রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু VS চেন্নাই সুপার কিংস || কোয়ালিফায়ারে উত্তীর্ণ হবার লড়াই 💥💥

in BDCommunity16 days ago

ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের ৬৮ তম ম্যাচে আজ মুখোমুখি হতে চলছে দুই শিরোপা প্রত্যাশীদল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু VS চেন্নাই সুপার কিংস। হাইভোল্টেজ এই ম্যাচে নির্ধারিত হবে চতুর্থ দল হিসেবে কোন দল কোয়ালিফাই করবে। দুই শক্তিশালী দলের এই লড়াইকে ঘিরে চারদিলে চলছে আলোচনা সমালোচনা। কেউ এগিয়ে রাখে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে আবার কেউবা জয় দেখছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির আরসিবি কি পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে অসাধারণ এক কামব্যাকের গল্প রচনা করতে?

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের শুরুটা ছিল দুর্দান্ত। ঘরের মাঠে শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে হারিয়েই সিজনের শুভ সূচনা করেছিল দলটি। প্রথম সাক্ষাতে দলটির নতুন বাংলাদেশ তারকা বোলার মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিং পারফরমেন্সে পরাস্ত হয়েছিলো দলটি। ফলে বিরাট কোহলির আরসিবিকে সহজেই হারায় চেন্নাই। দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু এওয়ে ম্যাচে দলটি তাদের পারফরমেন্সে ধারা অব্যাহত রাখতে ব্যর্থ হয়।

প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচেই হারের স্বাদ পায় চেন্নাই। তারপর থেকেই প্রায় ম্যাচেই হারে ঋতুরাজ গাইকোয়াডের নেতৃত্বাধীন দলটি। চেন্নাই সবচাইতে বড় ধাক্কা খায় দলের প্রধান বোলিং তারকা মুস্তাফিজুর রহমান এবং মহেস্থা পাথিরানার বিদায়ে। জাতীয় দলের হয়ে খেলতে মোস্তাফিজুর রহমান এবং ইনজুরির কারণে পাথিরানা দল থেকে ছিটকে পরে। পাশাপাশি দলের আরেক দেশীয় বোলিং তারকা দিপাক চাহারের ইনজুরিতে বোলিং লাইনয়াপে বড় ধাক্কা খায় চেন্নাই।

অপরদিকে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা বাজেভাবে করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ছয় ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিলো দক্ষিন আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলটি। ফলে সবাই ধরে নিয়েছিলো প্রথম দল হিসেবে এবারের আইপিএল সিজন থেকে বাদ পরে বেঙ্গালুরু। কিন্তু না! সবাইকে চমকে দিয়ে শেষ পাচ ম্যাচের পাঁচটিতে জিতে কোয়ালিফাই লরাইয়ে টিকে আছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোয়লিফাই লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হতে চলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। বেঙ্গালুরুর ঘরের মাঠে এম. চিন্নাসোয়ামি ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮:০০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সাম্প্রতিক সময়ের পারফরমেন্স এবং দলের শক্তিমত্তা বিবেচনায় এই ম্যাচে নিশ্চিত ভাবেই এগিয়ে থাকবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাশাপাশি ঘরের মাঠের সুবিধা তো থাকছেই বিরাটের দলের পক্ষে!

তবে চেন্নাইকে হারিয়ে শুধু ম্যাচ জিতলেই চলবেনা আরসিবির। রান রেটে আরসিবি থেকে চেন্নাই বেশ এগিয়ে। তাই ২য় রাইন্ডে কোয়ালিফাই করতে হলে চেন্নাইয়ের বিপক্ষে জয়ের পাশাপাশি ভালো ব্যবধানে জিততে হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তবেই তারা সমান সংখ্যক পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংসকে পিছনে ফেলতে সক্ষম হবে। বর্তমানে ১৩ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। অপরদিকে ১৩ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থান ষষ্ট!


1000019357.jpg
CSK