পার্কে যে কোন কোন রাইডে উঠলাম?? 💝

in BDCommunity17 days ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

আশা করি আপনারা সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি গিয়েছিলাম খুলনার একটি পার্কে। এই পার্কটির নাম আগে মুজগুন্নী পার্ক থাকলেও বর্তমানে এই পার্কটির নাম হয়েছে উল্লাস পার্ক। তো চলুন ভিডিওটি দেখে আসি,


আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পার্কে গিয়েছিলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে বিকাল বেলা। সন্ধ্যার অন্ধকার হওয়ার আগেই আমরা উঠে নিলাম নৌকায়। এটি একটি নতুন এক্সপেরিমেন্ট বলা যায়। টিকিট কেটে নিলেই 20 মিনিটের জন্য নৌকা চালানোর সুযোগ রয়েছে। বেশ মজাই লাগলো। নৌকা চালাতে চালাতে দেখি সন্ধ্যা হয়ে এসেছে। তারপর আরো অনেক রাইড এনজয় করলাম। যদিও পার্কের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি তবুও অনেক রাইড আছে। যেহেতু আমাদের হাতে বেশি সময় ছিল না তাই সব রাইডে উঠতে পারিনি। তাও খুলনার মধ্যে এমন একটা পার্ক বেশ মজাই লাগলো। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন।ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হ। আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ।
My YouTube channel link :👇👇👇
https://youtube.com/@tathoyafroz?si=_Na5DNSNZ4BCCk6h