খুলনার ম্যাচ থেকে বিদায়ের দিন

in #life8 years ago

দীর্ঘ ৪ বছর ছিলাম খুলনাই। একই ম্যাচে। অনেক স্মৃতি রয়ে গেছে।
আমরা পরিবারের মতোই সবাই থাকতাম।কখনো ঝগড়া বা মারামারি হয়নি।
হাসি তামাসা করতে গিয়ে ৪ বছর কেটে গেছে।
এখন ঢাকাই থাকি।
খুলনার মানুষগুলোকে অনেক মিচ করতেছি।
খুলনা থেকে বিদায়ের আগেরদিন ম্যাচের ছোট ভাইরা অনুষ্ঠান আয়োজন করেছিলো।অনেক খাওয়া দাওয়া ও করা হয়েছিলো।

আমরা সবাই এক রকমের । টি শার্ট গায়ে দিয়েছিলাম।

IMG_20180112_215250.jpg

IMG_20180112_215246.jpg

IMG_20180112_215222.jpg

এখানে ম্যাচের ছোট ভাইরা।সবাই অনেক ভালো।ওদেরকে অনেক মিচ করতেছি

IMG_20180112_215152.jpg

IMG_20180112_215138.jpg

সবাইকে অনেক ধন্যবাদ

Sort:  

Everyone's wearing the same t-shirt.Really amazing selfie

This post has received a 25.03 % upvote from @booster thanks to: @smsulaiman.

ভাই খুলনায় কোথায় থাকতেন।