কলকাতা নাইট রাইডার্স VS সানরাইজার্স হায়দ্রাবাদ || প্রথম কোয়ালিফায়ারের লড়াই💥

in BDCommunity13 days ago

আইপিএলে দুর্দান্ত এক গ্রুপ পর্বের পর শুরু হতে চলছে কোয়ালিফায়ারের লড়াই। কোয়ালিফায়ারের প্রথমে ম্যাচে আজ মুখোমুখি হতে চলছে পয়েন্ট টেবিলের প্রথম অবস্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স এবং দ্বিতীয় অবস্থানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ভারতের সবচাইতে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে অনুষ্টিত হতে চলছে এই হাই ভোল্টেজ ম্যাচটি। এই ম্যাচে জয় পাবে কোন দল? সবার আগে মেঘা ফাইনাল নিশ্চিত করবে কে?

২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স এর পারফরম্যান্স ছিল এককথায় অসাধারণ। ২০১২ এবং ২০১৪ সালে আইপিএলের ট্রফি জয় করার পর এই দলটি পরবর্তী টুর্নামেন্টগুলোতে ভালো পারফর্ম করতে সক্ষম হয়নি। প্রতিবারই পয়েন্ট টেবিলের তলানিতে থেকে সিজনের সমাপ্তি করেছিল দলটি। কিন্তু এবার এক অনবদ্য কলকাতা নাইট রাইডার্সকে দেখতে পাচ্ছে দলটির ভক্ত সমর্থকরা। দলের প্রায় প্রতিটি খেলোয়ারই পারফর্ম করছে প্রতিটি ম্যাচে। যার ফলস্বরপ গ্রুপ পর্বের ১৪ টি ম্যাচে সর্বোচ্চ নয়টি ম্যাচ জয় নিয়ে ২০ পয়েন্ট অর্জন করেছে দলটি। গ্রুপ পর্ব থেকে সবার আগে কোয়ালিফায় নিশ্চিত করেছিল এই কলকাতাই!

অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদও কোন অংশ কম নয়। ২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জয় করা দলটি এবারও শিরোপা জয়ের অন্যতম দাবিদার। ২০২৪ আইপিএল মৌসুমে একটি অবিশ্বাস্য দল তৈরি করেছে সানরাইজার্স। দলটিতে রয়েছে দেশি বিদেশি অনেক হার্ডহিটার ব্যাটসম্যান, যারা নিজেদের দিনে একাই দলকে জিতিয়ে দিতে সক্ষম। অভিষেক শার্মা, ট্রেবিস হেড, হেনরি ক্লাসেনরা ইতিমধ্যেই প্রমাণ করেছে তারা ব্যাট হাতে কতটা শক্তিশালী। এবারের আইপিএল মৌসুমে সর্বোচ্চ ২৮৭ রানের রেকর্ডটা তাদের দখলেই। ব্যাটিংয়ের পাশাপাশি সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিংও কোন অংশে কম নয়!

যদি বলা হয় আজকের কোয়ালিফায়ারে এগিয়ে থাকবে কোন দল? এমন প্রশ্নের জবাবে উত্তরটা মোটেও সহজ হবে না। কেননা দু'দলই রয়েছে বিধ্বংসী ব্যাটসম্যান। কলকাতার যেখানে ফিলপ সল্ট, সুনীল নারিন, রিংকু সিং এবং আন্দ্রে রাসেল রয়েছে, তেমনি হায়াদ্রাবাদের রয়েছে ক্লাসেন, অভিষেক শার্মা এবং ট্রেভিস হেড। বোলিংয়েও দুই দলের কেঊ কম যায় না। সানরাইজার্স হায়দ্রাবাদের রয়েছে প্যাট কামিন্স, ভবেনশ্বর কুমার এবং টি নাটরাজান। অপরদিকে কলকাতার রয়েছে মিচেল স্টার্ক, সুনিল নারিন এবং হ্রিতিশ রানা।

দিনশেষে মাঠের পারফরমেন্স যে দল ভালো করবে তারাই হবে জয়ি দল। তবে ক্রিকেট বিশ্লেষকরা এই ম্যাচে কিছুটা এগিয়ে রাখছে কলকাতা নাইট রাইডার্স কে। কেননা গ্রুপ পর্বের প্রথম দেখায় চার রানে জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ফিরতে ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ম্যাচের হারের প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে থাকলেও বৃষ্টি বাধায় অনুষ্ঠিত হয়নি ম্যাচটি। আজকের ম্যাচের ফলাফলটা যাই হোক না কেনো, ভালো একটি লড়াইয়ের সাক্ষী হয়ে চলছে ক্রিকেট ভক্তরা তা একপ্রকার নিশ্চিত!


1000019695.jpg
IPL-Indian Premier League