গৃহিণীরা সারাদিন কি করে?

in BDCommunity14 days ago

বিয়ের পর স্বামী স্ত্রী যে জীবন শুরু করে তাকে সংসার বলে।তবে সংসারের সদস্য সংখ্যা নির্দিষ্ট করা নেই। শ্বশুর, শ্বাশুড়ি, দেবর ননদ,বাচ্চাকাচ্চা সহ পনেরো, বিশ যত খুশি হতে পারে।তবে হ্যাঁ সর্ব নিম্ন সদস্য সংখ্যা দুইজন।ঐ যে বললাম বিয়ের পর স্বামী স্ত্রীর জীবন কে সংসার বলে।স্বামী তিনি কাজ, মানে কর্ম করলেও স্বামী না করলেও স্বামী। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে ভিন্ন। কাজ করলে কর্মজীবী নারী না করলে গৃহীণী।

গৃহীনী মানে কি প্রশ্ন করে ছিলাম। কাকে জানো?বর্তমান জামানার জনপ্রিয় উত্তর দাতা গুগলকে।খুব সুন্দর একটা উত্তর দিয়েছে। যিনি পরিবারের কর্ত্রী।তারমানে এখানে স্বামী যদি কর্তা হয় স্ত্রী কর্তী। কিন্তু আমাদের সমাজ গৃহীণীর একটা সংঞ্জা তৈরী করেছে। যে গৃহে থেকে খাই আর ঘুমায় সেই গৃহীণী। যদিও সরাসরি এ কথাটা কেউ বলে না। তবে কথাবার্তা, আচার-আচরণে এমনটাই বুঝা যায়।যেমন সারাদিন কি করো এ কথাটা শুনেনি এমন গৃহিণী খুঁজে পাওয়া মুশকিল।অনেককে স্বামী বলে কিংবা শ্বশুর -শ্বাশুড়ি আবার কারও কারও ক্ষেত্রে পাড়া পড়শী এই দায়িত্বটা পালন করে।

গৃহীণী তার তো অফুরন্ত সময়।চলুন না তার সময়ের হিসাব করি।বড় সংসারের গৃহীণীর হিসাবে নাইবা গেলাম৷ ছোট সংসারেই থাকি।যেখানে তেমন কিছু করার থাকে না।সকালে ঘুম থেকে ওঠে নাস্তা তৈরি। তেমন কিছু না রুটি, তরকারি, চা।এ আর এমন কি?সবজি কেটে,ধুয়ে বসিয়ে দিলো,রুটি বানিয়ে সেকে নিলো,চা ফুটিয়ে নিলে হয়ে গেলো।

স্কুল পড়োয়া এক অথবা দুটি বাচ্চা থাকলে তাদের প্রস্তুত করে স্কুলে দিয়ে আসা।এতো যেনো সাজুগুজু করে একটু হাওয়া খেয়ে আসা,একটু আড্ডা দিয়ে আসা।বাসায় এসে দুপুরের খাবারের ব্যবস্থা করা। সকলের কাপড় চোপড় ধুয়ে, ঘর গুছিয়ে, নিজে প্রস্তুত হয়ে বাচ্চাদের বাসায় নিয়ে আসা।এ আর এমন কি? বুয়াকে এক হাজার টাকা দিলে সবই করে দেবে।

সন্ধ্যায় নাস্তা তৈরী,রাতের খাবার প্রস্তুত করা, বাচ্চাদের হোম ওর্য়াক তৈরিতে সাহায্য করা এসব সব মায়েরাই করে।এ নিয়ে বাহাদুরি করার কিছু নেই।

স্বামী বেচারা সারাদিন খেটেখুটে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তোমাদের সুখের ব্যবস্থা করে এসেছে। তার আরামের ব্যবস্থা করা স্ত্রী দায়িত্বের মাঝেই পড়ে।

সব শেষে গৃহীণীর ঘুমানোর সময় ছোট বাচ্চাটা না ঘুমিয়ে যখন হাউমাউ করে কাঁদে, নিজে না ঘুমিয়ে তাকে শান্ত রেখে পরিবারের সবাইকে শান্তিতে ঘুমাতে দেওয়া তার কোন মহানুভবতা নয় সেটাকে কর্তব্যপরায়ণতা বলে।সবশেষে দুই, তিন অথবা চার ঘন্টা ঘুমিয়ে পরের দিনটা আবার শুরু করে।

তাতে কি সে গৃহীণী, কর্মজীবী নারী নয়।এবার একটা প্রশ্ন রেখে গেলাম সবার কাছে, আচ্ছা সকাল থেকে গভীর রাত পর্যন্ত একজন গৃহিণী যা যা করে এগুলোকে কি বলে?কর্মের সংঞ্জায় বা কি?

Collage_20240520_221910.jpg