বেলাকে পাওয়া যাবে!!!

in Praise India3 years ago

IMG-20210524-WA0058.jpg

বন্ধুরা,
দয়া করে অবাক হবেন না, এই প্ল্যাটফর্ম এ এসে কাউকে খোঁজ করছি ভেবে!
আপনারা জানেন এখন নির্দিষ্ট সময় দোকান পাঠ খুলছে, বাকি সময় lockdown ঘোষণা করা হয়েছে।
আমাদের কলকাতায় তো সেরকম ব্যবস্থাপনা করা হয়েছে।
হয়তো বাকি জায়গাতে সময়সীমা অন্যরকম হলেও হতে পারে।।
যাক, ওসব প্যাচাল এ গিয়ে কাজ নেই। যে, যার মত ঘোষণা চালিয়ে যাক, ভেড়ার মত ম্যাহ্ ম্যাহ্ করতে করতে মেনে নেওয়া ছাড়া আমরা নিরুপায়।

বাড়িতে যদি ভেড়া হয়ে ৩০ বছর বিবাহিত জীবন কাটিয়ে দিতে পারি, তাহলে করোনার বয়স তো সবে এই এক বছর কিছু মাস।

আরে যেটা বলতে আসা, কথায় কথায় ভুলে যাচ্ছি, বুড়ো হলে যা হয়, বেশি কথার অভ্যেস, কথায় কথায় ভুলে যাওয়া সব কিছু, এমন নানা সমস্যায় আক্রান্ত হতে হয়।

যাকগে যাক, আগেই বলেছি, শরীর বুড়িয়ে গেলেও, মনের রঙ এখনও সেই ২১ বছরের মতোই সজীব।

এই দেখুন নানা কথায় যেটা বলতে আসা, সেটাই বলা হচ্ছে না!
আরে! ওই তো সেদিন, টোটোতে করে ফিরছি গিন্নির সঙ্গে, উল্টো দিকে বসা লোকটি ফোনে চেঁচাচ্ছে - “মদ-টদ পাওয়া যাবে না, সব দোকান বন্ধ ।(আমাদের সাথে উল্টো দিক এক নওজোয়ান বসে আসছিল।)
শুধু বেলাকে রিকোয়েস্ট করে দেখতে পারি, যদি রাজি হয় ।"

IMG-20210524-WA0083.jpg

আমার গিন্নি তো শুনে মাথায় হাত, রেগে টং। হিসহিস করে বলে উঠলো এসব কথা কি এরকম চেঁচিয়ে বলে ? এক ' ম' কার পাচ্ছে না বলে অন্য 'ম ' খুঁজছে !
আমি নির্বিকার .....!

একি বেরেল্লা পানা, একেবারে জনসমক্ষে, লোক জন মানা নেই, সরাসরি ঐসব ব্যাপার নিয়ে খোলা আলোচনা।

আমিও প্রথমটা বেশ অবাক ই হয়ে গেছিলাম, এআবার কেমন যুগ আসলো, লোকজন খোলাখুলি এই ধরনের আলোচনা করছে!

যথারীতি বাড়ির সামনে নেমেও দেখলাম গিন্নির রাগ পড়েনি।

আমাকে গিন্নি বললেন, দেখলে কি অসভ্য লোক। বলে কিনা মদ নেই, শুধু বেলা-কে পাওয়া যাবে।
ব্যাটা মনে হয় দালাল, এসব সাপ্লাই করে।

অনেকক্ষণ অনুধাবন করে বেলার রহস্য উদঘাটন করে ফেলেছিলাম, তাই শান্ত কণ্ঠে, চুপি চুপি গিন্নিকে বললাম যা ভাবছো তা নয়....।

“লকডাউনে সব বন্ধ তো, তাই ‘বেলাকে’ মানে ‘ব্ল্যাকে’।" মদ পাওয়া যাবে কিনা সেটাই জিজ্ঞাসা করছিল।
আপনারাও কি আমার গিন্নির মত অন্য কিছু ভাবছেন!🙄😳

দয়া করে বানান এবং উচ্চারণ এ একটু মনোযোগ দেবেন, নইলে কিন্তু অবস্থা ওই লোকটির মত হবে! বলবে এক, বুঝবে আর এক এবং মানের কথা তো বাদ দিলাম।‌

IMG_20210504_021820.jpg