রবিবারের রম্যগল্প: কুদ্দুস মিয়ার পার্সোনাল সেক্রেটারি || SundayFun (Bn:En)

in BDCommunity4 years ago

images 6.jpeg


কুদ্দুস মিয়ার মন ভালো নেই। মন খারাপের কারণটা অবশ্য ভিন্ন। তার পার্সোনাল সেক্রেটারি হিসেবে কোম্পানি থেকে একটি তৃতীয় মাত্রার রোবট নিয়োগ দেয়া হয়েছে।

যদিও সাপ্লাইয়ার্স কোম্পানির দাবি, এই রোবটটির বুদ্ধিমত্তা অত্যন্ত উঁচু লেভেলের। কিন্তু কুদ্দুস মিয়ার বিশ্বাস, এর বুদ্ধিমত্তা বলে কিছু নেই। একে করতে বলা হয় একটা, এটা করে বসে আরেকটা।

যেমন গত কালকের ঘটনা। কুদ্দুস মিয়া লাঞ্চের পরে একটু বিশ্রামের জন্য রোবটটাকে ডেকে বলেছে: কেউ আমাকে চাইলে বলবি আমি নেই।

একটু পরে কুদ্দুস মিয়া শুনতে পায়- রোবটটা ফোনে কাকে যেন বলছে: Sir says, he's absent. Sir says, he's absent.

ফোন রাখার পর কুদ্দুস মিয়া জানতে পারল হেড অফিস থেকে বড় স্যারের ফোন এসেছিল। কি বিপদ!


আরেকদিন কুদ্দুস মিয়া রোবটটাকে তাড়া দিয়ে বলল, মফিজ সাহেবকে নিয়ে এসো। এক্ষুনি।

একটু পরে চিৎকার-চেঁচামেচি শোনা গেল। কুদ্দুস মিয়া অফিস রুমের দরজা খুলে দেখে বাহিরে রোবটটা মফিজ সাহেবকে কোলে করে দাঁড়িয়ে আছে।

কুদ্দুস মিয়া দেখে আঁতকে উঠল। বলল: আরে কি করছ? ফেলো উনাকে।

রোবটটা সঙ্গে সঙ্গে মফিজ সাহেবকে ধপাস করে আছরে ফেলল ফ্লোরে। বেচারার কোমরে মট করে একটা শব্দ হলো।


আজ সকালেই কুদ্দুস মিয়া রোবটটাকে বলেছিল, অনেক ময়লা জমে গেছে। টেবিলটা সাফ করে রেখো।

কিছুক্ষণ পরে এসে দেখে তার টেবিলের যত জরুরী ফাইলপত্র আছে, সব রুমে ছড়ানো-ছিটানো।

কুদ্দুস মিয়ার মাথায় হাত। এর মধ্যে অনেক জরুরী কাগজপত্র ছিল।

images 7.jpeg


আজ কুদ্দুস মিয়ার জন্য একটি বিশেষ দিন। মন্ত্রণালয় থেকে অডিট আসবে। অডিট ঠিকঠাক মত পাস করতে পারলে কোম্পানি তাকে এমনকি প্রমোশন দেওয়ারও সম্ভাবনা আছে।

সকালে সবাইকে ডেকে কাজ বুঝিয়ে দিল কুদ্দুস মিয়া। তারপর তার পার্সোনাল সেক্রেটারি রোবটটাকে নিয়ে আলাদা ভাবে বসল। সব কাজ বুঝিয়ে দিল। বার বার বলল, কোন যেন সমস্যা না হয়।

রোবটটা বলল, Don't tension, I'll manage. Don't tension, I'll manage.

কুদ্দুস মিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাই তো আমরা সব থেকে বড় টেনশন।


কুদ্দুস মিয়াকে আশ্চর্য করে দিয়ে রোবটটা আজ আর কোন ভজঘট করে নি। আদেশ মত সব কাজ নিখুঁত ভাবে করেছে। অডিটররাও তার আপ্যায়নে ব্যাপক খুশি।

কুদ্দুস মিয়া রোবটটাকে একটা টাকার বান্ডিল দিয়ে বলল, তোমার আজকের কাজে আমি খুব খুশি হয়েছি। অডিটররা যাওয়ার আগে উনাদের বড় স্যারকে এই টাকাটা গুঁজে দিবে। সাবধানে, এক সাইডে নিয়ে দিবে। কেউ যেন টের না পায়।

রোবট টাকাটা নিল। কুদ্দুস মিয়া ফিসফিস করে বলল, শোন। এসব লোকেরা খুব উচ্চমানের ছ্যাচড়া হয়। মুখে না না করে। কিন্তু টাকা ঠিকই নেয়। তাই নিতে না চাইলেও তুমি জোর করে গুঁজে দিবে। মনে থাকবে?

রোবোট টা বলল, Ok sir, I must do. Ok sir, I must do.

images 9.jpeg


অডিটরদের যাওয়ার সময় হয়ে এসেছে। বড় স্যার বারবার গলা খাকারি দিচ্ছেন। এটা এক ধরনের সংকেত। টাকার খাম না পাওয়া পর্যন্ত অডিটরদের গলা খুসখুস করে। এটাই রীতি।

কুদ্দুস মিয়া মাথা নেরে তাকে আশস্ত করল। তারপর চোখ দিয়ে তার পার্সোনাল সেক্রেটারির দিকে ইশারা করল। রোবটটা বড় স্যারকে পাশের ওয়েটিং রুমের দিকে নিয়ে যাচ্ছে।

কিছুক্ষণ পর চিৎকারের শব্দ শোনা গেল। কুদ্দুস মিয়া হন্তদন্ত হয়ে ছুটে আসলো ওয়েটিং রুমে। দরজা ভেতর থেকে বন্ধ। ভেতরে ভীষণ ধ্বস্তাধ্বস্তির শব্দ। কুদ্দুস মিয়ার মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেছে। প্রায় ১৫ মিনিট ধাক্কাধাক্কি করার পরে গিয়ে দরজাটা খুলল।

দরজা খুলে রোবটটা কুদ্দুস মিয়াকে উৎফুল্ল স্বরে বলল, Successfully entered the money. Successfully entered the money.

সেই বড় স্যার খোঁড়াতে খোঁড়াতে ভেতর থেকে বেরিয়ে আসলেন। তার সারা দেহ ঘর্মাক্ত। চোখ দুটি আতঙ্কে সাদা। পশ্চাৎদেশে হাত।

কুদ্দুস মিয়া একটা ঢোক গিলে বলল, সর্বনাশ! হালায় কামডা করছে কি!


Let have the story at english for my friends from abroad

images 2.png


Quddus Mia is upset. The reason is far different. His company has hired a level-3 category robot as his personal secretary.

Although the suppliers company claimed that the robot is quite intelligent. But Quddus Mia has doubt. He orders it one, it does the another.

Yesterday's incident is an example. Quddus Mia was looking for a rest after lunch and said the robot: If anyone call for me, tell that I'm not here.

After a while Quddus Mia heard the robot is saying to someone on the phone: Sir says, he's absent. Sir says, he's absent.

After placing the phone, Quddus Mia came to know that it was a call of his boss from the head office. What a danger!


Another day Quddus Mia said the robot urgently, Let Mr. Mofiz here right now.

After a while, hearing screams Quddus Mia opened the door of his office room and saw the robot standing outside with Mr. Mofiz on its lap.

Quddus Mia was shocked to see that and said: What are you doing? Let off him.

The robot immediately let off Mr. Mofiz to the floor. It sounded roughly in the waist of that poor man!


This morning, Quddus Mia has told the robot, There are a lot of dirt & dust. Let clean the table.

After a while, he came and saw all the important files of his desk, scattered all over the room.

Quddus Mia shouted. There were many urgent documents in it.
images 3.png


Today is a special day for Quddus Mia. An audit team will come to visit from the ministry. If he can pass the audit properly, the company may even give him a promotion.

Quddus Mia called everyone in the morning and explained how to entertain them. Then he sat down separately with the robot. Explained all the work. Repeatedly said, Don't create any more problem today.

The robot said confidently, Don't tension, I'll manage. Don't tension, I'll manage.

Quddus Mia sighed, This is the biggest tension I have.

images 10.jpeg


Surprisingly, the robot hasn't created any more problem today. Done everything perfectly as ordered. The auditors are very happy with it's reception.

Quddus Mia gave the robot a bundle of money and said, I am very happy with your work today. Let enter this money silently to the auditors' boss before they leave. Do it secretly. Let no one notice.

The robot took the bundle. Quddus Mia whispered, Listen carefully. Govt officials are high quality idiots. They react as they don't like bribe. But at the same time gripe the money tightly. So even if he don't want to have it, you will force. Okay?

The robot said, Ok sir, I will do. Ok sir, I will do.


It's time for the auditors to leave. Their boss is coughing repeatedly. It is a type of signal. The auditors usually cough until they have the bundle.

So Quddus Mia nodded and assured the boss. Then he pointed to the robot. The robot went with the boss to the waiting room.

After a while, a scream was heard. Quddus Mia rushed to the waiting room. The door was closed. Quddus Mia's face has faded with fear. After knocking for 15 minutes, the door was opened.

The robot said to Quddus Mia in a cheerful voice, Successfully entered the money. Successfully entered the money.

The boss came out with staggering. He was just gasping. His both eyes were terrified white. Hand was on the ass.

Quddus Miab was terrified, What the hell have you done!



রবিবারের রম্যগল্প: || SundayFun


আমি প্রতি রবিবার একটি করে রম্য গল্প লিখছি #bdcommunity - তে। এতে কুদ্দুস মিয়া চরিত্রটির বিভিন্ন হাস্যরসাত্মক কর্মকাণ্ডে বিনোদনের পাশাপাশি স্যাটায়ার হিসেবে সমাজের অনিয়ম তুলে ধরাই আমার লক্ষ্য। সবগুলো লেখায় #sundayfun ট্যাগ ব্যবহার করি, যাতে পাঠকগণ চাইলেই রম্যগল্পগুলি সহজে খুঁজে পান। এই প্রকল্পের ৬ষ্ঠ গল্প আজ লিখলাম। নির্মল বিনোদনের জন্য আগের গল্পগুলোও চাইলে পড়তে পারেনঃ

...কুদ্দুস মিয়ার ডায়াগনোসিস...

...ঘটক পশু ভাই...

...কুদ্দুস মিয়ার ব্যাংক একাউন্ট...

...কুদ্দুস মিয়ার বিয়া...

...সবজান্তা সমশের...

20200627_034755.jpg


আত্মকথনঃ

poster_1593196763985_rd7uzi0du0.gif

আমি ত্বরিকুল ইসলাম। সখের বশে ব্লগিং করি। ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আগ্রহী।



"পড়াশোনায় ইঞ্জিনিয়ার। পেশায় শিক্ষক। নেশায় লেখক। সাবেক ব্যাংকার। পছন্দ করি লিখতে, পড়তে, ভ্রমণ করতে এবং জমিয়ে আড্ডা দিতে।"


        জীবনটাকে অনেক অনেক ভালোবাসি
Sort:  

Congratulations @tariqul.bibm! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You distributed more than 6000 upvotes. Your next target is to reach 7000 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @hivebuzz:

HiveBuzz supports meetups of the Hive UK Community
Feedback from the September 1st Hive Power Up Day

Hi @tariqul.bibm, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON