আমার ভালোলাগা

in BDCommunity17 days ago

সেই ছোট্ট বেলায় মাথায় ঢুকেছিলো পড়াশোনা করে মানুষ হতে হবে।এরপর থেকে ছুটে চলা স্বপ্নের পিছে।অবিরাম সে চলা। বছরের পর বছর।ভালো লাগতো তখনও। সেই ছাত্র জীবনের নির্ঘুম রাত আর ক্লান্তি হীন দিনগুলো স্বপ্নের মতো কেটে যেতো।ভালো লাগা তখনও ছিলো স্বপ্নের পিছনে ছুটে চলার ভালো লাগা।
এরপর শুরু সংসার ক্যারিয়ার। ভালো লাগা তখনও ছিলো। ভালোবাসার ভালো লাগা। স্বপ্ন গুলো হাতে পাওয়ার ভালো লাগা।
হঠাৎ একদিন খবর এলো আমার মাঝে ধীরে ধীরে বড় হচ্ছে একটা প্রাণ।আমি পুলকিত হলাম।আমার ভালোলাগা গুলো বদলে যেতে লাগলো।পেটের মধ্যে হাত দিয়ে ওর অস্তিত্ব খুঁজতে ভালো লাগে।মাঝে মাঝে কেঁপে ওঠার সামন্য অনুভূতি ভালো লাগে। দিন যত অতিবাহিত হয় ওর অস্তিত্ব তত প্রকট হয়।আমার পৃথিবী বদলে যাচ্ছে,বদলে যাচ্ছে ভালো লাগা।কল্পনার জগতে ভাসি আমি। কেমন হবে ছোট ছোট দুটি পা,ছোট ছোট দুটি হাত। কেমন হবে তাকে কোলে নেওয়ার অনুভূতি।
ভালো লাগার স্বপ্নে ভাসতে ভাসতে সে আমার কোলে চলে এলো। এবারের ভালো লাগা গুলো অদ্ভুত। রাত চারটা বেজে যায় ও ঘুমায় না। আমি জেগে বসে আছি। ঘুমে চোখ বন্ধ হয়ে আসে।তাও সে জেগে থাকায় আছে আমার মমতা ঘেরা ভালো লাগা।
সকাল গড়িয়ে, দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে। গোসল খাওয়া দাওয়া সব বন্ধ। ও ঘুমিয়ে কিংবা শুয়ে যে সময় টুকু দেয় তাতে ওর কাজ গুলো সেরে নেই কিন্তু আমার কিছু করা হয়না।অপেক্ষা করি ওর বাবা কখন আসবে, ওকে একটু রাখবে।আমি গোসল করবো,রান্না করবো,খাওয়া দাওয়া করবো।তাতে আমার ভালো লাগার কোন ঘাটতি নেই। বরং প্রতিটি প্রহর মুগ্ধতার সাগরে ডুবে থাকি।
হঠাৎ একদিন দেখি ও উল্টোতে পারে, এরপর দেখলাম বসতে পারে,বসে বসে চলতে পারে, গুটি গুটি পায়ে হাঁটতে পারে,আদো আদো কণ্ঠে বলতে পারে।এগুলো একেকটা তার কত বড় অর্জন ছিলো আমার জানা নাই। কিন্তু আমি পেয়েছি তৃপ্তির সাগর,মুগ্ধতার আকাশ আর ভালো লাগার পাহাড়।অবিরাম ছুটে চলা সময়ের মাঝে সৃষ্টি হয় ছোট ছোট কিছু ভালোবাসার মুহূর্ত। যা থেকে সঞ্চয় হয় এক পৃথিবী সুখ। এর চেয়ে বেশি এক জীবনে কিছু চাওয়ার থাকে না।
এ জীবনে আমি কি চেয়েছি কি পেয়েছি সে হিসাব আমি কষিনা। তবে ভালো লাগার যে বাধনে আমি বাঁধা পড়েছি তা থেকে কখনো মুক্ত হতে
Screenshot_20240518_005132.jpg
চাই না।অফুরন্ত আলোয় আলোয় ঝলমল করছে এ পৃথিবী তার চিটে ফুটাও যদি আমার ঘরে না আসে তবুও ভালো আছি, ভালো আছি আমি,আমার অফুরন্ত ভালোবাসার সাগরে।