরা বড়ই হিপোক্রেট, এই সালাদের খাইয়া দাইয়া কাম কাজ নাই এরা ফেইসবুক একাউন্ট একটা খুলবো, আর তেলের ড্রাম নিয়ে দিন রাত তেল মাখানি শুরু করবে, এদের অত্যাচারে বাঁচা যায় না। রাজনীতি কঠিন হয়ে গেছে। এদের এই তেলাতেলি আর চোষাচুষির কাজকারবার দেখে কবে জানি ঘরের লোকের কাছে এই চোষাচুষির কৈফিয়ৎ দিতে হয় জানিনা, আর এইসব আমারে দেখাবা না। পারলে এইসব তেলবাজ থেকে দূরে থাকবা। বাদ দাও, গাড়ি বের করো, চলো !"...😀

গত জাতীয় নির্বাচনে প্রার্থীর সাথে একটা উপজেলায় নির্বাচনী পথসভা করতে যাচ্ছিলাম। পথিমধ্যে হোটেলে ইচ্ছামত খাওয়া দাওয়া করে কিছুদূর যেতেই নেতার লেগে গেছে নিন্মচাপ। পেটের প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। নেতা নিজেকে কন্ট্রল করতে পারছে না। ড্রাইভারকে অনরগল গালি যলদি চালা। এদিক নেতার পিএ কে গালি জলদি উপজেলায় চেয়ারম্যানকে ফোন দে। নেতা আমার কমোড ছাড়া বসতে পারে না। এখন সেই উপজেলায় পরিষদ শুক্রবার বন্ধ ছিল। এদিকে নেতার অবস্থা খারাপ। অনেক খোঁজ খবর লাগানোর পর সেখানেই এক স্কুলে কমোড রয়েছে। এখন পর্যন্ত কেউ সেটা ব্যবহার করে নিই। দ্রুত সেখানে গেলে ওয়াসরুমের আর তালা খুলে না। অনেক কষ্ট করে তালা ভাঙ্গে তার কাজ সারা হল।

অবশেষে নেতা নিজের কাজ শেরে বার হয়ে আসেই সবাইকে গালি দিয়ে বলেন এবার নির্বাচিত হলে উপজেলায় পাবলিক টয়লেটে ভিআইপিদের জন্য দুটা করে কমোড বসাবো। আবার এদিকে আজান হয়েছে জামাত শুরু হবে। ওজু না করেই সোজা দৌড় মসজিদে। কয় নামাজ না পরলে ভোট পাওয়া যাবে না। সভাতে একটু পর পর বলবি নেতা নামাজ সেরে আসতেছে আপনারা একটু অপেক্ষা করেন। নেতার অবশ্য বক্তব্য অসাধারণ। ঘন্টার পর ঘন্টা স্রোতাকে আটকিয়ে রাখতে পারে। স্রোতাও খুব মজা নিয়েই বক্তব্য শুনে। তিনি তার বক্তব্যে নিমিষেই স্রোতাকে কাঁদাতে পারে আবার সাথে সাথে হাসাতে পারো। উত্তরবঙ্গের যদি কয়েকজন নেতার নাম বলা যায় তাহলে তিনি একজন। তিনি বিরোধীদলের রাজনীতি করেও ৩৫ বছর ধরে একটানা ক্ষমতায় আছেন। বর্তমান সরকারী দল শত চেষ্টা করেও তাকে সড়াতে পারে নিই।

যাক সেই পথসভা শেষ করে ফেরার পথে গাড়িতে ভাইয়ের সাথে এইসব নিয়ে খুব হাসাহাসি হল। এক পর্যায়ে বললাম ভাই নামাজ তো পড়লেন হজ্জটাও এবার সাড়ে ফেলেন। উনি বলে ধুর মাথা খারাপ, হজ্জ করলে কি এইভাবে আর মিছা কথা বলা যাবে? হজ্জ করলে রাজনীতি বাদ দিতে হবে।

নেতার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক অনেক এমন ঘটনা রয়েছে যা ডায়েরী আকারে প্রকাশ করলে একটা রম্যগ্রন্থ হয়ে যাবে।

যাক সেদিনের সেই ঘটনার পর থেকে তিনি ড্রাইভারকে করা নির্দেশনা দিয়ে দিয়েছেন গাড়িতে সব সময় একটা কমোড আর ২০ লিটার পানি রাখার জন্য।

FB_IMG_1600505008152.jpg

Sort:  

Hi @steemitwork, your post has been upvoted by @bdcommunity courtesy of @linco!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON