My original bengali poetry : জেলে

in Praise India3 years ago (edited)

images (1).jpeg

Image source

জেলে ,জেলে, জেলে;
নদীতে তাঁরা জাল ফেলে
সুবিশাল সাগরে কলতান তোলে।
ঝড় বৃষ্টিতে ভিজে তাঁরা মাছ ধরে
সকাল বিকাল রৌদ্র দুপুরে পুড়ে
মাথার ঘাম পায়ে ফেলে,
জীবিকা নির্বাহ করে জেলে
কষ্টের মাঝেও আনন্দ খুঁজে পায় তাঁরা
দুঃখ দুর্দশা থেকে পায় ছাড়া।
জেলেদের জীবন হয় মাছের মত
তাইতো সকল জলাশয়ের কাছে করে মাথা নত।
জেলেরা মাছ ধরে হয় সচ্ছল,
তাদের জীবনে ফিরে আসে আরো কত বল
জেলেরা সত্যবাদী, নিরীহ, নিরবচ্ছিন্ন,
সবার জীবনের থেকে তাদের জীবন হয় ভিন্ন।
জেলেদের জীবন নদীর সাথে গাঁথা
তাঁদের জীবনে রয়েছে অনেক মর্ম ব্যথা।

Poet : @green015

Regards @green015