কখনো কখনো গলা জল অবদি ডুবেও বিশ্বাস অর্জন করা যায় না।

in Praise India3 years ago (edited)

IMG-20210305-WA0038.jpg

বন্ধুরা,
বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কথাটা আমরা অনেকেই জানলেও বাস্তব জীবনে অনেক কম মানুষ আছেন যারা সেটা প্রয়োগ করে থাকেন।

আমি সারাটা জীবন বহুবার বিশ্বাস করে ঠকেছি, কিন্তু বিশ্বাস করা বন্ধ করিনি এই ভেবে যে, বিশ্বাসটা আমার ছিল এবং ছলনা টা অন্য বেক্তির কাজেই আমি আমার বিবেকের কাছে পরিষ্কার।

দিন শেষে নিজের চোখে এবং বিবেকের কাছে পরিষ্কার থাকাটা সবচাইতে বেশি প্রয়োজন।

কাজেই, যে বা যারা বিশ্বাস এর অনভিপ্রেত সুযোগ নিচ্ছেন তারা তাদের কর্মফল পাবেন নিশ্চই।

আমি কখনো কারোর উপকার বা কৃতজ্ঞতা কে ভুলতে শিখিনি।

কেউ একমুহুর্তের জন্য যদি আমাকে কোনো বিষয় উপকার করে থাকেন, নিজের সাধ্য অনুযায়ী তাঁর উপকার করবার চেষ্টা করেছি।

অনেক সময় অনেকের ব্যবহার এ দুঃখ পেলেও সেটা মনের কোনো এক কোণে জমা রেখে দিয়েছি।

IMG-20210526-WA0027.jpg

আসলে মানুষ ভুলে যায়, আজ যেটা অন্যের সাথে করে সে আনন্দ পাচ্ছে কাল সেটা তার সাথে অন্য কেউ করতে পারে, এবং তখন হয়তো সে বুঝতে পারবে, শরীরের আঘাত এর থেকেও মনের আঘাত অনেক বড়ো।

কাজেই কখনো কাউকে ছোটো বড়ো কথা বলার আগে বা অশোভনীয় আচরণ করবার আগে, একবার সবার ভাবা উচিত।
অনেক সময় ভালো করতে গিয়েও অনেকের কাছে খারাপ হয়ে যেতে হয়।

কিন্তু সেই খারাপ কে আমি কখনো গায়ে মাখি নি এই ভেবে, সময় পরিবর্তনের সাথে সাথে কোনো না কোনো দিন সে উপলব্ধি করবে, যেটা সে করেছে সেটা কত খানি অনৈতিক।

নিজের নিজের জীবনে সবাই ভালো থাক, এটাই আমি চাই , কাজেই বিশ্বাস কাল ও করতাম, আজ ও করি,এবং কাল ও করে যাবো। এটাই আমার স্বভাব এবং আমি কোনো শর্তেই সেটা বদলাতে চাই না।
নমস্কার।