নোমানীর এডভেঞ্চার ও প্রেমের সমাপ্তি

in BDCommunity4 years ago (edited)

নোমানী তখন ক্লাস টেনে পড়ে। বন্ধুদের সাথে মিলে সিদ্ধান্ত নিল ডাব চুরি করবে। যদিও নোমানীর অনেকগুলো নারিকেল গাছ আছে কিন্তু নিজেদের গাছে চুরি করাতো আর এডভেঞ্চার হলোনা। তো কার গাছে চুরি করা যায়? নোমানী ত্রানকর্তা হয়ে এল। তার চাচার বেশ কয়েকটা নারিকেল গাছ আছে। অবশ্য চাচার বাড়িতে নোমানীর সম্পূর্ণ রূপে প্রবেশাধিকার নিষিদ্ধ। চাচার সুন্দরী কন্যা যে কিনা নোমানীর এক ক্লাশ নীচে পড়তো তার প্রতি নোমানীর দূর্বলতা সর্বজনবিদিত ছিল। তা সবাই জানতো মাঝে মধ্যে মশকরাও করতো সবাই। দূর্বলতা একপক্ষের হলে অবশ্য সমস্যা ছিলনা, অপরপক্ষেরও যে তাতে সম্মতি আছে, বেশ প্রবলভাবেই আছে সেটা আমরা নোমানীকে দেখলে মেয়েটার প্রশ্রয়ের হাসি, চোখের ইশারা ইঙ্গিত বেশ টের পেতাম। চাচার কানেও এই উভয়পাক্ষিক দূর্বলতার কথা পৌঁছেছে হয়তো, সে কারনেই এই আপাত নিষেধাজ্ঞা। নোমানীর চাচার উপর প্রতিশোধ নিতেই যে চাচার নারিকেল গাছ টার্গেট করেছে সেটা আমরা বুঝলেও এডভেঞ্চারের আশায় না বোঝার ভান করে ডাব চুরির অপারেশানে নেমে পড়লাম। পরবর্তীতে এ নিয়ে কত টিটকারী।

সাতজনের একটা গ্রুপ। রাত তখন একটা। নোমানীর চাচার বাড়িতে হাজির হলাম। সমস্যা হল আমরা কেউই গাছে উঠতে পারিনা। এখানেও আবার নোমানী ত্রানকর্তা হয়ে হাজির হল। সে আমাদের দিকে তাচ্ছিল্যের দৃষ্টি হেনে উপহাসের সুরে বললো, 'ধুর বা*, গাছে পর্যন্ত উঠতে পারিসনা ব্যাটারা, জীবনে করবিটা কি, তোদের দাঁড়ায় সংসার চলবে না!' গাছে উঠতে পারার সাথে 'জীবনে' কিছু করতে পারার সম্পর্ক আর সংসার না চলার সম্পর্ক কি সেটা ভেবে আমরা মোটেই চিন্তিত হলাম না। জীবনের প্রথম চুরির উত্তেজনায় আমরা তখন রীতিমত পা থরথর করে কাঁপছি।

গাছে উঠতে গিয়ে নোমানী আবিষ্কার করলো 'হাইকা' (এটা আঞ্চলিক ভাষা। গাছে উঠতে একটা দড়িকে লুপ বানিয়ে দুই পায়ে পেঁচিয়ে তারপর উঠতে হয়) আনা হয়নি ! এই গুরুত্বপূর্ন অস্ত্রটার কথা উত্তেজনার চোটে আমরা ভুলেই গেছিলাম। তবে তাতে নোমানী মোটেও দমলোনা। সে কিন্তু প্রচুর ট্যালেন্ট। সে তার পরনের লুঙ্গিটাকে দিব্যি 'হাইকা' বানিয়ে তরতর করে গাছে উঠা শুরু করলো! আমরা নোমানীর উদ্ভাবনী ক্ষমতায় আরো একবার চমৎকৃত হলাম। আসলে সে পারেও বটে।

গাছের প্রায় দুই তৃতীয়াংশ উঠার পর নোমানী হঠাৎ করেই চিৎকার করে উঠলো 'ওরে বাপরে মরি গেছুরে'! পরখনেই সে অবশ্য চিৎকারটা গিলে ফেলতে সমর্থ হল। আমরা বাকী বন্ধুরা আতংকে একজন আরেকজনের দিকে তাকালাম। খাইছে, এর আবার কি হল। নোমানীরে সাপে টাপে কাটলো নাকি? নীচ থেকে যতটা সম্ভব কম আওয়াজ করে ফিসফিস করে নোভানীর কাছে জানতে চাইলাম, 'দোস্ত কি হইছে? সমস্যা হলে তাড়াতাড়ি নাইমা যা'! নোভানী নিশ্চিত করলো, সাপ- টাপ না, ওর চাচা হারামজাদা শয়তানি বুদ্ধি কাজে লাগাইছে। গাছ থেকে নারিকেল চুরি ঠেকাতে গাছের উপরিভাগে পেরেক গেঁথে রেখেছে! সে পেরেকের সাথে গুতা খেয়ে নোমানীর নাকের ত্রাহি ত্রাহি অবস্থা। নোমানী অবশ্য তাতে থমকে যাওয়ার বদলে আরো উত্তেজিত হয়ে উঠলো। সে ওইখান থেকেই ঘোষনা দিল, 'আইজকা শালার সব ডাব খামু'! চাচারে শশুর বললেও মানা যায়, তবে এখন প্রতিবাদ করার কথা মনে হলনা। গাছের মাথায় পেরেক গেঁথে রাখার মত কুবুদ্ধি যার মাথা থেকে বেরুতে পারে তাকে শালা বলাই যায়! কি বলেন আপনারা।

ডাব পাড়া শুরু হল। নোভানী বেশ কায়দা করে ডাব ফেলছে। পাশেই ডোবা, ডোবার উপরে কচুরিপানা, নোমানী ডাবগুলা ওখানেই ফেলছে কাজেই খুব একটা শব্দ হচ্ছেনা। একটা ডাব দূর্ঘটনাবশতই হয়তো নোমানীর হাত থেকে ছুটে গেল। পড়লো গিয়ে গাছের পাশেই নোমানীর চাচার গোয়ালঘরের টিনের চালে!! বিকট শব্দে রাতের নিস্তব্দতা ভেঙ্গে খান খান হয়ে গেল। গরু গুলা ভয় পেয়ে তারাস্বরে চিৎকার শুরু করলো। আমরা সিদ্ধান্তহীনতায় পড়ে গেলাম- "দৌড় দিমু নাকি নোমানী নেমে আসা পর্যন্ত অপেক্ষা করমু? বন্ধুকে গাছের আগায় রেখে কেটে পড়াটা একেবারে 'বেঈমান' টাইপের নিমকহারামি হয়ে যাবে"! নোমানী চাচার ঘরের ছিটকানি খোলার শব্দ আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করলো। না এইখানে এক মুহুর্ত ও না। একজনের পাদানো দেখে সবাই লুঙ্গি মাথার উপর তুলে নিমিষেই পগার পার।

নোমানী বিপদ সংকেত পেয়ে দ্রুত নামতে গিয়ে তার 'হাইকা' খানা (যেটা সে লুঙ্গি দিয়ে বানিয়েছিল) গাছের পেরেকে আটকে ফেলে এবং সে ওটা ওখানে রেখেই নেমে পড়ে! নীচে নেমে সে তার শাশা থুক্কু চাচার কাছে ধরা পড়ে। তবে সমস্যা চাচা না, চাচার সাথে উনার সুন্দরী কন্যাও ছিল! টর্চ লাইটটাও ছিল চাচার কন্যার হাতেই!! বেচারা নোমানীর প্রথম প্রেমের সেখানেই সমাপ্তি। 🤣

images 6.jpeg

source

Sort:  

Congratulations @steemitwork! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 8000 upvotes. Your next target is to reach 9000 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @hivebuzz:

Update for regular authors

Hi @steemitwork, your post has been upvoted by @bdcommunity courtesy of @linco!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON