Random flower photography.

in CCH17 days ago

Bismillahir Rahmanir Rahim.
Assalamu Alaikum friends, today I come to you again with some new flower photography. Random but full photography was captured from Bangladesh and sent to me via whatsapp, Dad is presenting them to you, I hope you will like them.

My home is in the village and in the village of Bangladesh there are green trees and plants. You can't enjoy it if you don't go. If ever possible, go to the village of Bangladesh and see the green trees and plants, flowers, fruits, rivers, canals, many things that you can see and enjoy. I miss the beautiful environment of that village, the beautiful trees.

Anyway, friends, it is near our house, there are two trees beside a pond. You are enjoying the photography of that beautiful flower through my post now. Agree, but whoever made this mistake, no other person should make this mistake. Flowers are our natural beauty and keep our environment beautiful.

Friends no beauty compares to the beauty of flowers anyways ending here for today everyone be well and healthy and talk about another new photography till then you all be well and healthy.

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে। এলোমেলো কিন্তু ফুল ফটোগ্রাফি ধারণ করা হয়েছে বাংলাদেশ থেকে whatsapp এর মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলাম আব্বু সেগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করছে আশা করব আপনাদের কাছে ভালো লাগবে।

গ্রামে বাড়ি আমার এবং বাংলাদেশের গ্রামগঞ্জে সবুজ রঙের গাছ-গাছালি ধরে আছে এটি আপনারা না গেলে উপভোগ করতে পারবেন না যদি কখনো সম্ভব হয় বাংলাদেশ গ্রামগঞ্জে গিয়ে ঘুরে দেখবেন সবুজ রঙের গাছ-গাছালি ফুল ফল নদী নালা অনেক কিছু দেখা যায় যে কিছু দেখে আপনি অনেক আনন্দিত উপভোগ করতে পারেন আমি অনেক মিস করে এখন সেই গ্রামের সুন্দর পরিবেশ সুন্দর গাছ-গাছালি গুলো।

যাইহোক বন্ধুরা এটি আমাদের বাড়ির পাশে একটি পুকুরের পাশে দুটি গাছ আছে ফুলের সেই সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনারা এখন আমার পোষ্টের মাধ্যমে উপভোগ করছেন এই ফুল গাছে ছোট্ট থেকে অনেক উঠানামা করেছি এবং অনেক ফুল পেড়ে খেলাধুলা করতাম তখন তো আর বুঝতাম না ফুল মানুষের হাতে মানায় না গাছেই তাকে মানায় তবে যে ভুল করেছে এই ভুল আর কোন মানুষ যেন না করে যাই হোক ফুল আমাদের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের পরিবেশ সুন্দর রাখে।

বন্ধুরা ফুলের সৌন্দর্যের সাথে আর কোন সৌন্দর্য তুলনা হবে না যাইহোক আজকের মত এখানে শেষ করছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং কথা হবে নতুন আরেকটি ফটোগ্রাফি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন।